Ajker Patrika

আরও পাঁচটি ভ্যাকসিন অনুমোদন দিতে পারে ভারত

আরও পাঁচটি ভ্যাকসিন অনুমোদন দিতে পারে ভারত

কোভিড পরিস্থিতি মোকাবিলায় ভারত বিদেশী প্রায় সব ভ্যাকসিনের অনুমোদন দেওয়ার চিন্তাভাবনা করছে। সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে দ্রুততম সময়ের মধ্যে দেশের সব মানুষকে টিকা কর্মসূচির আওতায় আনতে এমন উদ্যোগের কথাই ভাবছে কেন্দ্র সরকার।

রাশিয়ার তৈরি কোভিড ভ্যাকসিন স্পুটনিক–৫ এরই মধ্যে ভারতের ড্রাগস কন্ট্রোলার জেনারেলের কার্যালয়ের অনুমোদন পেয়েছে। এই ভ্যাকসিন সম্ভবত চলতি মাসের শেষনাগাদ ভারতে পাওয়া যাবে। 

ভারতে আরও পাঁচটি ভ্যাকসিন অনুমোদন পাবে বলে আশা করা হচ্ছে। এই তালিকায় রয়েছে–  জনসন এবং জনসন, জাইডাস ক্যাডিলা, নোভাভ্যাক্স এবং ভারত বায়োটেকের নাকে স্প্রে করা যাবে এমন একটি ভ্যাকসিন।

এদিকে গত সপ্তাহ থেকেই বেশ কয়েকটি রাজ্যে ভ্যাকসিনের মজুদ কমে যাওয়ার কথা বলা হচ্ছে। এই তালিকায় রয়েছে কোভিডে সবচেয়ে নাজুক অবস্থায় থাকা মহারাষ্ট্র রাজ্য। পাঞ্জাব, দিল্লি, তেলেঙ্গানা এবং রাজস্থানেও একই অবস্থা।

এ বিষয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, টিকা দেওয়ার ক্ষেত্রে কোনও রাজনৈতিক ইস্যু আনা উচিৎ নয়। তিনি আরও বলেন,  আমি আগেই বলেছিলাম যে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এটি নিয়ে চিন্তার কারণ নেই। আমাদের নিয়ন্ত্রণ যদি ঠিক থাকে তাহলে এনিয়ে কোনোও চাপের কারণ তিনি দেখছেন না।

ভারত ১ জানুয়ারি থেকে বিশ্বের বৃহত্তম টিকাদান কর্মসূচি শুরু করে। এখন পর্যন্ত ১০ কোটিরও বেশি ডোজ টিকা পেয়েছে।

গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ৬১ হাজার ৭৩৬ জন নতুন কোভিড রোগী শনাক্ত হয়েছে। এটি গতকালের তুলনায় কিছুটা কম।

২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ৮৭৯ জন। এ নিয়ে ভাইরাসটির সংক্রমণে মোট মৃত্যুর সংখ্যা ১ লাখ ৭১ হাজার ৫৮ জনে দাঁড়িয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত