নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।’
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রভাকরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।’
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।’
আগামী ৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আসন ছেড়ে দেওয়ার পর তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হন।
নির্বাচনী প্রচারণা চালানোর সময় ভারতের তেলেঙ্গানা রাজ্যের সংসদ সদস্য কোঠা প্রভাকর রেড্ডিকে ছুরিকাঘাত করেছে এক দুর্বৃত্ত। সোমবার প্রভাকর প্রচারণার জন্য এক ধর্মযাজকের বাড়ির দিকে অগ্রসর হওয়ার সময় তাঁর ওপর এ হামলা হয়।
তেলেঙ্গানার সিদ্দিপেট জেলায় এ ঘটনা ঘটেছে বলে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে উল্লেখ করা হয়।
ঘটনার সময় অজ্ঞাত এক ব্যক্তি প্রভাকরের দিকে এগিয়ে এলে প্রথমে ধারণা করা হয় তিনি হাত মেলাতে চাইছেন। কিন্তু হঠাৎ করেই তিনি ছুরি বের করেন এবং প্রভাকরের পেটে আঘাত করেন। নির্বাচনী প্রচারাভিযানে উপস্থিত বিআরএস কর্মীরা হামলাকারীকে তৎক্ষণাৎ ধরে ফেলে এবং মারধর করে।
সিদ্দিপেটের পুলিশ কমিশনার এন শ্বেতা বার্তা সংস্থা পিটিআইকে বলেন, ‘হামলাকারীকে আটক করা হয়েছে। আমরা তাকে নিয়ে তদন্ত করছি।’
আহত সংসদ সদস্যকে গাজওয়েল সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর অবস্থা এখন স্থিতিশীল বলে জানিয়েছেন চিকিৎসকেরা।
প্রভাকরকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও। হামলার পেছনে রাজনৈতিক উদ্দেশ্যের ইঙ্গিত করে তিনি বলেন, ‘আমাদের ধৈর্যের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ হামলা বিআরএস প্রার্থীর ওপর নয় বরং আমার ওপর চালানো হয়েছে। তারা যদি এটা বন্ধ না করে আর নিজেকে নিয়ন্ত্রণ না করে আমরাও এ ধরনের সহিংসতা চালাতে পারি। তখন কেউ রক্ষা পাবে না।’
তেলেঙ্গানার মন্ত্রী টি হরিশ রাও বলেন, ‘এ ধরনের হামলা অগ্রহণযোগ্য। এ ধরনের কাপুরুষের মতো হামলা না চালিয়ে, তাদের উচিত গণতান্ত্রিকভাবে লড়াই করা।’
আগামী ৩০ নভেম্বর আসন্ন নির্বাচনের জন্য বিআরএসের দুব্বাকা সংসদীয় আসনের প্রার্থী মনোনীত হয়েছেন প্রভাকর। তেলেঙ্গানার বর্তমান মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও আসন ছেড়ে দেওয়ার পর তিনি ২০১৪ সালে সংসদ সদস্য হন।
ডোনাল্ড ট্রাম্প দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন ১০০ দিন হলো। সম্প্রতি তিনি বেশ জমকালোভাবেই তাঁর ১০০তম দিন পূর্তি উদ্যাপন করেছেন। অনুষ্ঠানে তিনি অভিযোগ করেছেন, তাঁর ক্ষমতা কেড়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। তবে কোনো কিছুই তাঁকে ‘থামাতে পারবে না।’
৯ মিনিট আগেএকজন স্টার্টআপ প্রতিষ্ঠাতা সম্প্রতি ভারতে একটি পাসপোর্ট অফিসে গিয়েছিলেন। সেখানে থ্রি–কোয়ার্টার পরার কারণে এক যুবককে ভেতরে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে একটি ভিডিও তিনি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন। এরপরই এ নিয়ে আলোচনা–সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে।
৩০ মিনিট আগেগত ১২ বছরেরও বেশি সময় ধরে খেমকাকে মূলত ‘লো–প্রোফাইল’ বা কম গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত দপ্তরগুলোতেই পদায়ন করা হয়েছে। কর্মজীবনে তিনি চারবার শুধু রাজ্য সরকারের আর্কাইভস দপ্তরেই কাজ করেছে। চারবারের তিনবারই বিজেপি নেতৃত্বাধীন সরকারের আমলে।
১ ঘণ্টা আগেজম্মু ও কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত এবং পাকিস্তান পাল্টাপাল্টি কঠোর পদক্ষেপ নিয়েছে। দুই দেশের বাণিজ্য বন্ধ। কূটনীতিকদের প্রত্যাহার করা হয়েছে। সিন্দু পানি বণ্টন চুক্তি স্থগিত করেছে ভারত, অপর দিকে সিমলা চুক্তি স্থগিত করেছে পাকিস্তান।
৩ ঘণ্টা আগে