দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন।
শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
দিল্লিতে এক ব্যক্তি তাঁর বান্ধবীকে (লিভ-ইন পার্টনার) হত্যা করে কুপিয়ে ৩৫ টুকরো করেন। হত্যার পর প্রতিদিন দুই টুকরো করে বনের বিভিন্ন স্থানে রেখে আসেন টানা ১৮ দিন ধরে। ওই ব্যক্তিকে গ্রেপ্তার করে ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
পুলিশের একটি সূত্র জানিয়েছে, ওই ব্যক্তি তাঁর বান্ধবীকে হত্যার পর তাঁকে কেটে ৩৫ টুকরোয় ভাগ করেন। পরে প্রতিদিন রাত ২টার দিকে উঠে দিল্লির মেহেরুলি বনের বিভিন্ন স্থানে রেখে আসতেন। ওই ব্যক্তি নাম আফতাব আমিন পূনাওয়ালা। ২৮ বছরের যুবক আফতাব তাঁর বান্ধবী শ্রদ্ধা ওয়াকারের সঙ্গে একত্রে থাকতেন। সর্বশেষ গত ১৮ মে দুজনের মধ্যে ঝগড়া হয়।
পুলিশের সূত্রটি আরও জানিয়েছে, ২৬ বছর বয়সী শ্রদ্ধা মুম্বাইয়ের একটি বহুজাতিক কোম্পানির কল সেন্টারে কাজ করতেন। সেখানেই তাঁর সঙ্গে আফতাবের পরিচয়। এরপর দুজনে ডেটিং শুরু করেন এবং কিছুদিন পর একসঙ্গে থাকা শুরু করেন। দুজনের পরিবার তাদের সম্পর্ক মেনে না নেওয়ায় তাঁরা পালিয়ে দিল্লিতে চলে আসেন এবং মেহেরুলির একটি ফ্ল্যাটে থাকতে শুরু করেন।
দিল্লিতে আসার কিছুদিন পরই শ্রদ্ধার এক বন্ধু শ্রদ্ধার ভাইকে জানায় যে, তাঁর ফোন ২ মাসেরও বেশি সময় ধরে বন্ধ। এরপরে গত 8 নভেম্বর শ্রদ্ধার বাবা বিকাশ মদন ওয়াকার মেয়েকে দেখতে দিল্লিতে আসেন এবং তাঁর ফ্ল্যাটে তালা দেখতে পান। পরে তিনি মেহেরুলি পুলিশের কাছে গিয়ে অপহরণের অভিযোগ দায়ের করেন। তিনি অভিযোগ করেন, শ্রদ্ধা তাঁকে জানিয়েছিলেন যে, পূনাওয়ালা তাঁকে প্রায়ই মারধর করতেন।
শ্রদ্ধার বাবার অভিযোগের ভিত্তিতে পুলিশ গত শনিবার আফতাব পূনাওয়ালাকে গ্রেপ্তার করে। জিজ্ঞাসাবাদে আফতাব জানানা যে, শ্রদ্ধা তাঁকে বিয়ে করার জন্য চাপ দেওয়ায় দুজনের মধ্যে প্রায়ই ঝগড়া হচ্ছিল। পুলিশ এরই মধ্যে পূনাওয়ালার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেছে।
পুলিশ জানিয়েছে, তাঁরা শ্রদ্ধার দেহের কিছু খণ্ডাংশ মেহেরুলি বন থেকে উদ্ধার করতে পেরেছে। তবে সেগুলোকে কোনোভাবেই আর মানুষের দেহের অংশ বলে চেনার উপায় নেই। শ্রদ্ধাকে হত্যায় যে ছুরি ব্যবহৃত হয়েছিল সেটিও এখনো খুঁজে পায়নি পুলিশ।
বিশ্ব খবর সম্পর্কিত আরও পড়ুন:
যুক্তরাজ্যের শিক্ষার্থীদের মধ্যে এ লেভেলে অর্থনীতি ও ব্যবসায় শিক্ষা বেছে নেওয়ার প্রবণতা বেড়েছে। এর পেছনে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের প্রভাবে বেড়েছে বলে মনে করা হচ্ছে। সাম্প্রতিক এক জরিপ বলছে, দেশটির ইতিহাসে প্রথমবারের মতো এ লেভেলে শীর্ষ পাঁচ জনপ্রিয় বিষয়ের মধ্যে উঠে এসেছে ব্যাবসায় শিক্ষা।
২৩ মিনিট আগেভারতের জম্মু ও কাশ্মীরে আকস্মিক ভারী বৃষ্টিপাত ও বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫৬। এখনো নিখোঁজ রয়েছেন আরও অন্তত ৮০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে কর্তৃপক্ষ। হিমালয় সংলগ্ন এলাকায় এক সপ্তাহের মধ্যে এটি দ্বিতীয় ক্লাউডবার্স্টের ঘটনা।
১ ঘণ্টা আগেএক ফেডারেল এজেন্টের দিকে স্যান্ডউইচ ছুড়ে মারার অভিযোগে মার্কিন বিচার বিভাগের এক কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাজধানী ওয়াশিংটন ডিসিতে ‘অপরাধ দমনে জরুরি অবস্থা’ ঘোষণার পর সেখানে মোতায়েন করা হয়েছিল ওই এজেন্টকে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শন চার
২ ঘণ্টা আগেহাইতির গ্যাংদের নিয়ন্ত্রণে এবার কাজ পাচ্ছে মার্কিন বেসরকারি নিরাপত্তা ঠিকাদারি সংস্থা। এরই মধ্যে একটি দীর্ঘমেয়াদি চুক্তি হয়েছে। এই সংস্থা সেখানে প্রবল ক্ষমতাধর গ্যাংগুলোকে নিয়ন্ত্রণ করবে এবং একই সঙ্গে কর আদায়ের দায়িত্বও পালন করবে।
৩ ঘণ্টা আগে