Ajker Patrika

প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না: বিজেপির সংসদ সদস্য

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২২, ১৩: ০৩
প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না: বিজেপির সংসদ সদস্য

প্রকাশ্যে হিজাব পরা সহ্য করা হবে না বলে সতর্ক করে দিয়েছেন ভারতের মধ্য প্রদেশের ভোপালের বিজেপির সাংসদ প্রজ্ঞা ঠাকুর। গতকাল বুধবার মধ্য প্রদেশের একটি মন্দিরের অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এমনটি বলেন।

প্রজ্ঞা ঠাকুর বলেন, প্রকাশ্যে হিজাব পরার দরকার নেই। কারণ হিন্দুরা নারীদের পূজা করে। আপনি যদি দেশের স্কুল ও কলেজের নিয়মশৃঙ্খলা ভঙ্গ করেন এবং হিজাব পরা শুরু করেন, তাহলে তা মেনে নেওয়া হবে না।

তিনি আরও বলেন, হিজাব হলো একটি পর্দা। যারা আপনাকে খারাপ নজরে দেখছে, তাদের থেকে আড়াল করার জন্য় পর্দার ব্যবহার প্রয়োজন। কিন্তু এটি নিশ্চিত যে হিন্দুরা তাদের খারাপ নজরে দেখে না। কারণ হিন্দুরা নারীদের পূজা করে।

গত বছরের ডিসেম্বর থেকে কর্ণাটকে হিজাব বিতর্ক শুরু হয়। গত ২৮ ডিসেম্বর কর্ণাটকের উড়ুপি জেলার একটি সরকারি কলেজে হিজাব পরিহিত শিক্ষার্থীদের ঢুকতে না দেওয়া নিয়ে বিতর্কের সূত্রপাত হয়। তারপর জায়গায়, জায়গায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বিক্ষোভ শুরু হয়। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিন দিনের জন্য সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের নির্দেশ দিয়েছিলেন। বিক্ষোভরত একটি মেয়ে আদালতে এ নিয়ে আবেদনও করে। বর্তমানে কর্ণাটকের হাইকোর্টে মামলাটি বিচারাধীন। মামলার নিষ্পত্তি না হওয়া অবধি কর্ণাটক হাইকোর্টের তরফে নির্দেশ দেওয়া হয়েছে যে ধর্মীয় পোশাক পরে কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়া যাবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত