বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই সন্তানকে হত্যা করেছেন এক নাপিত। পরে পালাতে গিয়ে পুলিশের গুলিতে হত্যাকারী সেই ব্যক্তিও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায়। বাদাউন পুলিশ আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হত্যাকারী মুসলিম হওয়ায় এবং ভুক্তভোগীর পরিবার হিন্দু হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম সাজিদ। তাঁর পুরো নাম জানা যায়নি। পেশায় একজন নাপিত। ধারণা করা হচ্ছে, নিহত দুই শিশুর বাবা বিনোদের সঙ্গে সাজিদের পূর্বশত্রুতা বা দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদের বাসায় যান সাজিদ। সে সময় বিনোদের তিন ছেলে আয়ুশ (১৩), অহন (৭) ও পীযূষ বাড়ির বারান্দায় খেলছিল।
সন্ধ্যা বেলায় সাজিদ বাদাউনের বাবা কলোনিতে অবস্থিত বিনোদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে চা পান করতে চান। তাঁর জন্য চা বানাতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বাড়ির ভেতরে চলে গেলে বারান্দায় গিয়ে আয়ুশ ও অহনকে গলা কেটে হত্যা করেন সাজিদ। এ সময় তিনি পীযূষকেও হত্যার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনি। পীযূষ সুস্থ আছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক হওয়ার পর সাজিদ তাদের কাছ থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তাদের অনুমান ও স্থানীয়দের ভাষ্য, বিনোদের সঙ্গে সাজিদের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল।
বাদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মনোজ কুমার বলেছেন, ‘আমরা আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যায় তথ্য পেয়েছি যে, এক ব্যক্তি একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে হত্যা করেছে। এর পরই জনতা বিক্ষোভ শুরু করে। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
বাবার সঙ্গে দ্বন্দ্বের জেরে দুই সন্তানকে হত্যা করেছেন এক নাপিত। পরে পালাতে গিয়ে পুলিশের গুলিতে হত্যাকারী সেই ব্যক্তিও নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাদাউন জেলায়। বাদাউন পুলিশ আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছে।
পুলিশ জানিয়েছে, এই জোড়া খুনের ঘটনায় শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। বিশেষ করে হত্যাকারী মুসলিম হওয়ায় এবং ভুক্তভোগীর পরিবার হিন্দু হওয়ায় সাম্প্রদায়িক দাঙ্গার মতো পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কা করা হচ্ছিল। তবে পরিস্থিতি এখনো নিয়ন্ত্রণে আছে।
পুলিশ জানিয়েছে, হত্যাকারী ব্যক্তির নাম সাজিদ। তাঁর পুরো নাম জানা যায়নি। পেশায় একজন নাপিত। ধারণা করা হচ্ছে, নিহত দুই শিশুর বাবা বিনোদের সঙ্গে সাজিদের পূর্বশত্রুতা বা দ্বন্দ্ব ছিল। তারই জের ধরে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বিনোদের বাসায় যান সাজিদ। সে সময় বিনোদের তিন ছেলে আয়ুশ (১৩), অহন (৭) ও পীযূষ বাড়ির বারান্দায় খেলছিল।
সন্ধ্যা বেলায় সাজিদ বাদাউনের বাবা কলোনিতে অবস্থিত বিনোদের বাড়িতে গিয়ে পরিবারের সদস্যদের কাছে চা পান করতে চান। তাঁর জন্য চা বানাতে পরিবারের জ্যেষ্ঠ সদস্যরা বাড়ির ভেতরে চলে গেলে বারান্দায় গিয়ে আয়ুশ ও অহনকে গলা কেটে হত্যা করেন সাজিদ। এ সময় তিনি পীযূষকেও হত্যার চেষ্টা করেন। তবে ব্যর্থ হয়ে পালাতে গিয়ে পুলিশের হাতে ধরা পড়ে তিনি। পীযূষ সুস্থ আছে।
পুলিশ আরও জানিয়েছে, আটক হওয়ার পর সাজিদ তাদের কাছ থেকেও পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তবে এই হত্যাকাণ্ডের পেছনের কারণ এখনো জানতে পারেনি পুলিশ। তাদের অনুমান ও স্থানীয়দের ভাষ্য, বিনোদের সঙ্গে সাজিদের শত্রুতা বা দ্বন্দ্ব ছিল।
বাদাউনের জেলা ম্যাজিস্ট্রেট মনোজ কুমার জানিয়েছেন, পুলিশ স্থানীয়দের বিক্ষোভের খবর পেয়েছে। তবে পুলিশ স্থানীয়দের শান্তি বজায় রাখার অনুরোধ করেছে। এখন পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার ঘটনা ঘটেনি।
মনোজ কুমার বলেছেন, ‘আমরা আজ (গতকাল মঙ্গলবার) সন্ধ্যায় তথ্য পেয়েছি যে, এক ব্যক্তি একটি বাড়িতে ঢুকে দুই শিশুকে হত্যা করেছে। এর পরই জনতা বিক্ষোভ শুরু করে। তাদের শান্তি বজায় রাখার আহ্বান জানানো হয়েছে এবং দুই মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।’
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৫ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৬ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
৭ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
৭ ঘণ্টা আগে