Ajker Patrika

সাত সকালে ছয়বার কেঁপে উঠল আসাম

প্রতিনিধি, কলকাতা
আপডেট : ২৮ এপ্রিল ২০২১, ১৪: ২৬
সাত সকালে ছয়বার কেঁপে উঠল আসাম

ঢাকা: ছয়-ছয়বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের আসাম-সহ একাধিক রাজ্য।  আজ বুধবার স্থানীয় সময় ৭টা ৫১ মিনিট থেকে শুরু হয় কম্পন।

পাঁচটি ভূমিকম্পেরই উৎসস্থল আসামের সোনিতপুর। অন্যটি তেজপুর। ভূমিকম্পের জেরে আতঙ্ক ছড়িয়ে পরে আসাম ছাড়াও প্রতিবেশী রাজ্যগুলোতেও।

 ভূমিকম্পের পরে আসামের রাজধানী গৌহাটির বহু বহুতলে ফাটল ধরেছে। বহু জায়গায় মাটিও ফেটে গিয়েছে।   আর্থিক ক্ষতি হলেও হতাহতের কোনও খবর নেই।

ভূমিকম্প প্রবণ ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য বুধবার সকাল ৭টা ৫১ মিনিটে প্রথমবারের মতো কেঁপে ওঠে। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৪।  এর উৎসস্থল ছিল আসামের সোনিতপুর। কম্পন অনুভূত হয় গোটা আসাম জুড়ে। পশ্চিমবঙ্গের দার্জিলিং, মালদা, কোচবিহার, মুর্শিদাবাদ প্রভৃতি জেলাতেও অনুভূত হয় কম্পন। আতঙ্ক ছড়িয়ে পড়ে চারিদিকে। ত্রিপুরাতেও এই কম্পন অনুভূত হয় ।

এদিকে, প্রথমটির ধাক্কা সামলাতে না সামলাতেও আরও পাঁচটি কম্পন অনুভূত হয়।   ভারতীয় সময় সকাল ৮টা ৩ ও ৮টা ১৩ মিনিটের কম্পন দুটি ছিল মাঝারি মাপের। ৪ দশমিক ৭ ও ৪। এরপর যথাক্রমে সকাল ৮টা ২৫,  ৮টা ৪৪ ও ১০টা ৫ মিনিটে ৩টি স্বল্পমাত্রার কম্পনও অনুভূত হয়।

ভারতীয় ভূমিকম্প বিষয়ক জাতীয় কেন্দ্র থেকে বলা হয়েছে, প্রথমটি বড় মাত্রার, দ্বিতীয় দুটি মাঝারি মাপের এবং শেষের তিনটি স্বল্পমাত্রার কম্পন। ভূমিকম্প বিশেষজ্ঞদের মতে, প্রথমটিরই 'আফটার-শক এফেক্ট' বাকি ৫টি কম্পন। প্রথম ভূমিকম্পটি হয় ভূপৃষ্ঠ থেকে মাত্র ১৭ কিমি গভীরে। ৩০ সেকেন্ড স্থায়ী ছিল কম্পন।

 ভূমিকম্পের খবর পেয়ে আসাম রাজ্যের মুখমন্ত্রী মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়ালকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করেছিলেন । প্রয়োজনে সবরকম সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘তুমি ঘুমাও কীভাবে’, সৌদি যুবরাজকে নিয়ে ট্রাম্পের বিস্ময়

ফরিদপুরে পালিয়ে যাওয়া আ.লীগ নেতা গ্রেপ্তার, থানার ওসিকে বদলি

বিদায় বিশ্বের দরিদ্রতম প্রেসিডেন্ট

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করায় ভারতের উদ্বেগ

সৌদি আরবের সঙ্গে ১৪২ বিলিয়ন ডলারের অস্ত্র বিক্রির চুক্তি করে নিজের রেকর্ড ভাঙল যুক্তরাষ্ট্র

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত