Ajker Patrika

মধ্যপ্রদেশে শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু

মধ্যপ্রদেশে শিশুকে কুয়া থেকে তুলতে গিয়ে ১১ জনের মৃত্যু

ভারতের মধ্যপ্রদেশের বিদিশায় একটি শিশুকে উদ্ধার করতে গিয়ে ৩০ জন কুয়ায় পড়ে গেছেন। এ ঘটনায় ১১ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৯ জনকে। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কার্যালয় থেকে এক টুইট বার্তায় এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে। কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে মৃতদের প্রত্যেক পরিবারকে ২ লাখ রুপি করে সহায়তা দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।

গত বৃহস্পতিবার রাতে ভয়াবহ এই  দুর্ঘটনাটি ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা পিটিআই জানায়, শিশুকে উদ্ধারের জন্য লোকজন এগিয়ে আসে। তখন তাঁদের ওজনে কুয়ার প্রাচীর ভেঙে যায়। এতে তাঁরা ৫০ ফুট গভীর কুয়ার ভেতর পড়ে যান।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি বলেন, ‘এই ঘটনায় যাদের মৃত্যু হয়েছে, তাঁদের পরিবারকে ৫ লাখ টাকা করে এবং আহতদের ৫০ হাজার টাকা করে দেওয়া হবে। এ ছাড়া বিনা মূল্যে চিকিৎসাসেবাও দেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত