Ajker Patrika

ভারতকে চীন–পাকিস্তানের মতো প্রতিবেশীর কথা স্মরণ করিয়ে দিলেন ইউক্রেনের মন্ত্রী

আপডেট : ১১ এপ্রিল ২০২৩, ২০: ৫৩
ভারতকে চীন–পাকিস্তানের মতো প্রতিবেশীর কথা স্মরণ করিয়ে দিলেন ইউক্রেনের মন্ত্রী

ভারত সফরে এসেছেন ইউক্রেনের উপ-পররাষ্ট্রমন্ত্রী এমিন জাপারোভা। গত রোববার চার দিনের সফরে তিনি ভারতে আসেন। ইউক্রেনে গত বছরের ফেব্রুয়ারিতে রুশ হামলা শুরুর পর এটিই প্রথমবারের মতো ইউক্রেনের কোনো মন্ত্রীর ভারত সফর। 

আজ মঙ্গলবার ভারতের সরকারি প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সের (আইসিডব্লিওএ) এক অনুষ্ঠানে হাজির হয়েছিলেন এমিন জাপারোভা। এ সময় তিনি ভারতকে চীন–পাকিস্তানের মতো প্রতিবেশীর কথা স্মরণ করিয়ে দেন এবং ‘শক্তিশালী প্রতিবেশী’ কীভাবে মোকাবিলা করতে হয় সে বিষয়ে আলোচনা করেন। 

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে। 

এমিন জাপারোভা বলেন, ভারতেরও চীন-পাকিস্তানের মতো শক্তিশালী প্রতিবেশী রয়েছে। এ ক্ষেত্রে ইউক্রেনের ক্রিমিয়া থেকে ভারত শিক্ষা নিতে পারে। যখন দায়মুক্তির ঘটনা ঘটতে থাকে এবং এটি থামানো না হয় তখন এটির পরিধি আরও বাড়তেই থাকে। 

প্রসঙ্গত, ২০১৪ সালে ক্রিমিয়া দখল করে রাশিয়া। এরপর গত বছরের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে পূর্ণমাত্রায় আক্রমণ শুরু করে। 

ভারত সফরে এসে দুই দেশের সম্পর্কোন্নয়নের বার্তা দিয়েছেন এমিন জাপারোভা। এমিন জাপারোভা বলেন, ‘আমরা ভারতের সঙ্গে একটি নতুন সম্পর্ক শুরু করতে চাই।’ 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, এমিন জাপারোভার মন্তব্যকে পূর্ব লাদাখ ও অরুণাচল প্রদেশে চলমান উত্তেজনার বিষয়ে ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। যেখানে চীনা সৈন্যদের সঙ্গে প্রায়ই সংঘর্ষের ঘটনা ঘটে।

ভারতীয় কর্মকর্তাদের বরাতে এনডিটিভি জানায়, চার দিনের এ সফরে ভারত ও ইউক্রেনের মধ্যে দ্বিপক্ষীয় সম্পর্ক, ইউক্রেনের বর্তমান পরিস্থিতি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বৈশ্বিক বিষয়ে মতবিনিময় হতে পারে।

এএফপির প্রতিবেদনে বলা হয়, রাশিয়া থেকেই নিজেদের বেশির ভাগ সামরিক হার্ডওয়্যার ও তেল আমদানি করে থাকে ভারত। সে সঙ্গে ভারতের প্রতিরক্ষা খাতও রাশিয়ার ওপর নির্ভরশীল। অন্যদিকে পশ্চিমা দেশগুলোর সঙ্গেও নিরাপত্তা সহযোগিতা বজায় রেখে ভারসাম্যমূলক সম্পর্ক ধরে রাখতে চায় নয়াদিল্লি। রাশিয়ার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী নিরাপত্তা সম্পর্কের কারণে ইউক্রেনে রাশিয়ার হামলা শুরুর পর এ বিষয়ে নিন্দা প্রকাশে অস্বীকৃতি জানিয়েছিল নয়াদিল্লি। তবে ‘এটি যুদ্ধের সময় নয়’ উল্লেখ করে গত বছর যুদ্ধ বন্ধে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে আহ্বান জানান নরেন্দ্র মোদি। 

এমিনের সফরের বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে জানানো হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ সদস্যের সঙ্গে ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে মতবিনিময় করবেন এমিন। ভারত ইউক্রেনের সঙ্গে উষ্ণ-বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও বহুমুখী সহযোগিতা বজায় রেখেছে। এমিনের সফরটি দুই দেশের পারস্পরিক বোঝাপড়া ও স্বার্থের আরও বড় উপলক্ষ হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত