Ajker Patrika

বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার এএপির বিধায়ক আমানতুল্লাহ

আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২২, ২২: ৪২
বাড়িতে তল্লাশির পর গ্রেপ্তার এএপির বিধায়ক আমানতুল্লাহ

গ্রেপ্তার করা হয়েছে দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টির (এএপি) নেতা আমানতুল্লাহ খানকে। স্থানীয় সময় আজ শনিবার সন্ধ্যায় তাঁকে গ্রেপ্তার করে দেশটির দুর্নীতি দমন ব্যুরো। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রথমে আমানতুল্লাহকে দুই বছরের পুরোনো একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁর বাড়িতে তল্লাশি চালানোর পর তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, দুর্নীতি দমন ব্যুরো দুই বছর আগে দিল্লি ওয়াক্ফ বোর্ডে নিয়োগের বিষয়ে দায়ের করা একটি মামলায় জিজ্ঞাসাবাদ করা হয় আমানতুল্লাহকে। পরে তাঁর বাড়িতেও তল্লাশি চালানো হয়। তল্লাশি শেষেই তাঁকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন ব্যুরো। প্রতিষ্ঠানটির এই অভিযান এবং মামলাকে ভিত্তিহীন বলে অভিহিত করেছে আম আদমি পার্টি। 

তল্লাশি শেষে পুলিশ দুটি অবৈধ পিস্তলের সঙ্গে ২৪ লাখ রুপি উদ্ধারের কথা জানিয়েছ দুর্নীতি দমন ব্যুরো। এক বিবৃতিতে প্রতিষ্ঠানটি বলেছে, ‘দিল্লি ওয়াক্ফ বোর্ডের চেয়ারম্যান হিসেবে কাজ করার সময় আমানতুল্লাহ খান সমস্ত নিয়ম ও সরকারি নির্দেশনা লঙ্ঘন করে এবং দুর্নীতি ও পক্ষপাতিত্বের আশ্রয় নিয়ে ৩২ জনকে অবৈধভাবে নিয়োগ করেছিলেন। দিল্লি ওয়াক্ফ বোর্ডের তৎকালীন সিইও স্পষ্টভাবে এই বিষয়টি জানিয়েছিলেন এবং এই ধরনের অবৈধ নিয়োগের বিরুদ্ধে স্মারকলিপিও পেশ করেছিলেন।’ 

এদিকে, আমানতুল্লাহ খানের বাড়িতে তল্লাশি চালিয়ে পুলিশ অপরাধ সংশ্লিষ্ট কোনো আলামত খুঁজে পায়নি বলে দাবি করেছেন তাঁর স্ত্রী শাফিয়া খান। তিনি গতকাল শুক্রবার এক টুইট বার্তায় তিনি এই দাবি করেন। শাফিয়া খান তাঁর টুইট বার্তায় বলেন, ‘মিডিয়াকে গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ বলা হলেও এটি জনগণকে ত্রুটিপূর্ণ তথ্য প্রদান করে ভুল পথে পরিচালিত করছে।’  

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত