Ajker Patrika

ভারতে করোনার নতুন ধরন পাওয়া গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

আপডেট : ০৭ জুলাই ২০২২, ১২: ০৮
ভারতে করোনার নতুন ধরন পাওয়া গেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ভারতে করোনার আরও একটি নতুন ধরন পাওয়া গেছে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এই ধরন ওমিক্রনের নতুন সাব-ভেরিয়েন্ট ‘বিএ টু সেভেনটি ফাইভ’। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই। 

বুধবার এক সংবাদ সম্মেলনে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুস বলেছেন, ‘ইউরোপ ও আমেরিকায় এখন করোনার বিএ ফোর এবং বিএ ফাইভ ধরনের ঢেউ চলছে। এরই মধ্যে ভারতে ওমিক্রনের আরেকটি উপধরন পাওয়া গেছে, যার নাম বিএ টু সেভেনটি ফাইভ। এই নতুন ধরনটিকে আমরা পর্যবেক্ষণ করছি।’ 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক আরও বলেছেন, ‘গত দুই সপ্তাহে বিশ্বব্যাপী করোনার সংক্রমণ ৩০ শতাংশ বেড়েছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছয়টি উপ-অঞ্চলের মধ্যে চারটিতেই গত সপ্তাহে করোনার সংক্রমণ বেড়েছে।’ 

ভারতে পাওয়া নতুন এই ধরন সম্পর্কে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান বিজ্ঞানী সৌম্য স্বামীনাথন টুইটারে পোস্ট করা এক ভিডিওতে বলেছেন, বিএ টু সেভেনটি ফাইভ সাব-ভেরিয়েন্টটি প্রথমে ভারতে পাওয়া গেছে। পরে আরও ১০টি দেশে এ ধরনের ওমিক্রন ভাইরাস পাওয়ার খবর পেয়েছি আমরা। 

সৌম্য স্বামীনাথন আরও বলেন, ‘এই উপধরন কতটা ভয়ংকর তা এখনো স্পষ্ট নয়। তবে এর মধ্যে ধরন পাল্টানোর বৈশিষ্ট্য (মিউটেশন) আছে বলে মনে হচ্ছে। আরও পর্যবেক্ষণ ও পরীক্ষা ছাড়া এখনই কিছু বলা যাচ্ছে না। সুতরাং আমাদের আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।’ 

গত ২৭ জুন থেকে ৩ জুলাই পর্যন্ত ভারতে সাড়ে চার মিলিয়নেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছে। এটি আগের সপ্তাহের মতোই। তবে গত সপ্তাহের চেয়ে এ সপ্তাহে মৃত্যু ১২ শতাংশ কমেছে। 

এদিকে ৩ জুলাই পর্যন্ত সারা বিশ্বে করোনা শনাক্ত হয়েছে ৫৪৬ মিলিয়নেরও বেশি। এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৬ দশমিক ৩ মিলিয়ন করোনা রোগীর। 

দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলে জুনের শুরু থেকে করোনার সংক্রমণ ক্রমশ বাড়তে শুরু করেছে। গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে করোনার সংক্রমণ ২০ শতাংশ বেড়েছে। করোনার নতুন ঢেউ দেখা যাচ্ছে ভুটান, নেপাল ও বাংলাদেশে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত