Ajker Patrika

ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু 

আপডেট : ২১ জুলাই ২০২২, ২৩: ১২
ভারতের প্রথম আদিবাসী নারী রাষ্ট্রপতি নির্বাচিত হলেন দ্রৌপদী মুর্মু 

ভারতের প্রথম উপজাতি নারী হিসেবে দেশটি রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন দ্রৌপদী মুর্মু। বিজেপির নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স–এনিডিএ এর প্রার্থী দ্রৌপদী মুর্মু মোট ভোটের ৫৩ দশমিক ১৩ শতাংশ পেয়ে দেশটির ১৫তম প্রেসিডেন্ট নির্বাচিত হন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

দ্রৌপদীর জয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, বিজেপির জ্যেষ্ঠ নেতৃবৃন্দ এবং বিজেপির সভাপতি জেপি নাড্ডা অভিনন্দন জানিয়েছেন। 

দ্রৌপদীর জয়ে তাঁর প্রতিপক্ষ যশোবন্ত সিংয়ের পক্ষ থেকেও তাঁকে অভিনন্দন জানানো হয়। যশোবন্ত সিংয়ের পক্ষ থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়েছে, ‘২০২২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করায় আমি শ্রীমতি দ্রৌপদী মুর্মুকে অভিনন্দন জানাই।’ 

এর আগে, রাজ্যসভা এবং লোকসভার সর্বমোট ৭৭৮ জন সদস্যের মধ্যে ৫৪০ জন সদস্যের ভোট পেয়ে এগিয়ে ছিলেন দ্রৌপদী। কংগ্রেস এবং সম্মিলিত বিরোধী জোটের প্রার্থী যশোবন্ত সিং পেয়েছেন ২০৪ ভোট। গত ১৮ জুলাই ভারতের পার্লামেন্টের উভয় কক্ষের সদস্য এবং রাজ্যগুলোর বিধায়কেরা দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দেন। আজ ছিল সেই ভোট গণনা। গণনায় প্রত্যাশা মতোই বিজেপির প্রার্থী দ্রৌপদী জয়ী হন।

দ্রৌপদীর বিরুদ্ধে কংগ্রেসসহ ১৭টি বিরোধী দল প্রার্থী করেছিলেন সাবেক মন্ত্রী যশোবন্ত সিংকে। কিন্তু তিনি বিবেক অনুসারে সবাইকে ভোট দেওয়ার আহ্বান জানালেও বিজেপি ও তাদের শরিক দলগুলোর পাশাপাশি অন্য একাধিক দলের সদস্যরা দ্রৌপদীকেই ভোট দেন। ২৫ জুলাই বর্তমান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের জায়গায় শপথ নেবেন দ্রৌপদী। 

৬ আগস্ট ভারতের উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। বিজেপি এই নির্বাচনে প্রার্থী করেছে পশ্চিমবঙ্গের সাবেক গভর্নর জগদীপ ধনকরকে। তাঁর বিপরীতে লড়বেন কংগ্রেসসহ অন্য বিরোধী দলগুলোর প্রার্থী মার্গারেট আলভা। তবে এই নির্বাচনেও দ্রৌপদীর মতোই ধনকরেরও জয় প্রায় নিশ্চিত। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইস্পাহানে বাংকার বাস্টার মারেনি যুক্তরাষ্ট্র, অক্ষত ৬০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম

বাবুই পাখির কান্না কেউ শুনল না, কেটে ফেলা হলো তালগাছটি

ঢাকার সঙ্গে সম্পর্ক মেরামতে বিশেষজ্ঞদের সঙ্গে ভারতের সংসদীয় কমিটির দীর্ঘ বৈঠক

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলা: নান্দাইলে সাবেক এমপি-মন্ত্রীকন্যার বিরুদ্ধে মামলা

গোষ্ঠীস্বার্থে বহু মানুষের স্বপ্ন নষ্ট করেছে এই প্ল্যাটফর্ম: দায়িত্ব ছেড়ে উমামা ফাতেমার পোস্ট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত