Ajker Patrika

ময়লার গাড়িতে মোদি-যোগীর ছবি, চাকরি হারালেন পরিচ্ছন্নতাকর্মী

আপডেট : ১৮ জুলাই ২০২২, ০০: ০৮
ময়লার গাড়িতে মোদি-যোগীর ছবি, চাকরি হারালেন পরিচ্ছন্নতাকর্মী

ভারতের উত্তর প্রদেশ রাজ্যের মথুরাতে পৌরসভার এক পরিচ্ছন্নতাকর্মী সকালবেলা আবর্জনা সংগ্রহ করছিলেন। ঠেলাগাড়িতে (হুইলবারো) করে ময়লা নিয়ে যাচ্ছিলেন তিনি। রাস্তায় আবর্জনার মধ্যে পড়ে থাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বাঁধাই করা দুটি ছবিও গাড়িতে তুলে নিয়েছিলেন। সেই দৃশ্য ভাইরাল হতেই ঘটে গেল বিপত্তি। এর জেরে চাকরিই হারালেন ওই পরিচ্ছন্নতাকর্মী। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ভিডিওতে ওই পরিচ্ছন্নতাকর্মীকে ময়লার গাড়িতে মোদি ও যোগীর ছবি নিয়ে হেঁটে যেতে দেখা যায়। বিজেপি সমর্থকেরা সেই ভিডিও ছড়িয়ে দেন।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজস্থানের আলওয়ার থেকে আগত কয়েকজন তীর্থযাত্রীর নজরে পড়ে ওই দৃশ্য। তাঁরা দেখেন, ময়লার গাড়িতে করে ফটোফ্রেমগুলো নিয়ে যাচ্ছেন ওই পৌরকর্মী। ভিডিওতে একজনকে বলতে শোনা যায়, ‘গাড়িতে তো আব্দুল কালামেরও (প্রয়াত প্রেসিডেন্ট) ছবি আছে।’ তিনি ছবিগুলো টেনে বের করেন। 

ভিডিওতে পৌরসভার ওই কর্মীকে বলতে শোনা যায়, ‘আমি তো কিছু করিনি। ছবিগুলো আবর্জনার মধ্যে পড়ে ছিল, তুলে গাড়িতে রেখেছি।’ 

পরে ছবিগুলো ওই তীর্থযাত্রীদের ধুতে দেখা যায়। তাঁদের বলতে শোনা যায়, ‘আমরা এই ছবিগুলো আলওয়ারে নিয়ে যাব। মোদি জি এবং যোগী হলেন এই দেশের হৃদয়।’ 

টুইটারে প্রকাশিত এই ভিডিওর সমালোচনা করেছেন অনেকে। একজন টুইটার ব্যবহারকারী বলেছেন, ‘এটা ঠিক নয়...মুখ্যমন্ত্রী একটি সংসদীয় পদ এবং অবশ্যই সবারই তাঁকে সম্মান করা উচিত।’ অনেকে আবার পরিচ্ছন্নতাকর্মীর বিরুদ্ধে যে ব্যবস্থা নেওয়া হয়েছে তার প্রতিবাদ করেছেন। একজন জিজ্ঞেস করেছেন, ‘ব্যক্তি যেই হোন না কেন ছবি তো পুরোনো হয়ে যায় এবং এক সময় নষ্ট হয়। এখন ওই নষ্ট ছিন্ন ছবি ফেলে দেওয়ার কোনো ব্যবস্থা আছে নাকি?’ 

গোটা বিষয়টি প্রকাশ্যে আসতেই মুহূর্তের মধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। এর জেরে চাকরি হারান ওই পৌরকর্মী। এই ঘটনা প্রসঙ্গে মথুরা-বৃন্দাবন পৌরসভার অতিরিক্ত কমিশনার সত্যেন্দ্রকুমার তিওয়ারি বলেছেন, ‘ওই লোক না জেনে ছবিগুলো তাঁর গাড়িতে রেখেছিলেন। আমরা খবর পেয়েই দ্রুত পদক্ষেপ নিয়েছি। ওই কর্মীকে ছাঁটাই করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত