তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
ভিয়েতনামের কৃষক নুয়েন থি হুয়ং। চিন্তায় ঠিকমতো ঘুমোতে পারছেন না। হাতছাড়া হতে যাচ্ছে তাঁর রুজি-রোজগারের একমাত্র উপায়। তাও আবার তাঁর নিজ দেশে ট্রাম্প পরিবারের সমর্থনে নির্মিত হতে যাওয়া একটি গলফ ক্লাবের জন্য। বিনিময়ে মিলবে মাত্র ৩২০০ মার্কিন ডলার এবং কয়েক মাসের জন্য চাল।
২৪ মিনিট আগেপারমাণবিক হামলায় বেঁচে যাওয়া ব্যক্তিদের অনেকে ছিলেন অল্পবয়সী নারী, যাঁরা বোমা হামলার সময় গর্ভবতী বা সন্তান ধারণের উপযুক্ত বয়সে ছিলেন। কিন্তু তাঁদের শরীর থেকে সন্তানের শরীরে তেজস্ক্রিয়তা প্রবেশ করতে পারে, এই ভয়ে একপ্রকার ধ্বংসই হয়ে গেছে তাঁদের জীবন। চিকিৎসক, পরিচিতজন, বন্ধুবান্ধব এমনকি পরিবারের...
১ ঘণ্টা আগেস্ত্রীকে নিয়ে গ্রামের দিকে যাচ্ছিলেন স্বামী। পথিমধ্যে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান স্ত্রী। দিশেহারা স্বামী আশপাশে মানুষের কাছে সাহায্য চেয়েছিলেন, কিন্তু ভারী বৃষ্টি ও প্রতিকূল আবহাওয়ার কারণে কেউ এগিয়ে আসেনি।
১ ঘণ্টা আগেদক্ষিণ কোরিয়ার সেনাবাহিনীর জনবল গত ৬ বছরে উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে দেশটির সেনাসদস্য প্রায় ৪ লাখ ৫০ হাজার, যা ২০১৮ সালের তুলনায় প্রায় ২০ শতাংশ কম। আর এই লোকবল কমার কারণ, দেশটিতে জন্মহার হ্রাস পাওয়ায় জনসংখ্যার হ্রাস। খবর বিবিসির।
১ ঘণ্টা আগে