তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
তীব্র গরম থেকে একটু তৃপ্তির আমেজ পেতে অনলাইনে একটি আইসক্রিমের অর্ডার দিয়েছিলেন মুম্বাইয়ের ডাক্তার ওরলেম ব্র্যান্ডন সেরাও। কিন্তু সেই আইস্ক্রিমই যে তাঁর জীবনকে তমসাচ্ছন্ন করে তুলবে, তা কে জানত!
গতকাল বুধবার (১২ জুন) অনলাইনে একটি আইসক্রিম অর্ডার করেছিলেন মুম্বাইয়ের মালাদ শহরতলিতে বসবাসকারী ওই চিকিৎসক। সেই আইসক্রিমের মধ্যে মিলেছে একটি মানুষের হাতের আঙুল।
ডা. সেরাও জানান, অনলাইনে মুদিখানার দোকান থেকে কিছু জিনিসের অর্ডার দিচ্ছিলেন তাঁর বোন। প্রচণ্ড গরম থাকায় তিনি তাঁর বোনকে আইসক্রিম অর্ডার করতে বলেন। অর্ডার বাড়িতে পৌঁছালে আইসক্রিম খেতে গিয়েই বাধে বিপত্তি।
আইসক্রিমটি খাওয়ার একপর্যায়ে তিনি বাদাম জাতীয় কিছুর অস্তিত্ব অনুভব করেন। কিন্তু মনোযোগ দিয়ে দেখতে গিয়ে লক্ষ্য করেন যে আইসক্রিমের মধ্যে বাদাম নয়, মানুষের হাতের একটি আঙুল রয়েছে! এমন ঘটনায় আঁতকে ওঠেন তিনি।
ওরলেম ব্র্যান্ডন বিষয়টিকে অন্তত দুঃখজনক বলে নিজের অভিজ্ঞতা শেয়ার করেছে। তিনি বলেন, আমি একটি অ্যাপ থেকে তিনটি কোনো আইসক্রিমের অর্ডার দিয়েছিলাম। তার মধ্যে একটি ছিল ইয়াম্মো ব্র্যান্ডের বাটার স্কচ। সেটির অর্ধেক খাওয়ার পর, আমি আমার মুখে শক্ত কিছু একটা অনুভব করতে পারি। ভেবেছিলাম, বাদাম কিংবা চকলেটের টুকরো হতে পারে।
ডাক্তার ওরলেম ব্র্যান্ডন আরও বলেন, ‘কিন্তু ভালো করে দেখতে গিয়ে যা পাই, তা আমাকে হতবাক করে দেয়। আমি একজন চিকিৎসক, তাই আমি জানি শরীরের কোনো অঙ্গ কেমন দেখতে। যখন আমি সাবধানে পরীক্ষা করে দেখলাম, আমি ওই শক্ত পদার্থের সঙ্গে নখ ও আঙুলের ছাপ লক্ষ করি, যা হাতের বুড়ো আঙুলের মতো ছিল।’
ওরলেম ব্র্যান্ডন দ্রুত আঙুলটিকে একটি বরফের প্যাকেটে রাখেন, যাতে সেটিকে অক্ষত অবস্থায় পুলিশকে দেখাতে পারেন। পরে তিনি আঙুলটি নিয়ে মালাদ থানায় যান ও আইসক্রিম কোম্পানির বিরুদ্ধে মামলা করেন।
পুলিশ তদন্তের জন্য আইসক্রিম ও আঙুলটি ফরেনসিক বিভাগে পাঠিয়েছে। তা ছাড়া খাদ্যপণ্যে শরীরের একটি অংশের উপস্থিতি, একটি বড় অপরাধের সন্দেহও জাগিয়েছে। পুরো বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ।
ভারতের অন্ধ্রপ্রদেশে মন্দিরে দেয়াল ধসে অন্তত ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। স্থানীয় সময় আজ বুধবার ভোরে এই দুর্ঘটনা ঘটে। দেয়াল ধসে পড়ার কারণ এখনো জানা যায়নি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির খবরে এ তথ্য জানানো হয়েছে।
৯ মিনিট আগেভারত আগামী ২৪-৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে হামলা চালাবে বলে দাবি করেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। স্থানীয় সময় গতকাল মঙ্গলবার গভীর রাতে সংবাদ সম্মেলন আয়োজন করে এই দাবি করেন তারার। তবে তিনি তাঁর দাবির পক্ষে কোনো তথ্য-প্রমাণ উপস্থাপন করেননি। কেবল গোয়েন্দা তথ্যের কথা বলেছেন।
২৭ মিনিট আগেভারত অভিযোগ করেছে, পাকিস্তানি সেনারা আন্তর্জাতিক সীমানা পেরিয়ে ভেতরে ঢুকে গুলি চালিয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে টানা ষষ্ঠ দিনের মতো সীমান্তে গুলি চালাল পাকিস্তানি সেনারা। পাল্টা জবাব দেওয়ারও দাবি করেছে ভারত। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
১ ঘণ্টা আগেকাশ্মীরে সন্ত্রাসী হামলা ঘিরে প্রতিবেশী দুই দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে। একের পর এক হুমকি দিয়ে যাচ্ছেন দুই দেশের নেতারা। কাশ্মীরের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে টানা পাঁচ রাতে গোলাগুলির ঘটনা ঘটেছে।
১০ ঘণ্টা আগে