ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।
পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।
এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’
ট্রেনে উঠে ছাগলের জন্য টিকিট কিনে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রশংসা কুড়িয়েছেন এক বৃদ্ধা। সামাজিক যোগাযোগমাধ্যমে এসংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে। ওই ট্রেনের ভ্রাম্যমাণ টিকিট পরীক্ষক (টিটিই) অবনীশ শরণ ভিডিওটি শেয়ার করেছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
অবনীশ শরণ প্রথমে ভিডিওটি শেয়ার করেন জনপ্রিয় সামাজিক মাধ্যম এক্সে (সাবেক টুইটার)। ক্যাপশনে টিটিই লিখেন, ‘তিনি তাঁর এবং তাঁর ছাগলের জন্যও টিকিট করেছেন এবং সেটি আবারও গর্বের সঙ্গে টিটিইকে জানিয়েছেন। তাঁর হাসিটা দেখুন। এক কথায় অসাধারণ।’ পরে ভিডিওটি বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই নারী ভারতের কোন অঞ্চলের তা নিশ্চিতভাবে জানা যায়নি। তবে ভিডিওটিতে ওই নারীকে বাংলায় কথা বলতে শোনা গেছে। তাই নেটিজেনদের ধারণা, ওই নারী হয়তো পশ্চিমবঙ্গের অধিবাসী। ভিডিওটি থেকে দেখা যায়, টিটিই ওই নারীকে জিজ্ঞেস করছেন, ‘আপনি কি টিকিট করেছেন?’ জবাবে ওই নারী বলেন হ্যাঁ। পরে অন্য এক লোক টিটিইকে ওই নারীর টিকিট দেখান। টিকিট দেখার সময় হঠাৎ টিটিইর নজরে আসে ওই নারীর পাশে একটি ছাগলও রয়েছে।
পরে টিটিই ওই নারীকে জিজ্ঞেস করেন তিনি ছাগলের টিকিট করেছেন কিনা। জবাবে ওই নারী জিজ্ঞেস করেন, ‘ছাগল কা ভি টিকিট হ্যায় (ছাগলেরও টিকিট আছে)?’ পরে ওই নারী নিজেই আবার জানান, তাঁর কাছে ছাগলেরও টিকিট আছে।
এদিকে বৃদ্ধার এই সততায় মুগ্ধ সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা। এক্সে অবনীশ শরণের পোস্টের নিচে অনেকেই সেই বৃদ্ধার সততার প্রশংসা করেছেন। এক ব্যবহারকারী ওই নারীর হাসির প্রশংসা করে বলেছেন, ‘নিঃসন্দেহে তাঁর হাসিই সবকিছু বলে দিচ্ছে।’
অপর এক ব্যবহারকারী লিখেছেন, ‘তিনি কতটা সৎ তার একটি উদাহরণ এই ভিডিও। জাতির এমন মানুষই দরকার।’
রাশিয়া ও যুক্তরাষ্ট্র ইউক্রেন যুদ্ধের অবসানের জন্য ইসরায়েলের পশ্চিমতীর দখলের মডেল নিয়ে আলোচনা করেছে বলে জানা গেছে। এই পরিকল্পনা অনুযায়ী—রাশিয়া ইউক্রেনের দখলকৃত অঞ্চলগুলোর সামরিক ও অর্থনৈতিক নিয়ন্ত্রণ নেবে, ঠিক যেভাবে ১৯৬৭ সালে জর্ডানের কাছ থেকে পশ্চিমতীর দখলের পর সেখানে শাসন কায়েম করেছে ইসরায়েল।
৪৪ মিনিট আগেট্রাম্প জানান, তিনি পুতিনের সঙ্গে ভালো আলোচনা করেছেন। তবে তিনি দুঃখ প্রকাশ করে বলেন, ‘আমি বাড়ি ফিরে দেখি, কোনো রকেট গিয়ে একটি নার্সিং হোম বা অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করেছে। আর রাস্তায় লাশ পড়ে আছে।’
১ ঘণ্টা আগেসৌরশক্তিচালিত বিমানে মানব অভিযাত্রীদের মধ্যে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইজারল্যান্ডের অভিযাত্রী রাফায়েল ডমজান। দক্ষিণ-পশ্চিম সুইজারল্যান্ডের সিওন শহর থেকে উড্ডয়ন করে তিনি আল্পস পর্বতমালা অতিক্রম করেন এবং ৯ হাজার ৫২১ মিটার (৩১,২৩৪ ফুট) উচ্চতায় পৌঁছান।
৩ ঘণ্টা আগেইউরোপীয় নেতাদের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের টেলিফোন আলাপের পর দক্ষিণ ফ্রান্সে সাংবাদিকদের সঙ্গে এ কথা বলেন মাখোঁ। এ সময় তাঁর পাশে ছিলেন ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট আন্তোনিও কস্তা।
৪ ঘণ্টা আগে