কলকাতা প্রতিনিধি
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যের ৪ আসনে উপনির্বাচনেও ইস্যু হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছেন। কুণালের অভিযোগ, 'শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক।'
অন্যদিকে, শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধের ঘোষণা দেন তিনি।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কলকাতায় আজ হিন্দুত্ববাদীদের মিছিলের অনুমতিই দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ-প্রশাসন। ফলে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হন তাঁরা।
মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত হন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করবেন। তবে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ।
বৃষ্টির মধ্যেই বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।
ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকরী ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
তিনি আরও বলেন পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপরও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অমিয় সরকারের নেতৃত্বে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
বাংলাদেশে সাম্প্রদায়িক হামলা নিয়ে ভারতের পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বিজেপি ও তৃণমূলের বিবৃতির লড়াই। ৩০ অক্টোবর রাজ্যের ৪ আসনে উপনির্বাচনেও ইস্যু হচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের ঘটনা নিয়ে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তদন্তের দাবি তোলেন তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ। কারণ হিসেবে তিনি শুভেন্দুর বক্তব্যকে হাতিয়ার করছেন। কুণালের অভিযোগ, 'শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশের ঘটনায় বিজেপির ভোটে লাভ হবে। তার মানে এই কুৎসিত ঘটনার সুবিধাভোগী বিজেপি। তাহলে সুবিধা নেওয়ার জন্য কাদের কী ভূমিকা ছিল, তদন্ত হোক।'
অন্যদিকে, শুভেন্দু সাংবাদিকদের কাছে দাবি করেছেন, বাংলাদেশে অবিলম্বে সংখ্যালঘুদের ওপর হামলা বন্ধ করতে হবে। নইলে বনগাঁ সীমান্ত অবরোধের ঘোষণা দেন তিনি।
এদিকে, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগে কলকাতায় আজ হিন্দুত্ববাদীদের মিছিলের অনুমতিই দিল না মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পুলিশ-প্রশাসন। ফলে বাংলাদেশ দূতাবাসের সামনে বিক্ষোভ দেখাতে ব্যর্থ হন তাঁরা।
মঙ্গলবার বিজেপি, ভিএইচপি, আরএসএস-সহ কয়েকটি সংগঠনের কর্মীরা কলকাতার রাসমনি রোডে জমায়েত হন। তাঁরা চেয়েছিলেন, মিছিল করে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ করবেন। তবে মিছিলের অনুমতি দেয়নি কলকাতা পুলিশ। পরে পুলিশের অনুমতি ছাড়াই সেনাবাহিনীর এলাকায় জমায়েত করে মিছিল করতে চাইলে বাধা দেয় পুলিশ।
বৃষ্টির মধ্যেই বহু হিন্দুত্ববাদী জড়ো হয়েছিলেন কলকাতার ফোর্ট উইলিয়ামের সামনে রাসমনি এলাকায়। ছিলেন বিজেপির রাজ্য সহসভাপতি জয়প্রকাশ মজুমদার, নারী নেত্রী অগ্নিমিত্রা পাল ও ডা. অর্চনা মজুমদার, বিধায়ক অশোক দিন্দা প্রমুখ।
ডা. অর্চনা মজুমদার জানান, বাংলাদেশে হিন্দুদের ওপর নিন্দনীয় হামলার প্রতিবাদে পশ্চিমবঙ্গের সর্বত্রই আন্দোলন চলছে। এদিন হামলা বন্ধ করতে বাংলাদেশ সরকারের কার্যকরী ভূমিকার দাবিতে ডেপুটেশন দেওয়া হয়।
তিনি আরও বলেন পুলিশ সম্পূর্ণ অসহযোগিতা করছে। গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়া হচ্ছে। এরপরও মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করছে। বিশ্ব হিন্দু পরিষদ নেতা অমিয় সরকারের নেতৃত্বে দূতাবাসে স্মারকলিপি দেওয়া হয়।
তীব্র তাপপ্রবাহের মধ্যে আরব বিশ্বের পাঁচ দেশে দাবানল ছড়িয়ে পড়েছে। এতে বিশাল বনভূমি ও কৃষিজমি ধ্বংস হচ্ছে। গতকাল বুধবারও এই দেশগুলোতে আগুন জ্বলতে দেখা গেছে। খবর তুরস্কের সংবাদ সংস্থা আনাদলু এজেন্সির।
৫ ঘণ্টা আগেপর্যটন খাতকে চাঙা করতে ও দেশব্যাপী পর্যটনকে উৎসাহিত করতে থাইল্যান্ড সরকার একটি নতুন উদ্যোগ নিয়েছে। দেশটির পর্যটন ও ক্রীড়া মন্ত্রণালয় আগামী তিন মাসের জন্য ২ লাখ বিদেশি পর্যটককে বিনা মূল্যে অভ্যন্তরীণ বিমান টিকিট দেওয়ার পরিকল্পনা করেছে। প্রস্তাবটি এখনো মন্ত্রিসভার অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
৫ ঘণ্টা আগেইরানের বেশির ভাগ মানুষ ইসলামি প্রজাতন্ত্রকে সমর্থন করছেন না। সম্প্রতি নেদারল্যান্ডসভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান ‘গামান’-এর এক জরিপে এই তথ্য উঠে এসেছে। ২০২৪ সালের জুনে পরিচালিত এই জরিপে ইরানের ভেতরে থাকা ৭৭ হাজারের বেশি মানুষ অংশ নিয়েছিলেন।
৫ ঘণ্টা আগেঅধিকাংশ মার্কিনিই ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। তাঁদের ৫৮ শতাংশ চান, জাতিসংঘের প্রতিটি দেশেরই ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়া উচিত। সম্প্রতি রয়টার্স/ইপসোসের জরিপে এমন তথ্য উঠে এসেছে। এদিকে পুরো গাজা সিটি দখল ও নিয়ন্ত্রণের উদ্দেশ্যে পরিকল্পিত স্থল অভিযানের প্রথম ধাপ শুরু করেছে ইসরায়েলের...
৬ ঘণ্টা আগে