Ajker Patrika

নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

আপডেট : ২৯ জানুয়ারি ২০২৩, ১৮: ৪০
নিজের টাকা পরের কাছে, মেয়ের বিয়ের চিন্তায় বাবার আত্মহত্যা

ভারতের মধ্যপ্রদেশের পান্নায় স্ত্রীকে হত্যার পর আত্মহত্যা করেছেন ভারতের টেক্সটাইল ব্যবসায়ী সঞ্জয় শেঠ। গতকাল শনিবার গুলিবিদ্ধ অবস্থায় তাঁদের দুজনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনার আগে সঞ্জয় শেঠ একটি ভিডিও ধারণ করেছিলেন। যেই ভিডিও থেকে জানা যায়, ব্যবসায়ী সঞ্জয় শেঠ তাঁর মেয়ের বিয়ের খরচের চিন্তায় আত্মহত্যা করেছেন। 

ব্যবসায়ী হিসেবে তিনি অনেক টাকার মালিক হলেও তাঁর টাকাগুলো মানুষের কাছে আটকে ছিল। ফলে মেয়ের বিয়ের খরচের হিসাব মেলাতে পারছিলেন না তিনি। 

আজ রোববার এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে এনডিটিভি। 

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ঘটনাস্থল থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়। যেখানে লেখা, ‘গুরুজি আমাকে ক্ষমা করুন। যদি আবার জন্ম হয়, তাহলে আপনার একনিষ্ঠ ভক্ত হব।’ 

আত্মহত্যার আগে এক ভিডিওতে সঞ্জয় শেঠ বলেন, ‘দয়া করে আমার টাকা ফেরত দিন। আমার ছেলেমেয়ের কথা ভেবে ওই টাকা ফেরত দিন। মেয়ের বিয়ের জন্য ৫০ লাখ থেকে ১ কোটি রুপির প্রয়োজন। কিন্তু অ্যাকাউন্টে আছে মাত্র ২৯ লাখ। আপনাদের কাছে যে টাকা পাই, তা ফেরত দিন; যাতে আমার মেয়ের বিয়ে দিতে পারি।’ 

সঞ্জয় আরও বলেন, ‘আমাদের আর বেঁচে থাকার ইচ্ছা নেই। আমরা চলে যাচ্ছি। মেয়ের বিয়ের জন্য গয়না রাখা আছে। সন্তানেরা আমাদের ক্ষমা করে দিস।’ 

পান্নার পুলিশ সুপার ধর্মরাজ মীনা জানিয়েছেন, প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, পারিবারিক কোনো দ্বন্দ্বের জেরে এ ঘটনা ঘটেছে। সঞ্জয়ের লেখা সুইসাইড নোটের সূত্র ধরে তদন্ত শুরু হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত