Ajker Patrika

অনলাইনে ফোনের অর্ডার দিলে আসত সাবান

অনলাইনে ফোনের অর্ডার দিলে আসত সাবান

স্মার্টফোন বিক্রির নামে প্রতারণা করা চক্রের ৫৩ জনকে গ্রেপ্তার করেছে ভারতের দিল্লি পুলিশ। গতকাল মঙ্গলবার দিল্লির রোহিণী এলাকা থেকে তাঁদেরকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার হওয়াদের মধ্যে ৪৬ জনই নারী।

ভারতীয় পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, অভিযুক্তরা দু’টি অবৈধ কলসেন্টার চালাতেন। সেই কল সেন্টারের মাধ্যমে প্রতারণার জাল ভারতের বিভিন্ন রাজ্যেও ছড়িয়ে যায়। পুলিশ জানিয়েছে স্মার্টফোন ডেলিভারির নামে টাকা তুলতেন ওই কল সেন্টারের কর্মীরা। তার পর ক্রেতার বাড়ি যখন পার্সেল পৌঁছাত  তখন দেখা যেত, তার মধ্যে রয়েছে সাবান, ওয়ালেট, বেল্টের মতো জিনিস। 

প্রতারণাকারীরা ক্রেতাদের বিভিন্ন অফারের মাধ্যমে প্রলোভন দেখাতেন। সীমিত সময়ের জন্য ১৮ হাজার রুপির মোবাইল সাড়ে চার হাজার রুপিতে পাওয়া যাচ্ছে বলে ফোন করতেন। ক্যাশ অন ডেলিভারির সুবিধাও থাকত। কিন্তু ক্রেতারা হাতে বাক্স পেয়ে দেখতেন তার মধ্যে ভরা রয়েছে সস্তার সাবান, বেল্ট বা ওয়ালেট। 

দিল্লি ডেপুটি কমিশনার অব পুলিশ প্রণব তয়াল বলেন, দুইটি জায়গা থেকেই মোট ৫৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি ছয়টি কম্পিউটার, একটি বার কোড স্ক্যানার, পাঁচটি মডেম এবং ৮৬টি স্মার্টফোন বাজেয়াপ্ত করেছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত