অনলাইন ডেস্ক
ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।
আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।
আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।
‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’
এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।
এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।
ভারতের আহমেদাবাদে মর্মান্তিক উড়োজাহাজ দুর্ঘটনার পর যাত্রী পরিবহনে বাড়তি সতর্কতা অবলম্বন করতে দেখা যাচ্ছে এয়ার ইন্ডিয়াকে। প্রযুক্তিগত ত্রুটিসহ অন্য কারণ দেখিয়ে একের পর এক ফ্লাইট তারা বাতিল করছে বলে জানিয়েছে এনডিটিভি।
আজ মঙ্গলবার এক দিনেই ভারতীয় বিমান পরিবহন সংস্থাটির পাঁচটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এগুলোর মধ্যে দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটও আছে।
আরও আছে আহমেদাবাদ থেকে লন্ডনের গ্যাটউইক বিমানবন্দরের উদ্দেশে রওনা দিতে যাওয়া ফ্লাইটও। ১২ জুন এই পথেই যাত্রা করতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার শিকার হয় এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭ মডেলের একটি উড়োজাহাজ।
আজ এক বিবৃতিতে এয়ার ইন্ডিয়া বলেছে, ‘ফ্লাইট ছাড়ার আগে বাধ্যতামূলক কিছু পরীক্ষায় সমস্যা ধরা পড়ায় দিল্লি থেকে প্যারিসগামী ফ্লাইটটি বাতিল করা হয়েছে। এর ফলে প্যারিস থেকে দিল্লিগামী ফিরতি ফ্লাইট, যা আগামীকাল বুধবার ছাড়ার কথা ছিল, সেটিও বাতিল করা হয়েছে।’
এ ঘটনায় দুঃখ প্রকাশ করে এয়ার ইন্ডিয়া তাদের বিবৃতিতে বলেছে, ‘যাত্রীদের ভোগান্তির জন্য আমরা দুঃখিত। বিকল্প ব্যবস্থা নেওয়া হচ্ছে। আমরা তাঁদের হোটেলে থাকার ব্যবস্থা করছি।
‘এ ছাড়া যাত্রীরা যদি ফ্লাইট বাতিল করতে চান, তাহলে তাঁদের সম্পূর্ণ টাকা ফেরত দিচ্ছি বা বিনা খরচে তারিখ পরিবর্তনের সুযোগ দিচ্ছি।’
এয়ার ইন্ডিয়ার দিল্লি-প্যারিসগামী ফ্লাইট বাতিলের কয়েক ঘণ্টা আগে আহমেদাবাদ থেকে লন্ডন অভিমুখী ফ্লাইট বাতিল করা হয়।
এর কারণ হিসেবে এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আকাশপথের ওপর বিধিনিষেধ এবং অতিরিক্ত সতর্কতামূলক পরীক্ষা-নিরীক্ষার কারণে তাদের এই সিদ্ধান্ত নিতে হয়েছে।
পাঁচ দিন আগে গত বৃহস্পতিবার আহমেদাবাদ-লন্ডনমুখী এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট উড্ডয়নের কয়েক মিনিটের মধ্যে আবাসিক এলাকায় বিধ্বস্ত হয়।
একজন বাদে সেটিতে সওয়ার ২৪১ জন আরোহীর সবাই সেদিন প্রাণ হারান। এ ছাড়া আহমেদাবাদ শহরের যে এলাকায় সেটি আছড়ে পড়েছিল, সেখানে অবস্থানরত ৩৩ জনও এই দুর্ঘটনায় নিহত হন।
দুর্ঘটনার পর এই কয়েক দিনে ভারতের উদ্দেশে যাত্রা করা তিনটি বোয়িং ৭৮৭ ড্রিমলাইনার যাত্রা শুরুর পরপরই নিজ নিজ বিমানবন্দরে ফিরে যায়। ব্রিটিশ এয়ারওয়েজ, লুফথানসা ও এয়ার ইন্ডিয়া ওই ফ্লাইটগুলো পরিচালনা করেছিল।
ভারতের প্রধান বিরোধী দল কংগ্রেসের এমপি ও দলটির সাবেক প্রেসিডেন্ট রাহুল গান্ধীকে আটক করেছে দিল্লি পুলিশ। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে তাঁকে আটক করা হয়।
৫ মিনিট আগেছিন্নমূল মানুষদের ওয়াশিংটন ডিসি থেকে ছাড়তে বললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শহরের অপরাধ দমন করার অঙ্গীকার পূরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। গতকাল রোববার এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘আমরা আপনাদের থাকার জায়গা দেব, তবে রাজধানী থেকে অনেক দূরে।’
৩১ মিনিট আগেআফগানিস্তানে জাতিসংঘের নারী কর্মীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। রোববার আফগানিস্তানের মানবাধিকার পরিস্থিতি নিয়ে সর্বশেষ প্রতিবেদন প্রকাশ করেছে জাতিসংঘ। ওই প্রতিবেদনে উঠে এসেছে ভয়াবহ এই তথ্য। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, জাতিসংঘের ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছর মে মাসে...
৩৯ মিনিট আগেভারতে রাখি বন্ধন উদ্যাপনের পর বোনকে হত্যা করেছে অরবিন্দ নামের এক যুবক। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বোনের প্রেমের সম্পর্ক মানতে না পেরে তাকে হত্যা করেছে ২৫ বছর বয়সী ওই যুবক। উত্তর প্রদেশের ঝাঁসি জেলার গারউথা এলাকায় এই ঘটনা ঘটেছে।
২ ঘণ্টা আগে