Ajker Patrika

বিলাসবহুল গাড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ১০ ছাত্র, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ৭ 

বিলাসবহুল গাড়িতে ইঞ্জিনিয়ারিং পড়ুয়া ১০ ছাত্র, ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিহত ৭ 

ভারতের আসাম রাজ্যের গুয়াহাটিতে একটি পিক-আপ ট্রাকের সঙ্গে দ্রুতগামী এসইউভির সংঘর্ষে প্রকৌশল বিষয়ে পড়ুয়া ৭ ছাত্র নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন। 

পুলিশ জানিয়েছে, নগরীর জালুকবাড়ী ফ্লাইওভারের কাছে আজ সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটে। দ্রুতগামী এসইউভিটি রাস্তার বিভাজক অতিক্রম করে বিপরীত দিক থেকে আসা পিক-আপ ট্রাককে ধাক্কা দেয়। 

দুমড়েমুচড়ে যাওয়া স্করপিও এসইউভিটি জব্দ করেছে পুলিশ। পুলিশ বলছে, ওই গাড়িতে ১০ জন আরোহী ছিলেন। 

একজন পুলিশ কর্মকর্তা বলেন, ‘দ্রুতগতির স্করপিও এসইউভিটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বোলেরো পিক-আপ ট্রাকের সঙ্গে সংঘর্ষ বাঁধায়। গাড়ির আরোহীরা আসাম ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্র এবং তাঁরা হোস্টেলে থাকতেন।’ 

ওই পুলিশ কর্মকর্তা জানান, গাড়িতে থাকা ১০ শিক্ষার্থীর মধ্যে সাতজন ঘটনাস্থলেই মারা যান। আহতদের মধ্যে তিন শিক্ষার্থী ও পিকআপ ট্রাকের তিন আরোহী রয়েছেন। তাঁদের গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালে (জিএমসিএইচ) ভর্তি করা হয়েছে। 

আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা শিক্ষার্থীদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। তিনি এক টুইটে বলেছেন, ‘জালুকবাড়িতে সড়ক দুর্ঘটনায় অল্পবয়সী এবং মূল্যবান প্রাণ হারিয়ে আমি অত্যন্ত মর্মাহত। তাঁদের বাবা-মা এবং পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। জিএমসিএইচ কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছি। আহতদের সমস্ত সম্ভাব্য চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত