Ajker Patrika

নামাজের জন্য গুরুদুয়ারার দরজা খুলে দিলেন শিখরা 

নামাজের জন্য গুরুদুয়ারার দরজা খুলে দিলেন শিখরা 

মুসলিমদের নামাজ পড়ার জন্য গুরুদুয়ারার দরজা খুলে দিলেন শিখরা। ভারতের হরিয়ানার গুরুগ্রামের সেক্টর ১২ এলাকায় মুসলিমদের নামাজ পড়ার জায়গা দখল করে তাঁদের প্রার্থনা করতে বাধা দেওয়ার অভিযোগ উঠছিল কিছু হিন্দু সংগঠনের বিরুদ্ধে।  

এই ঘটনার পর গুরুগ্রামের সদর বাজারের গুরুদুয়ারা অ‍্যাসোসিয়েশন মুসলিমদের শুক্রবারের প্রার্থনার জন্য তাদের প্রাঙ্গন ব‍্যবহার করতে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। 

গুরুদ্বারা গুরু সিং সভার প্রেসিডেন্ট শেরদিল সিং সিধু জানিয়েছেন, এটা গুরুর ঘর। সকল সম্প্রদায়ের জন্য এর দরজা খোলা। এখানে কোনো বৈষম্য নেই। এখানে কোনো রাজনীতি করা উচিত নয়। যারা জুমার নামাজ পড়তে চান, সেই সমস্ত মুসলিম ভাইদের জন্য গুরুদুয়ারার বেসমেন্ট খুলে দেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, যদি কোথাও খোলা জায়গা থাকে, তাহলে মুসলমানদের সেখানে নামাজ পড়ার অনুমতি দেওয়া উচিত। এই ধরণের ছোটখাটো বিষয় নিয়ে আমাদের লড়াই করা উচিত নয়। যারা খোলা জায়গায় নামাজ পড়ছিলেন তাঁরা প্রশাসনের অনুমতি নিয়েছিলেন। যাদের এই নিয়ে সমস‍্যা হচ্ছিল তাঁদের মুসলিমদের ওপর আক্রমণ করার আগে প্রশাসনের কাছে যাওয়া উচিত ছিল।

বিষয়:

নামাজ
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত