Ajker Patrika

টিকা নেওয়ার ভয়ে গাছে, মারধর স্বাস্থ্যকর্মীকে

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২০: ৫৫
টিকা নেওয়ার ভয়ে গাছে, মারধর স্বাস্থ্যকর্মীকে

করোনার টিকা না নিতে চাওয়ায় একজন চড়লেন গাছে। আরেকজন করলেন স্বাস্থ্যকর্মীকে মারধর। এমন দুটি ঘটনা ঘটেছে ভারতের উত্তর প্রদেশের বাল্লিয়ায়। ভিডিওগুলো ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। 
 
বার্তা সংস্থা এনএনআইয়ের প্রতিবেদনে বলা হয়, বাল্লিয়াতে টিকা নেওয়ার কথা বোঝাতে গিয়ে এক মাঝির হাতে হামলার শিকার হন এক স্বাস্থ্যকর্মী। 

ওই স্বাস্থ্যকর্মী মাঝিকে গিয়ে বলেন, চলুন, সবাই  টিকা নিচ্ছে। 

এর জবাবে মাজি বলেন, আমি তা নেব না। 

এরপরই স্বাস্থ্যকর্মীর ওপর হামলা চালান ওই মাঝি। 

ওই জেলাতেই অপর একটি ঘটনায় টিকা না নেওয়ার জন্য এক ব্যক্তি গাছে চড়ে বসেন। 

উত্তর প্রদেশের বাল্লিয়া জেলার রিওতি শহরের ব্লক উন্নয়ন অফিসার অতুল দুবেই বলেন, ওই নৌকার মাঝি ও অন্য এক ব্যক্তি, যিনি একটি গাছে উঠেছিলেন, তাঁদের শেষ পর্যন্ত টিকা দেওয়া হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত