অনলাইন ডেস্ক
ইয়েমেনে ব্যবসায়িক অংশীদারকে হত্যার অভিযোগে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভারতের এক মুসলিম ইমামের বরাত দিয়ে আজ বুধবার এই খবর জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী নিমিশা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা। ২০২০ সালে ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়িক অংশীদার তালাল আবদো মাহদিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে প্রিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও এই দণ্ড বাতিল করা সম্ভব হয়নি। গত ১৬ জুলাই দণ্ড কার্যকরের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
তবে ভারতের মুসলিম ধর্মীয় নেতা কান্তাপুরম এ পি আবুবকর মুসলিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুতি প্রশাসনের সঙ্গে আলোচনায় বসলে প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। গত সোমবার মুসলিয়ার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রিয়ার মৃত্যুদণ্ড স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়—যে মৃত্যুদণ্ড পূর্বে স্থগিত করা হয়েছিল, সেটি এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সানায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজ্ঞাতনামা সূত্র দেশটির সংবাদ সংস্থা এএনআই-এর কাছে দাবি করেছে, নিমিশা প্রিয়ার মামলার বিষয়ে কিছু ব্যক্তি যে তথ্য ছড়াচ্ছেন, তা সঠিক নয়।
এর আগে চলতি মাসে ভারতের সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় তারা বিশেষ কিছু করতে পারছে না।
প্রিয়া ২০০৮ সালে ইয়েমেনে যান এবং দেশটির আইনি কাঠামোর আওতায় মাহদি নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে একটি ক্লিনিক চালু করেন। পরে তিনি অভিযোগ করেন, মাহদি তাঁর পাসপোর্ট আটকে রেখে মানসিক, শারীরিক ও আর্থিক নির্যাতন চালাচ্ছিলেন। ২০১৬ সালে তিনি মাহদির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন। এই অভিযোগে মাহদিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি মুক্তি পেয়ে হুমকি অব্যাহত রাখেন।
২০১৭ সালে মাহদিকে হত্যার অভিযোগে প্রিয়াকে গ্রেপ্তার করা হয়। আদালতে প্রমাণিত হয়, পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে তিনি মাহদিকে চেতনানাশক ইনজেকশন দেন। কিন্তু ওই চেতনানাশক অতিমাত্রায় হওয়ায় তা প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের আইন অনুযায়ী, হত্যার সাজা মৃত্যুদণ্ড। তবে ভুক্তভোগীর পরিবার চাইলে ‘দিয়াত’ বা রক্তমূল্য গ্রহণ করে ক্ষমা করে দিতে পারে।
প্রিয়ার মা প্রেমা কুমারী গত এক বছর ধরে মেয়েকে বাঁচানোর জন্য ইয়েমেনে অবস্থান করছেন।
ইয়েমেনে ব্যবসায়িক অংশীদারকে হত্যার অভিযোগে ভারতীয় নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড শেষ মুহূর্তে বাতিল করা হয়েছে। ভারতের এক মুসলিম ইমামের বরাত দিয়ে আজ বুধবার এই খবর জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম ইনডিপেনডেন্ট।
প্রতিবেদনে বলা হয়েছে, ৩৮ বছর বয়সী নিমিশা প্রিয়া ভারতের কেরালার বাসিন্দা। ২০২০ সালে ইয়েমেনের রাজধানী সানায় ব্যবসায়িক অংশীদার তালাল আবদো মাহদিকে হত্যার দায়ে তাঁকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। পরে প্রিয়ার পরিবারের পক্ষ থেকে অনেক চেষ্টা করেও এই দণ্ড বাতিল করা সম্ভব হয়নি। গত ১৬ জুলাই দণ্ড কার্যকরের জন্য তারিখ নির্ধারণ করা হয়েছিল।
তবে ভারতের মুসলিম ধর্মীয় নেতা কান্তাপুরম এ পি আবুবকর মুসলিয়ার নেতৃত্বে একটি প্রতিনিধি দল হুতি প্রশাসনের সঙ্গে আলোচনায় বসলে প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করা হয়। গত সোমবার মুসলিয়ার কার্যালয় থেকে জানানো হয়েছে, প্রিয়ার মৃত্যুদণ্ড স্থায়ীভাবে বাতিল করা হয়েছে।
বিবৃতিতে বলা হয়—যে মৃত্যুদণ্ড পূর্বে স্থগিত করা হয়েছিল, সেটি এখন সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। সানায় অনুষ্ঠিত উচ্চপর্যায়ের এক বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের অজ্ঞাতনামা সূত্র দেশটির সংবাদ সংস্থা এএনআই-এর কাছে দাবি করেছে, নিমিশা প্রিয়ার মামলার বিষয়ে কিছু ব্যক্তি যে তথ্য ছড়াচ্ছেন, তা সঠিক নয়।
এর আগে চলতি মাসে ভারতের সরকার সুপ্রিম কোর্টকে জানায়, ইয়েমেনের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক না থাকায় তারা বিশেষ কিছু করতে পারছে না।
প্রিয়া ২০০৮ সালে ইয়েমেনে যান এবং দেশটির আইনি কাঠামোর আওতায় মাহদি নামে স্থানীয় এক ব্যক্তির সঙ্গে যৌথভাবে একটি ক্লিনিক চালু করেন। পরে তিনি অভিযোগ করেন, মাহদি তাঁর পাসপোর্ট আটকে রেখে মানসিক, শারীরিক ও আর্থিক নির্যাতন চালাচ্ছিলেন। ২০১৬ সালে তিনি মাহদির বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও করেন। এই অভিযোগে মাহদিকে গ্রেপ্তার করা হলেও পরে তিনি মুক্তি পেয়ে হুমকি অব্যাহত রাখেন।
২০১৭ সালে মাহদিকে হত্যার অভিযোগে প্রিয়াকে গ্রেপ্তার করা হয়। আদালতে প্রমাণিত হয়, পাসপোর্ট উদ্ধার করতে গিয়ে তিনি মাহদিকে চেতনানাশক ইনজেকশন দেন। কিন্তু ওই চেতনানাশক অতিমাত্রায় হওয়ায় তা প্রাণঘাতী হয়ে ওঠে।
ইয়েমেনের আইন অনুযায়ী, হত্যার সাজা মৃত্যুদণ্ড। তবে ভুক্তভোগীর পরিবার চাইলে ‘দিয়াত’ বা রক্তমূল্য গ্রহণ করে ক্ষমা করে দিতে পারে।
প্রিয়ার মা প্রেমা কুমারী গত এক বছর ধরে মেয়েকে বাঁচানোর জন্য ইয়েমেনে অবস্থান করছেন।
কেরালা রাজ্যের তিরুবনন্তপুরম থেকে দিল্লিগামী এয়ার ইন্ডিয়ার একটি উড়োজাহাজ (ফ্লাইট এআই ২৪৫৫) রাডার সমস্যার কারণে চেন্নাই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে।
৩১ মিনিট আগেজাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে সদস্যরা গাজায় ইসরায়েলের আগ্রাসন বাড়ানোর পরিকল্পনার কড়া সমালোচনা করে বলেছেন, এই পরিকল্পনা জিম্মিদের ফিরিয়ে আনতে কোনো ভূমিকা রাখবে না। বরং, পরিস্থিতি আরও খারাপ হবে। এখনো হামাসের কাছে থাকা জিম্মিদের অনেকেই বেঁচে আছেন।
১ ঘণ্টা আগেবিদ্যালয়ের পরীক্ষায় ফেল করেছিল বাংলাদেশি এক কিশোরী। এরপর, মা-বাবার কড়া শাসনের ভয়ে বাড়ি ছাড়ে সে। পরে নারী পাচার চক্রের ফাঁদে পড়ে ভারতের মহারাষ্ট্রের পৌঁছে যায় ওই কিশোরী। সেখানে তাকে মাত্র তিন মাসের মধ্যে অন্তত ২০০ পুরুষ ধর্ষণ করে।
১ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনির সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় এক নৈশভোজে ভারতের বিরুদ্ধে পারমাণবিক যুদ্ধের হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, যদি পাকিস্তান অস্তিত্বের সংকটে পড়ে, তবে তারা ‘অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে’।
২ ঘণ্টা আগে