Ajker Patrika

রক্ত বেচেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাবার ‘আত্মহত্যা’

আপডেট : ২০ এপ্রিল ২০২৩, ১৮: ১৬
রক্ত বেচেও মেয়ের চিকিৎসার খরচ জোগাতে না পেরে বাবার ‘আত্মহত্যা’

ভারতের মধ্যপ্রদেশে মেয়ের চিকিৎসা করাতে গিয়ে অর্থসংকটে পড়ে প্রমোদ গুপ্ত নামের এক ব্যক্তি ‘আত্মহত্যা’ করেছেন বলে খবর পাওয়া গেছে। গত মঙ্গলবার মধ্যপ্রদেশের সাতনা অঞ্চলের রেললাইনের ওপর ওই ব্যক্তির লাশ পাওয়া যায়। 

ওই ব্যক্তির পরিবার এনডিটিভিকে জানিয়েছে, পাঁচ বছর আগে ওই মেয়ে এক দুর্ঘটনায় মেরুদণ্ডে আঘাত পেয়ে চলনশক্তি হারিয়ে ফেলে। এরপর মেয়েটির চিকিৎসা চালাতে গিয়ে হিমশিম খাচ্ছিলেন ওই ব্যক্তি। 

শয্যাশায়ী মেয়ে আনুশকা গুপ্ত বলে, ‘আমার চিকিৎসার খরচ বহন করতে বাবা নিজেদের বাড়ি ও দোকান বিক্রি করে দিয়েছেন। আমার চিকিৎসা ও পরিবার চালাতে গিয়ে কয়েকবার নিজের রক্তও বিক্রি করেছেন। রক্ত বিক্রির পর তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর আয় ও কর্মক্ষমতাও হারাতে থাকেন। এসব হতাশা থেকেই তিনি আত্মহত্যা করেছেন।’ 

১৭ বছর বয়সী আনুশকা বেশ মেধাবী। সে বোর্ড পরীক্ষায় ভালো ফলাফলের জন্য পুরস্কারও পেয়েছে। সরকারি সাহায্য না পাওয়ার বিষয়ে আনুশকা বলে, ‘কর্তৃপক্ষ বারবার শুধু সহযোগিতার আশ্বাসই দিয়েছে, কিন্তু গত এক বছরে আমরা কিছুই পাইনি। আমার বাবা বারবার প্রশাসনের দ্বারে দ্বারে ঘুরেছেন।’ 

এদিকে সাতনা অঞ্চলের রেললাইনের ওপর প্রমোদ গুপ্তের লাশ পাওয়ার আগে তিনি মঙ্গলবার ভোর চারটার দিকে বাড়ি থেকে বের হন দোকানের উদ্দেশে। কিন্তু এরপর তাঁকে খুঁজে না পাওয়ায় কয়েক ঘণ্টার মধ্যই তাঁর পরিবার থানায় একটি অভিযোগ দাখিল করে। 

সাতনা পুলিশের ডেপুটি সুপারিনটেন্ড খ্যাতি মিশরা বলেন, ‘এ ঘটনায় থানায় আমরা একটা মামলা করেছি। ঘটনার তদন্ত করা হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

বিবাহিতদের পুলিশ ক্যাডারে না নেওয়ার প্রস্তাব র‍্যাব ডিজির

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত