Ajker Patrika

ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা 

কলকাতা সংবাদদাতা 
ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগে মোদির বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা 

ভারতের ১৮ তম লোকসভা নির্বাচনের ভোটের প্রচারে বেরিয়ে নির্বাচনী বিধি-নিষেধকে বুড়ো আঙুল দেখিয়ে লাগাতার হিংসাত্মক ভাষণ দিয়ে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তাঁর বিরুদ্ধে ধর্মের নামে ভোট চাওয়ার অভিযোগ তুলে এবার মামলা দায়ের হলো শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। 

মামলাকারীর তরফে আবেদন জানানো হয়েছে, ধর্মের নামে ভোট চাওয়ার জন্য আগামী ৬ বছর মোদির নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার ওপর নিষেধাজ্ঞা জারি করুক আদালত। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলে আজ মঙ্গলবার ১৪ই মে শীর্ষ আদালতে এমনই জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন ফতিমা নামে এক মহিলা। 

নরেন্দ্র মোদির বিরুদ্ধে মামলাকারী অভিযোগ করেন, নির্বাচনী প্রচারে গিয়ে প্রধানমন্ত্রী লাগাতার হিন্দু দেবতা ও মন্দিরের নামে ভোট চাইছেন। এটা কোনোভাবেই কাম্য নয়। এই ঘটনা নির্বাচনী বিধি ভঙ্গের শামিল। ফলে তাঁর বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া হোক এবং ৬ বছরের জন্য তাঁর নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় বিধিনিষেধ জারি হোক। 

এই মামলায় পার্টি করা হয় নির্বাচন কমিশনকেও। তবে এদিন শুনানি চলাকালীন পত্রপাঠ এই মামলা খারিজ করে দেয় সুপ্রিম কোর্টের বিচারপতি বিক্রম নাথ ও বিচারপতি সতীশ চন্দ্র শর্মার ডিভিশন বেঞ্চ। 

আদালতের তরফে জানানো হয়, এই মামলায় আদালত কোনো পদক্ষেপ নিতে পারে না। পাশাপাশি মামলাকারীর উদ্দেশে প্রশ্ন করেন, ‘এ ক্ষেত্রে আপনি কি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের (নির্বাচন কমিশন) কাছে আবেদন জানিয়েছেন? প্রথমে সেখানে আবেদন জানানো উচিত আপনার।’ 

যদিও নরেন্দ্র মোদির বিরুদ্ধে এহেন মামলা এই প্রথমবার নয়, এর আগে মোদির বিরুদ্ধে পদক্ষেপের দাবিতে দিল্লি হাইকোর্টে আবেদন জানিয়েছিলেন এক আইনজীবী। 

তাঁর মামলাও খারিজ করে দিয়েছিল আদালত। সেখানে মামলাকারীর অভিযোগ ছিল, ভোট প্রচারে সাম্প্রদায়িক ভাষণ দিচ্ছেন প্রধানমন্ত্রী। এমনকি তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করারও আরজি রাখা হয় আদালতের কাছে। 

তবে আদালত জানায়, নির্বাচন কমিশন গোটা বিষয়টি দেখছে। ফলে আদালত কোনো হস্তক্ষেপ করবে না।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত