Ajker Patrika

লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত

লাদাখে ৭ ভারতীয় সেনা নিহত

দুর্গম লাদাখে গাড়ি উল্টে নদীতে পড়ে সাত ভারতীয় সেনা নিহত হয়েছেন। আজ শুক্রবার এ দুর্ঘটনা ঘটে।

সেনা কর্মকর্তাদের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ২৬ জন সেনার একটি দল পারতাপুরের ট্রানজিট ক্যাম্প থেকে হানিফ সাব সেক্টরের দিকে যাচ্ছিল। সকাল ৯টার দিকে থোয়াইজ থেকে প্রায় ২৫ কিলোমিটার দূরে গাড়িটি রাস্তা থেকে ছিটকে শ্যাওক নদীতে পড়ে যায়। আনুমানিক ৫০-৬০ ফুট নিচে গড়িয়ে পড়ে গাড়িটি। এতে সবাই আহত হন।

সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, উদ্ধার অভিযান দ্রুত চালানো হয় এবং সব সেনাকে পার্টাপুরের একটি ফিল্ড হাসপাতালে সরিয়ে নেওয়া হয়। 

কর্মকর্তারা বলছেন, এখন পর্যন্ত সাতজনকে মৃত ঘোষণা করা হয়েছে। অন্যদেরও মারাত্মক জখম রয়েছে। গুরুতর আহতদের স্থানান্তরের জন্য বিমানবাহিনীর কাছ থেকে উড়োজাহাজ চাওয়া হয়েছে। 

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সড়ক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তিনি। 

প্রধানমন্ত্রী টুইটে বলেছেন, ‘লাদাখে বাস দুর্ঘটনায় আমরা আমাদের সাহসী সেনা কর্মীদের হারিয়েছি, আমরা মর্মাহত। আমি আশা করি আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠবে। ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব ধরনের সহায়তা দেওয়া হচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ এশিয়ার ৫ দেশে সফর বাতিল করলেন ইতালির প্রধানমন্ত্রী মেলোনি

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

জয়পুরহাটে হত্যা মামলায় স্কুলশিক্ষক গ্রেপ্তার

প্রকল্পে অনিয়মের অভিযোগ: রাঙামাটি জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দুদকের অভিযান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত