ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।
ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ভারত-পাকিস্তানের ওপর যুক্তরাষ্ট্র প্রতিদিন নিবিড় নজর রাখছে। স্থানীয় সময় গতকাল রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম এনবিসি নিউজে সম্প্রচারিত এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এ সময় তিনি, ভারত-পাকিস্তানের সর্বশেষ যুদ্ধ বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড...
১ ঘণ্টা আগেইসরায়েলের গাজা উপত্যকায় চলমান আগ্রাসনে মৃতের সংখ্যা ক্রমেই বাড়ছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানিয়েছে, অক্টোবর ২০২৩ থেকে এখন পর্যন্ত ৬১ হাজার ৯৪৪ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন এক লাখ ৫৫ হাজার ৮৮৬ জনের বেশি।
২ ঘণ্টা আগেনিউইয়র্কের ব্রুকলিনে এক রেস্তোরাঁয় বন্দুকধারীদের গুলিতে তিনজন নিহত ও অন্তত নয়জন আহত হয়েছেন। স্থানীয় সময় গতকাল রোববার ভোরে ক্রাউন হাইটস এলাকার ফ্র্যাঙ্কলিন অ্যাভিনিউতে ‘টেস্ট অব দ্য সিটি লাউঞ্জ’-এ এ ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগেপাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনির জানিয়েছেন, বেলুচিস্তানের রেকো ডিক খনি থেকে দেশের ভবিষ্যৎ সমৃদ্ধি নির্ভর করছে। তিনি বিশ্বাস করেন, চীন যদি পাশে থাকে, তাহলে বিশ্বের অন্যতম বৃহৎ সোনা ও তামার খনিকে ঘিরে পাকিস্তানের অর্থনৈতিক চেহারা পাল্টে যেতে পারে।
১০ ঘণ্টা আগে