ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।
ঢাকা: টিকা গ্রহণ করলে করোনা রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার ঝুঁকি ৭৫ থেকে ৮০ শতাংশ পর্যন্ত কমে যায়। এছাড়া ভ্যাকসিন গ্রহণকারী রোগীদের অক্সিজেনের প্রয়োজনীয়তা ৮ শতাংশে নেমে আসে। গতকাল শুক্রবার ভারত সরকারের পক্ষ থেকে এমনটি বলা হয়েছে।
ভারত সরকার বলছে, গত মে মাসের শুরুর দিকে যখন করোনার দ্বিতীয় ঢেউ চলছিল, সেই সময়ের চেয়ে এখন দৈনিক করোনা শনাক্তের হার ৮৫ শতাংশের বেশি কমেছে। গত ১০ মে ভারতে এক দিনের হিসাবে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত করা হয়েছিল। সেই সময়ের তুলনায় বর্তমানে সক্রিয় রোগীর সংখ্যা কমেছে ৭৮ দশমিক ৬ শতাংশ। আর ভারতের ৫১৩ জেলায় করোনা শনাক্তের হার এখন ৫ শতাংশের কম।
সরকারের গঠন করা কোভিড টাস্কফোর্সের সদস্য ড. ভিনদ কে পল বলেন, সবাইকে টিকার আওতায় আনতে পারলে এটি হবে কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে সবচেয়ে বড় অস্ত্র। তবে এখনই মাস্ক খুলে ফেলে আনন্দের সময় আসেনি। সতর্ক থাকতে হবে।
অধিকাংশ স্বাস্থ্য বিশেষজ্ঞ বলছেন, চলতি বছর ভারতের টিকাদান কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি ঘটবে। তবে ভারতের বেশ কয়েকটি রাজ্যে এখনই বিধিনিষেধ তুলে নেওয়ার বিষয়ে তাঁরা সতর্ক করেছেন।
ন্যাশনাল ইনস্টিটিউট অব মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেসের (নিমহ্যানস) এপিডেমোলজি ডিপার্টমেন্টের প্রধান প্রদীপ বানানদুর বলেন, এখন কম বয়সীদের জন্য কোনো ভ্যাকসিন তৈরি হয়নি। তাই তাদের সংক্রমিত হওয়ার এই আশঙ্কা তৈরি হয়েছে।
উল্লেখ্য, মহারাষ্ট্রসহ ভারতের বেশ কয়েকটি রাজ্য এরই মধ্যে বিপুলসংখ্যক মানুষকে টিকার আওতায় এনেছে। তবে কয়েকটি রাজ্যে টিকার স্বল্পতা রয়েছে। গত পাঁচ মাসে মহারাষ্ট্রের অর্ধকোটির বেশি মানুষ টিকার দুই ডোজ গ্রহণ করেছে।
ভারত ও পাকিস্তানের মধ্যে যুদ্ধবিরতির পর জম্মু-কাশ্মীরের জনসাধারণের মধ্যে স্বস্তি ফিরতে শুরু করেছে। কাশ্মীরের শ্রীনগরে গতকাল রোববার বাজারঘাটে সাধারণ মানুষের আনাগোনা দেখা গেছে। তবে এখনো সতর্ক অবস্থানে রয়েছে ভারত। কোনো আঘাত এলে তা মোকাবিলা করতে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে দেশটির সেনা
৬ ঘণ্টা আগেরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনের সঙ্গে সরাসরি শান্তি আলোচনার প্রস্তাব দেওয়ার পর, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সতর্ক মনোভাব দেখিয়েছেন। রোববার জেলেনস্কি জানান, ইউক্রেন আলোচনার জন্য প্রস্তুত শুধুমাত্র যদি রাশিয়া আগেই যুদ্ধবিরতির জন্য সম্মত হয়।
৮ ঘণ্টা আগেভারত-পাকিস্তান চলমান সামরিক উত্তেজনার মধ্যে ভারতের ঠিক কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে—এ প্রশ্নের জবাবে ভারতীয় বিমানবাহিনীর এক শীর্ষস্থানীয় কর্মকর্তা বলেছেন, যুদ্ধে ক্ষয়ক্ষতি হওয়াটা স্বাভাবিক। তবে ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এ বিষয়ে তিনি কোনো বিস্তারিত তথ্য জানাতে রাজি হননি।
৮ ঘণ্টা আগেসমুদ্রে টানা ৫৫ দিন ভেসে থেকে প্রাণে বেঁচে গেছেন পাঁচ জেলে। স্থানীয় সময় শনিবার তাঁদের ইকুয়েডরের গ্যালাপাগোস দ্বীপপুঞ্জের এক বন্দরে নিয়ে যাওয়া হয়। একটি টুনা ধরার নৌকা ওই পাঁচজনকে উদ্ধার করেছে বলে জানিয়েছে ইকুয়েডর নৌবাহিনী।
১১ ঘণ্টা আগে