Ajker Patrika

মিজোরামে কয়লা খনি ধসে নিহত ৮, নিখোঁজ ৪

কলকাতা প্রতিনিধি
মিজোরামে কয়লা খনি ধসে নিহত ৮, নিখোঁজ ৪

ভারতের মিজোরাম রাজ্যে পাথর খনিতে কাজ করতে গিয়ে ভূমিধসে অন্তত ৮ জন বিহারি শ্রমিক নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন অন্তত আরও ৪ জন। গত সোমবার ধসে পড়া সেই পাথর কেয়ারি থেকে ওই ৮ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ভারতের ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স এক বিবৃতিতে বলেছে, ‘উদ্ধারকৃত মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে। অনুসন্ধান অভিযান এখনো চলছে এবং নিখোঁজদের খুঁজে না পাওয়া পর্যন্ত অব্যাহত থাকবে।’ গত সোমবার মিজোরামের ওই পাথর খনিটিতে আটকা পড়েন ১৩ শ্রমিক।

স্থানীয়রা জানিয়েছে, মিজোরামের নাথিয়াল জেলার মাউদারহ এলাকার একটি বেসরকারি মালিকানার কয়লাখনিতে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় শ্রমিকেরা মাত্র তাদের দুপুরের খাবার শেষ করে ফিরছিলেন। প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছে, শ্রমিকদের সঙ্গে ৫টি এক্সক্যাভেটর, বেশ কয়েকটি ড্রিল মেশিনও শ্রমিকদের সঙ্গে চাপা পড়েছে। 

নাথিয়ালের জেলা প্রশাসক আর লালরেমসাঙা জানান, দৈনিক মজুরির ভিত্তিতে শ্রমিক হিসেবে সোমবার বিকেলে পাথর খনিতে কাজ করছিলেন ১৩ জন শ্রমিক। হঠাৎই ভূমি ধস নামে। ১ জন প্রাণে বাঁচতে সক্ষম হলেও বাকিরা আটকা পড়েন। খবর পেয়েই শুরু হয় উদ্ধার কাজ। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনীর জওয়ানরা উদ্ধার কাজ চালাচ্ছেন। এখনো পর্যন্ত ৮ জনের দেহ উদ্ধার হলেও বাকি ৪ জন নিখোঁজ রয়েছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ইরানের হাতে ইসরায়েলের ‘কয়েক লাখ পৃষ্ঠার’ গোপন নথি, পারমাণবিক স্থাপনার ছবি প্রকাশ

আ.লীগের অপরাধীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত

ভারত–চীন সীমান্তের শীতল লাদাখ জেন–জি আন্দোলনে অগ্নিগর্ভ কেন

ভারতের কাছে হারের পর বাংলাদেশকে ধুয়ে দিলেন রুবেল

চীনা নেতৃত্বাধীন বৃহত্তম বাণিজ্য জোট আরসিইপিতে যোগ দিতে চায় বাংলাদেশ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত