দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।
নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।
বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।
উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র্যাচেল।
র্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।
ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে।
স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।
অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের দায়ে রেকর্ড পরিমাণ জরিমানার মুখোমুখি হয়েছে অস্ট্রেলিয়ার বৃহত্তম বিমান সংস্থা ‘কান্তাস’। দেশটির ফেডারেল কোর্ট কান্তাসকে ৯ কোটি অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৭১০ কোটি টাকা) জরিমানা করেছে, যা শিল্প সম্পর্কিত আইন লঙ্ঘনের জন্য অস্ট্রেলিয়ার ইতিহাসে সবচেয়ে বড় শাস্তি।
২৯ মিনিট আগেপেহেলগাম হামলার জেরে শুরু হওয়া পাকিস্তান-ভারত সংঘর্ষে পাকিস্তানের ১৫০ জনের বেশি সৈন্য নিহত হয়েছেন বলে জানা গেছে। যুদ্ধের আড়াই মাস পর পাকিস্তানের জনপ্রিয় গণমাধ্যম ‘সামা টিভি’ তাদের নিহত সৈন্যদের একটি তালিকা প্রকাশ করে ব্যাপক হইচই ফেলে দিয়েছে। যদিও রহস্যজনকভাবে কয়েক ঘণ্টার মধ্যে ওয়েবসাইট থেকে...
১ ঘণ্টা আগেভারতের হায়দরাবাদে বাংলাদেশ থেকে পাচার হয়ে যাওয়া এক তরুণীর অভিযোগে পুলিশ তিন পাচারকারীকে গ্রেপ্তার করেছে এবং চার তরুণীকে উদ্ধার করেছে। ভারতের জাতীয় সংবাদ সংস্থা পিটিআই এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।
১ ঘণ্টা আগেসম্প্রতি ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছিলেন, ‘চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে আশ্বাস দিয়েছেন, যত দিন তিনি ক্ষমতায় থাকবেন, তত দিন তাইওয়ানে কোনো সামরিক আক্রমণ চালানো হবে না।’ ট্রাম্পের মন্তব্যের ঠিক দুই দিন পর বেইজিংয়ের এ জবাব এসেছে।
২ ঘণ্টা আগে