Ajker Patrika

রোম সিটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন স্বৈরশাসক মুসোলিনির নাতনি

আপডেট : ০৮ অক্টোবর ২০২১, ১৯: ২০
রোম সিটি নির্বাচনে সর্বোচ্চ ভোট পেলেন স্বৈরশাসক মুসোলিনির নাতনি

দাদা বেনিতো মুসোলিনি। ইতালির কুখ্যাত স্বৈরশাসক। তাঁর নাতনি র‍্যাচেল মুসোলিনি। রোমের সিটি কাউন্সিল ভোটে তিনি পেলেন সর্বোচ্চ ভোট। গত বুধবার আনুষ্ঠানিক ভাবে ভোটের ফল প্রকাশ করা হয়।

নব্য ফ্যাসিস্ট রক্ষণশীল দল এমএসআই পার্টির উত্তরসূরি ফ্রাতেল্লি দি’ইতালিয়া বা ইতালিয়ান সোশ্যাল মুভমেন্ট পার্টি থেকে প্রার্থী হয়েছিলেন র‍্যাচেল। তিনি পেয়েছেন ৮ হাজার ২৬৪ ভোট। ২০১৬ সালে প্রথম যখন সিটি কাউন্সিলে লড়েছিলেন তখন তিনি ৬৫৭ ভোট পেয়েছিলেন।

বুধবার লা রিপাবলিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে র‍্যাচেল বলেন, ভোটাররা তাঁর পদবিকে খুব একটা গুরুত্ব দেননি। বরং সিটি কাউন্সিলের তাঁর এত দিনের সেবা কার্যক্রমকেই তাঁরা গুরুত্ব দিয়েছেন।

উল্লেখ্য, বেনিতো মুসোলিনির দ্বিতীয় স্ত্রীর নামও র‍্যাচেল মুসোলিনি। তাঁর আরেক নাম ডোনা র‍্যাচেল।

র‍্যাচেল বলেন, এই ভোটাররাই কিন্তু স্কুলে আমার দিকে আঙুল তুলত। এরপর আমি র‍্যাচেল হয়ে উঠেছি, আমি আমার পদবিকে ছাড়িয়ে গেছি। তবে যাই হোক এই নামটা কিন্তু আমার জন্য একটা বোঝাই।

ফ্যাসিজম সম্পর্কে তাঁর নিজস্ব ধারণা কি? এ প্রশ্নে র‍্যাচেল ইতালীয় পত্রিকাটিকে বলেন, এই বিষয়টি নিয়ে কথা বলতে গেলে কাল সকাল পর্যন্ত আমাদের টানা কথা বলে যেতে হবে। 

স্বৈরশাসক বেনিতো মুসোলিনিকে নিয়ে ইতালির নাগরিকদের মধ্যে কিছুটা অস্বস্তি থাকলেও তাঁর উত্তরাধিকারীরা কিন্তু রাজনীতি আছেন। রাজনীতিতে তাঁর বংশধর হিসেবে র‍্যাচেল মুসোলিনিই প্রথম নন। এর আগে সিলভিও বেরলুসকোনির সরকারে পার্লামেন্ট সদস্য ছিলেন র‍্যাচেলের সৎবোন আলেসান্দ্রা মুসোলিনি। বেরলুসকোনির জোট সরকারের মধ্য ডানপন্থী শরিক পিপল অব ফ্রিডমের সংসদ সদস্য ছিলেন তিনি। তিনি ইউরোপীয় পার্লামেন্টেরও সদস্য ছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

বিড়াল নির্যাতনের ঘটনায় গ্রামীণফোন ও অ্যারিস্টোফার্মা কেন আলোচনায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত