Ajker Patrika

জেলেনস্কির নো ফ্লাই জোনের আহ্বানে যুক্তরাষ্ট্রের না

জেলেনস্কির নো ফ্লাই জোনের আহ্বানে যুক্তরাষ্ট্রের না

ইউক্রেনের আকাশসীমায় রাশিয়ার যুদ্ধবিমানের অনুপ্রবেশ ঠেকাতে হোয়াইট হাউসকে অনুরোধ করেছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। তবে তাঁর অনুরোধের জবাবে শীতল প্রতিক্রিয়া দেখিয়েছে মার্কিন প্রেসিডেন্টের কার্যালয়। রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

গত সোমবার হোয়াইট হাউসের কাছে ইউক্রেনের আকাশসীমায় রুশ বিমান চলাচল নিষিদ্ধ করতে নো ফ্লাই জোন ঘোষণার আহ্বান জানান ইউক্রেনের প্রেসিডেন্ট। কিন্তু তাঁর এই আহ্বান নাকচ করে হোয়াইট হাউস জানিয়েছে, এ ধরনের পদক্ষেপে মার্কিন যুক্তরাষ্ট্র অংশগ্রহণ করা মানে মস্কোর সঙ্গে সরাসরি সংঘর্ষে নামা, যা ওয়াশিংটন চায় না।

হোয়াইট হাউসের মুখপাত্র জেন সাকি সাংবাদিকদের বলেছেন, ইউক্রেনের আকাশসীমায় নো ফ্লাই জোন বাস্তবায়ন করা রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে মার্কিন সেনা পাঠানোর মতো পদক্ষেপ হিসেবে বিবেচিত হবে।

জেন সাকি বলেন, ‘নো ফ্লাই জোন বাস্তবায়ন প্রয়োজন এবং তা করতে গেলে মার্কিন সেনা মোতায়েন করতে হতে পারে। যার অর্থ হবে সম্ভাব্য সরাসরি সংঘর্ষে নামা এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য একটি যুদ্ধ। যা আমরা কোনোভাবেই চাইছি না।’

তবে মার্কিন আকাশসীমায় রুশ বিমান নিষিদ্ধ করা হবে কিনা—এমন এক প্রশ্নের জবাবে সাকি বলেন, যেকোনো কিছুই হতে পারে। তবে তিনি আরও জানান যে, মার্কিন অনেক বিমান সংস্থাকে রুশ আকাশসীমা ব্যবহার করতে হয় এশিয়া ও বিশ্বের অন্যান্য অংশে যাওয়ার জন্য। এবং এটিকে তিনি নো ফ্লাই জোন না ঘোষণার একটি সম্ভাব্য কারণ হিসেবে উল্লেখ করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত