Ajker Patrika

ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা, নিহত ৩৯ 

আপডেট : ০৮ এপ্রিল ২০২২, ১৮: ০৭
ইউক্রেনের রেল স্টেশনে রকেট হামলা, নিহত ৩৯ 

ইউক্রেনের পূর্বাঞ্চলীয় শহর ক্রামতোরস্কের একটি রেল স্টেশনে রুশ বাহিনীর রকেট হামলায় ৩৯ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে এবং আহত হয়েছে ১০০ জনেরও বেশি। ইউক্রেনের রাষ্ট্রীয় রেলওয়ে কোম্পানির বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

ইউক্রেনের রেলওয়ের চেয়ারম্যান ওলেক্সান্দার কামিশিন টেলিগ্রামে লিখেছেন, আজ শুক্রবার রুশ সেনারা ক্রামতোরস্ক শহরের রেল স্টেশনে হামলা করেছে। এই শহরের বেসামরিক মানুষদের যখন নিরাপদে সরিয়ে নেওয়া হচ্ছিল, তখন এই হামলা হয়। 

দোনেৎস্কের গভর্নর বলেছেন, ‘হাজার হাজার মানুষ স্টেশনটিতে ছিল। তারা এখান থেকে ট্রেনে ওঠার চেষ্টা করছিল। সে সময়েই হামলা হয়।’ 

ইউক্রেনের রেল বিভাগের প্রধান জানিয়েছেন, রুশ বাহিনীর দুটি রকেট স্টেশনটিতে আঘাত হেনেছে। পূর্ব ইউক্রেন থেকে বের হয়ে যাওয়ার অন্যতম প্রধান পথ এই ক্রামতোরস্ক। 

এদিকে, এক ফেসবুক পোস্টে ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল ইরিনা ভেনেদিকতোভা বলেছেন, রাজধানী কিয়েভের কাছের শহর বোরোদিয়ানকায় গতকাল বৃহস্পতিবার দুটি বিধ্বস্ত ভবনের ধ্বংসস্তূপের নিচ থেকে ২৬টি মরদেহ উদ্ধার করা হয়েছে। 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি গতকাল বৃহস্পতিবার রাতে জাতির উদ্দেশে দেওয়া এক ভাষণে বলেছেন, বুচা শহরের চেয়েও ভয়ংকর অবস্থা বোরোদিয়ানকার। সেখানে রুশ বাহিনী বেসামরিক মানুষকে নির্বিচারে হত্যা করছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত