Ajker Patrika

বুধবার ভার্চুয়াল জি-২০ সম্মেলন, যোগ দিচ্ছেন পুতিন

আপডেট : ২০ নভেম্বর ২০২৩, ২১: ০০
বুধবার ভার্চুয়াল জি-২০ সম্মেলন, যোগ দিচ্ছেন পুতিন

ভারত আয়োজিত ভার্চুয়াল জি-২০ শীর্ষ সম্মেলনে যোগ দিচ্ছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। গতকাল রোববার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদমাধ্যম চ্যানেল রসিয়া-১-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। 

গত সেপ্টেম্বরে নয়াদিল্লিতে আয়োজিত জি-২০ শীর্ষ সম্মেলনে সশরীরে অংশ নেননি রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট সি চিন পিং।  

রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা রিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগামী বুধবার জি-২০-এর ভার্চুয়াল সম্মেলনের আয়োজন করা হবে। ভ্লাদিমির পুতিন এ সম্মেলনে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে। দীর্ঘদিন পর রাশিয়ার প্রেসিডেন্ট পশ্চিমা নেতাদের নিয়ে কোনো আয়োজনে অংশ নিতে যাচ্ছেন।

এদিকে চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকোতে আয়োজিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক করপোরেশন (অ্যাপেক) শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত ছিলেন না পুতিন। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের দূত ও অ্যাপেকের জ্যেষ্ঠ কর্মকর্তা মারাত বেরদিয়েভ বলেন, যুক্তরাষ্ট্র বলেছে, আয়োজক হিসেবে তারা নিষেধাজ্ঞার আওতায় থাকা কয়েকজন নেতাকে আমন্ত্রণ জানাচ্ছে না।

গত অক্টোবরে পুতিন চীনের বেল্ট অ্যান্ড রোড (বিআরই) ফোরামে অংশ নেন। সেখানে ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে সামরিক অভিযান শুরুর পর  প্রথমবারের মতো ব্যক্তিগতভাবে ইউরোপীয় নেতা ও হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্তর অরবানের সঙ্গে দেখা করেন পুতিন। এতে হাঙ্গেরিতে নিযুক্ত ন্যাটো সদস্য দেশগুলোর রাষ্ট্রদূতেরা বুদাপেস্টে জরুরি সভার ডাক দেন।

আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা জারি করার কারণে আমন্ত্রিত হওয়ার পরও গত আগস্টে দক্ষিণ আফ্রিকায় আয়োজিত অর্থনৈতিক জোট ব্রিকসের (ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চীন ও দক্ষিণ আফ্রিকা) সম্মেলনে অংশ নেননি পুতিন।

গত মার্চে যুদ্ধাপরাধ ও ইউক্রেনীয় শিশু অপহরণের অভিযোগে আইসিসি রাশিয়ার প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। মস্কো যদিও অভিযোগগুলো অস্বীকার করে এবং আইসিসির বিরুদ্ধে রাজনৈতিক পক্ষপাতিত্বের অভিযোগ তোলে। রাশিয়ার তদন্ত কমিটি আইসিসির প্রধান কৌঁসুলি ও পুতিনের বিরুদ্ধে রায় দেওয়া বিচারকদের বিরুদ্ধে একটি ফৌজদারি মামলা করেছে।

আইসিসি এই প্রথমবারের মতো কোনো আন্তর্জাতিক আদালত হিসেবে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্যের একটির রাষ্ট্রপ্রধানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীতে গুলিতে নিহত মামুন শীর্ষ সন্ত্রাসী ইমনের প্রধান সহযোগী

গাজীপুরে রাস্তা আটকে চলাচল করা পুলিশ কমিশনার নাজমুল করিম বরখাস্ত

আসিফ ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি ফুটবলারদের

উপদেষ্টা ফরিদা আখতারের ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে ককটেল বিস্ফোরণ

দিনদুপুরে রাজধানীতে হাসপাতালের সামনে এক ব্যক্তিকে গুলি করে হত্যা

এলাকার খবর
Loading...