Ajker Patrika

সেমিকন্ডাক্টর শিল্পের ধাতু রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন ইইউ

আপডেট : ০৬ জুলাই ২০২৩, ১৪: ২৯
সেমিকন্ডাক্টর শিল্পের ধাতু রপ্তানিতে চীনের নিষেধাজ্ঞায় উদ্বিগ্ন ইইউ

সেমিকন্ডাক্টর শিল্পের গুরুত্বপূর্ণ ধাতু রপ্তানিতে চীনের পরিকল্পিত নিষেধাজ্ঞা আরোপ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ইউরোপীয় কমিশন। গতকাল মঙ্গলবার এই উদ্বেগ জানিয়ে বলা হয়, চীনের এই পদক্ষেপ নিরাপত্তার সঙ্গে জড়িত। 

এদিকে চীন জাতীয় নিরাপত্তা রক্ষার লক্ষ্যে আগামী ১ আগস্ট থেকে গ্যালিয়াম ও জার্মেনিয়াম পণ্য রপ্তানির ওপর নিয়ন্ত্রণবিধি আরোপ করেছে। 

ইউরোপীয় কমিশনের এক মুখপাত্র মঙ্গলবার ব্রিফিংয়ে বলেন, এই রপ্তানি নিষেধাজ্ঞাগুলো বিশ্বব্যাপী শান্তি ও স্থিতিশীলতা রক্ষার সঙ্গে সম্পর্কিত নয়। এ ছাড়া চীনের আন্তর্জাতিক পরমাণু সম্প্রসারণ চুক্তির সঙ্গেও সম্পর্কিত নয়। তাই এসব বিষয় নিয়ে ইউরোপীয় কমিশন উদ্বিগ্ন। 

বিশ্বব্যাপী শিল্পপণ্য সরবাহের প্রভাব মূল্যায়ন করে থাকে ইইউ। সংস্থাটি বলেছে, বিশ্ব বাণিজ্য সংস্থার নিয়ম অনুযায়ী ‘নিরাপত্তা ইস্যুকে পরিষ্কার’ করে রপ্তানি নিষেধাজ্ঞা সীমিত করার জন্য চীনের প্রতি আহ্বান জানিয়েছে। 

সবুজ শক্তি ও শিল্পায়নের জন্য গ্যালিয়াম ও জার্মেনিয়াম মৌলিক উপাদান বলে জানিয়েছে ইউরোপীয় কমিশন। ধাতুগুলো অর্ধপরিবাহী বৈদ্যুতিক যানবাহন এবং উচ্চপ্রযুক্তির শিল্পে ব্যবহৃত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

অরকার আক্রমণে তরুণী প্রশিক্ষকের মৃত্যু, ভাইরাল ভিডিওটি সম্পর্কে যা জানা গেল

জি এম কাদেরের সাংগঠনিক কার্যক্রমে নিষেধাজ্ঞা ও মামলা প্রত্যাহার

ভারতকে পাকিস্তানি সেনাপ্রধানের পারমাণবিক যুদ্ধের হুমকি, যা বলল যুক্তরাষ্ট্র

প্লট–ফ্ল্যাট বরাদ্দে সচিব, এমপি, মন্ত্রী, বিচারপতিসহ যাঁদের কোটা বাতিল

জুলাই সনদের বৈধতা নিয়ে আদালতেও প্রশ্ন তোলা যাবে না

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত