রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
রাশিয়ার সাম্প্রতিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা বিপর্যস্ত হয়ে পড়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, এই আক্রমণের ফলে দেশটির ১০ লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন অবস্থায় রয়েছে। এই হামলায় রাশিয়া ‘ক্লাস্টার বোমা’ ব্যবহার করেছে বলেও অভিযোগ করেন তিনি।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, বুধবার রাতে প্রায় সাড়ে ৯ ঘণ্টা ধরে ইউক্রেনের বিভিন্ন স্থানে হামলা চালিয়েছে রাশিয়া। এটি চলতি মাসে দ্বিতীয় বড় আক্রমণ। রাজধানী কিয়েভসহ ওডেসা, খারকিভ, লুৎস্কসহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। কিয়েভে লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয়েছে বলে জানিয়েছে ইউক্রেনের কর্তৃপক্ষ।
ইউক্রেনের জ্বালানিমন্ত্রী হেরমান হালুশচেনকো জানিয়েছেন, রাশিয়া অন্তত ১২টি এলাকায় হামলা চালিয়েছে, যার প্রধান লক্ষ্য ছিল দেশটির জ্বালানি অবকাঠামো। এর ফলে দেশটির বেশির ভাগ অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে গেছে। লভিভ অঞ্চলে প্রায় ৫ লাখ ২৩ হাজার বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান বিদ্যুৎহীন রয়েছে।
ইউক্রেনে ইতোমধ্যেই তুষারপাত শুরু হয়েছে, তবে এখনও তীব্র শীত আসেনি। ইউক্রেনের কর্মকর্তারা আশঙ্কা করছেন, রাশিয়া ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মজুত করে শীতের মাসগুলোতে আরও আক্রমণ চালাতে পারে। এ ধরনের হামলা শীতকালীন পরিস্থিতি আরও কঠিন করে তুলবে।
ইউক্রেনের বৃহত্তম বেসরকারি জ্বালানি কোম্পানি ডিটিইকে জানিয়েছে, তাদের তাপ বিদ্যুৎকেন্দ্রগুলো গুরুতর ক্ষতির সম্মুখীন হয়েছে। এ বছর রাশিয়া জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে আটবার বড় আক্রমণ চালিয়েছে।
২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে সর্বাত্মক আক্রমণ শুরু করে। তখন থেকে এ পর্যন্ত কারখানা ও জ্বালানিকেন্দ্র লক্ষ্য করে প্রায় ১৯০ বারের বেশি হামলা চালিয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি টেলিগ্রামে এক বার্তায় বলেছেন, ‘আমাদের জ্বালানিকেন্দ্রগুলো তাদের প্রধান লক্ষ্যবস্তু।’ চলমান পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে সতর্ক করেছেন কর্মকর্তারা।
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে