Ajker Patrika

ব্রিটিশ অর্থমন্ত্রী বরখাস্ত 

ব্রিটিশ অর্থমন্ত্রী বরখাস্ত 

বরখাস্ত করা হয়েছে যুক্তরাজ্যের অর্থমন্ত্রী কোয়াসি কোয়ার্টেংকে। লন্ডনের স্থানীয় সময় আজ শুক্রবার তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। ব্রিটিশ সরকার এবং কনজারভেটিভ পার্টির একাধিক সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, কোয়াসি কোয়ার্টেং গতকাল বৃহস্পতিবারই বলেছিলেন যে, তিনি সরকারের বিতর্কিত অর্থনৈতিক পরিকল্পনার কারণে বাজারে অস্থিরতা দেখা দেওয়া সত্ত্বেও ‘কোথাও যাচ্ছেন না’। অথচ কয়েক ঘণ্টার ব্যবধানে তাঁকে তাঁর দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হলো। কোয়ার্টেং নিজেও তাঁর টুইটার অ্যাকাউন্টে তাঁর দায়িত্ব চ্যুতির বিষয়টি পরিষ্কার করে একটি টুইট শেয়ার করেছেন।

ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসনের বহুল আলোচিত প্রধানমন্ত্রিত্ব শেষে আলোচনার জন্ম দিয়ে দেশটির প্রধানমন্ত্রী হন লিজ ট্রাস। তিনি যখন দায়িত্ব গ্রহণ করেন তখনই এরই মধ্যে দেশটিতে মূল্যস্ফীতি বিগত কয়েক দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছায়। এ ছাড়া অভিবাসী চ্যালেঞ্জসহ তাঁকে নানামুখী চাপের মধ্যে দায়িত্ব নিতে হয়। বিশ্লেষকদের ধারণা, লিজ ট্রাস তাঁর প্রধানমন্ত্রিত্ব রক্ষার্থেই অর্থমন্ত্রীকে বরখাস্ত করেছেন।
 
এদিকে, কোয়াসি কোয়ার্টেং ব্রিটেনের ইতিহাসে সবচেয়ে কম সময় অর্থমন্ত্রীর দায়িত্ব পালনকারীদের মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছেন। ব্রিটেনের সবচেয়ে স্বল্পকালীন অর্থমন্ত্রী ছিলেন ইয়ান ম্যাকলিওড। ১৯৭০ সালে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব গ্রহণের মাত্র ৩০ দিনের মাথায় হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত