Ajker Patrika

ইতালিতে দুই শতাধিক মাফিয়া নেতার সাজা, শীর্ষ দুজনের ৩০ বছরের জেল

ইতালিতে দুই শতাধিক মাফিয়া নেতার সাজা, শীর্ষ দুজনের ৩০ বছরের জেল

ইতালির কুখ্যাত মাফিয়া গ্রুপ ‘এনদ্রাঙ্গেতা’র সঙ্গে জড়িত থাকার দায়ে ২৩০ জনেরও বেশি ব্যক্তিকে দোষী সাব্যস্ত করে নানা মেয়াদে কারাদন্ড দেওয়া হয়েছে। গত সোমবার ইতালির আদালতে এই রায় দেওয়া হয়। মাফিয়া গোষ্ঠীর শীর্ষ দুই নেতাকে দেওয়া হয়েছে ৩০ বছরের কারাদণ্ড।

বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, বিশ্বের ক্ষমতাশালী মাফিয়া গ্রুপগুলোর মধ্যে অন্যতম এনদ্রাঙ্গেতা। মামলাটিতে এনদ্রাঙ্গেতার সদস্য বা এর কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকায় অভিযুক্ত ৩৩০ জনেরও বেশি আসামির বিরুদ্ধে লড়েছেন সরকারি কৌঁসুলিরা। মাদক ও অস্ত্র পাচার, চাঁদাবাজি ও মাফিয়া কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত থাকার মতো অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে।

ইতালির আনসা নিউজ এজেন্সি জানিয়েছে, রায় পড়তেই ১ ঘণ্টা ৪০ মিনিট সময় লেগেছে বিচারকদের। ক্যালাব্রিয়ার দুই মাফিয়া নেতাকে দেওয়া হয়েছে সবচেয়ে দীর্ঘমেয়াদি সাজা। সাভেরিও রেজিওনালে এবং ডোমেনিকো বোনাভোটা- নামে এই দুজনকে ৩০ বছরের সাজা দেওয়া হয়।

দক্ষিণ ইতালির লামেজিয়া টেরমে শহরে বিশেষভাবে স্থাপিত একটি ভবনে চলে এই মামলার বিচারের কাজ। বিচার চলাকালীন ভবনটিতে উচ্চস্তরের বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়। মাফিয়া গ্রুপের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে ১১ বছরের কারাদণ্ড পেয়েছেন ইতালির ক্ষমতাসীন জোটের দল ফোরজা ইতালিয়ার সাবেক সদস্য জিয়ানকার্লো পিত্তেল্লি।

এই মামলার সাবেক প্রধান প্রসিকিউটর ও ইতালির ম্যাজিস্ট্রেট নিকোলা গ্রেটরি রয়টার্সকে বলেন, এই রায়ের মাধ্যমে ক্যালাব্রিয়ার পুরো প্রদেশকে অপরাধী গোষ্ঠীর শীর্ষস্থানীয়দের হাত থেকে মুক্ত করা হয়েছে।

ইতালির রাজনীতিক ও মাফিয়াবিরোধী সাবেক চিফ প্রসিকিউটর ফেদেরিকো কাফিয়েরো দে রাহো বলেন, এই মামলা ও বিচারের গুরুত্ব অপরিসীম। কারণ, এনদ্রাঙ্গেতার বিরুদ্ধে মামলাটি শুধু ক্যালাব্রিয়ার মানুষকেই নয়, গোটা দেশের জনগণকেই অর্থবহ বার্তা দিয়েছে। এনদ্রাঙ্গেতা বিশ্বের অন্যতম শক্তিশালী মাফিয়া গ্রুপ। ইউরোপীয় ও বৈশ্বিক স্তরেও তাই এই বিচারের প্রভাব রয়েছে। মাফিয়া নেতারা মাদকের গতিবিধিসহ আরও অনেক কিছুই নিয়ন্ত্রণ করে।

প্রসিকিউটরদের মতে, এনদ্রাঙ্গেতা ইতালির সবচেয়ে শক্তিশালী মাফিয়া গ্রুপ। সিসিলির কুখ্যাত কোসা নস্ট্রা গ্যাংকেও ম্লান করে দেওয়া এনদ্রাঙ্গেতার প্রভাব ইউরোপ এবং তার বাইরেও বিস্তৃত। দক্ষিণ ইতালির ক্যালাব্রিয়া অঞ্চলে নিজেদের ঘাঁটি থেকে গোটা ইউরোপজুড়ে এনদ্রাঙ্গেতা কোকেন পাচার পরিচালনা করে বলে আদালতকে জানিয়েছেন প্রসিকিউটররা। ইতালি ছাড়াও তাদের কর্মকাণ্ড ছড়িয়ে আছে উত্তর আমেরিকা, দক্ষিণ অ্যামেরিকা থেকে আফ্রিকার বিভিন্ন দেশে।

এর আগে এনদ্রাঙ্গেতা সদস্যদের ইউরোপের অন্যান্য জায়গা ছাড়াও ব্রাজিল ও লেবানন থেকে গ্রেপ্তার করা হয় ৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত