একই সঙ্গে করোনার আলফা ও বেটা ধরনে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটির গবেষকেরা আজ রোববার এমনটি জানিয়েছেন।
গবেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা করোনার কোনো ভ্যাকসিন নেননি। তিনি একটি বৃদ্ধাশ্রমে একাই থাকতেন। ওই বৃদ্ধা গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি হন।
সেখানে পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।
যখন মেডিকেল কর্মীরা ওই বৃদ্ধার দেহের করোনা ভ্যারিয়েন্ট পরীক্ষা করান, তখন তাঁরা দেখতে পান যে আলফা ও বেটা উভয় ধরনেই আক্রান্ত তিনি। উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। আর বেটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।
এ নিয়ে গবেষণা দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এ দুই ধরনই তখন বেলজিয়ামে ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ওই বৃদ্ধা দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, আমরা জানি না তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন।
ভ্যানকিরবার্গেন আরও বলেন, দুই ধরনে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হয়েছে কি-না তা বলা কঠিন।
গবেষণাটি এখনো কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি। জানা গেছে, ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে এই গবেষণাটি প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ভ্যানকিরবার্গেন বলেন, এই পর্যন্ত করোনার দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা আর পাওয়া যায়নি।
করোনায় দুই ধরনে লোকজন আক্রান্ত কি না, তা বুঝতে করোনার ভ্যারিয়েন্টের পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভ্যানকিরবার্গেন।
গত জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, দুই ব্যক্তি একই সঙ্গে করোনার দুটি ভিন্ন ধরনে আক্রান্ত হয়েছে। তবে এই গবেষণা এখনো কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি।
এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিশেষজ্ঞ লরেন্স ইয়ং বলেন, একজনের দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে আক্রান্ত হলে করোনার টিকার কার্যকারিতা কমে কি না, অথবা চিকিৎসায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
একই সঙ্গে করোনার আলফা ও বেটা ধরনে আক্রান্ত হয়ে বেলজিয়ামে ৯০ বছর বয়সী এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। দেশটির গবেষকেরা আজ রোববার এমনটি জানিয়েছেন।
গবেষকদের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, ওই বৃদ্ধা করোনার কোনো ভ্যাকসিন নেননি। তিনি একটি বৃদ্ধাশ্রমে একাই থাকতেন। ওই বৃদ্ধা গত মার্চে করোনায় আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়লে বেলজিয়ামের অ্যালস্ট শহরের ওএলভি হাসপাতালে ভর্তি হন।
সেখানে পাঁচ দিন পর তাঁর মৃত্যু হয়।
যখন মেডিকেল কর্মীরা ওই বৃদ্ধার দেহের করোনা ভ্যারিয়েন্ট পরীক্ষা করান, তখন তাঁরা দেখতে পান যে আলফা ও বেটা উভয় ধরনেই আক্রান্ত তিনি। উল্লেখ্য, করোনার আলফা ভ্যারিয়েন্ট প্রথম পাওয়া যায় যুক্তরাজ্যে। আর বেটা ভ্যারিয়েন্ট প্রথম দক্ষিণ আফ্রিকায় পাওয়া যায়।
এ নিয়ে গবেষণা দলের প্রধান আণবিক জীববিজ্ঞানী আন ভ্যানকিরবার্গেন বলেন, এ দুই ধরনই তখন বেলজিয়ামে ছড়াচ্ছিল। ধারণা করা হচ্ছে, দুটি ভিন্ন মানুষের কাছ থেকে ওই বৃদ্ধা দুই ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছিলেন। দুর্ভাগ্যবশত, আমরা জানি না তিনি কীভাবে আক্রান্ত হয়েছেন।
ভ্যানকিরবার্গেন আরও বলেন, দুই ধরনে আক্রান্ত হওয়ায় ওই বৃদ্ধার অবস্থা দ্রুত অবনতি হয়েছে কি-না তা বলা কঠিন।
গবেষণাটি এখনো কোনো মেডিকেল জার্নালে প্রকাশিত হয়নি। জানা গেছে, ইউরোপিয়ান কংগ্রেস অব ক্লিনিক্যাল মাইক্রোবায়োলজি অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে এই গবেষণাটি প্রকাশ করা হবে। এক বিবৃতিতে ভ্যানকিরবার্গেন বলেন, এই পর্যন্ত করোনার দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা আর পাওয়া যায়নি।
করোনায় দুই ধরনে লোকজন আক্রান্ত কি না, তা বুঝতে করোনার ভ্যারিয়েন্টের পরীক্ষা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন ভ্যানকিরবার্গেন।
গত জানুয়ারিতে ব্রাজিলের বিজ্ঞানীরা জানান, দুই ব্যক্তি একই সঙ্গে করোনার দুটি ভিন্ন ধরনে আক্রান্ত হয়েছে। তবে এই গবেষণা এখনো কোনো সাময়িকীতে প্রকাশ করা হয়নি।
এ নিয়ে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব ওয়ারউইকের ভাইরাস বিশেষজ্ঞ লরেন্স ইয়ং বলেন, একজনের দুই ধরনে আক্রান্ত হওয়ার ঘটনায় আশ্চর্য হওয়ার কিছু নেই। দুটি ভ্যারিয়েন্টে একসঙ্গে আক্রান্ত হলে করোনার টিকার কার্যকারিতা কমে কি না, অথবা চিকিৎসায় কোনো প্রভাব ফেলে কি না, তা নিয়ে আরও গবেষণা হওয়া দরকার।
কাশ্মীরে সন্ত্রাসী হামলার জেরে যুদ্ধের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই বৈরী প্রতিবেশী ভারত ও পাকিস্তান। সীমান্তের নিয়ন্ত্রণরেখায় (এলওসি) ছয় দিন ধরে উভয় পক্ষের মধ্যে পাল্টাপাল্টি গুলির ঘটনা ঘটছে। সীমান্তে জোরদার করা হয়েছে সামরিক বাহিনীর উপস্থিতি। কূটনীতিক বহিষ্কারসহ...
৪ ঘণ্টা আগেইউক্রেন যুদ্ধে রাশিয়ার হয়ে লড়াইয়ের জন্য ১৫ হাজার সেনাসদস্য পাঠিয়েছে উত্তর কোরিয়া। তাঁদের মধ্যে এখন পর্যন্ত প্রায় ৬০০ জন নিহতের খবর পাওয়া গেছে। আহত হয়েছেন আরও ৪ সহস্রাধিক। সব মিলিয়ে মোট হতাহতের সংখ্যা ৪ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে। গতকাল বুধবার দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা এনআইএসের এক গোপন...
৫ ঘণ্টা আগেপাকিস্তানের আকাশসীমা বন্ধের ঘটনায় চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছে ভারতের বিমান সংস্থাগুলো। ভারতীয় সংবাদমাধ্যম পিটিআই বলছে, এ ঘটনায় দেশটির এয়ারলাইনসগুলোর বাড়তি খরচ মাসে ৩০৭ কোটি রুপি ছাড়িয়ে যেতে পারে।
৬ ঘণ্টা আগেভারতের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, পাকিস্তান কোনো উত্তেজনা বাড়ানোর পদক্ষেপ নেবে না, তবে ভারত উসকানি দিলে তার দাঁতভাঙা জবাব দেবে।
৮ ঘণ্টা আগে