ইউক্রেন পুনর্গঠনে দাতাদের কাছে ৩ হাজার ৮০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক পুনর্গঠন কনফারেন্সে জেলেনস্কি বলেন, ‘এই সম্মেলনেই আমাদের ইউক্রেনের জন্য আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে সহায়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমাদের প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার প্রয়োজন।’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হন জেলেনস্কি। বৈঠকে তিনি ইউরোপীয় নেতৃবৃন্দের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের আহ্বান জানান। ওই বৈঠকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য নতুন একটি ‘মার্শাল প্ল্যান’ হাতে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউরোপীয় কমিশনের ডাকে বার্লিনে মিলিত হয়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রধান কার্যনির্বাহীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া ‘মার্শাল প্ল্যানের’ সঙ্গে তুলনীয় এই পরিকল্পনার আওতায় ৭৫০ বিলিয়ন ডলারের ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ে অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো প্রতিশ্রুতি আসেনি। এ পরিমাণ অর্থের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করা হবে ৩৪৯ বিলিয়ন ডলার বলে প্রাথমিক হিসেবে অনুমান করা হয়েছে।
বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ‘ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে চায় জার্মানি। দেশটির পুনর্গঠনে দাতা সংস্থাগুলো যেন বিষয়টি বিবেচনায় রাখে।’ তিনি আরও বলেন, ‘পুতিনের এই যুদ্ধ জার্মানি ও ইউক্রেনকে একত্রে কাজ করতে প্রেরণা দিয়েছে।’
ইউক্রেন পুনর্গঠনে দাতাদের কাছে ৩ হাজার ৮০০ কোটি ডলার সহায়তা চেয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। স্থানীয় সময় আজ মঙ্গলবার ইউক্রেনের প্রেসিডেন্ট আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে এই আহ্বান জানান। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।
ইউক্রেন পুনর্গঠনের বিষয়ে জার্মানির রাজধানী বার্লিনে আয়োজিত এক পুনর্গঠন কনফারেন্সে জেলেনস্কি বলেন, ‘এই সম্মেলনেই আমাদের ইউক্রেনের জন্য আগামী বছরের বাজেট ঘাটতি মেটাতে সহায়তার বিষয়ে একটি সিদ্ধান্ত নিতে হবে। এ জন্য আমাদের প্রায় ৩ হাজার ৮০০ কোটি ডলার প্রয়োজন।’
ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই বৈঠকে যুক্ত হন জেলেনস্কি। বৈঠকে তিনি ইউরোপীয় নেতৃবৃন্দের প্রতি ইউক্রেনকে সহায়তা দিতে প্রয়োজনীয় অর্থ সংগ্রহের আহ্বান জানান। ওই বৈঠকেই যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন পুনর্গঠনের জন্য নতুন একটি ‘মার্শাল প্ল্যান’ হাতে নেওয়ার বিষয়ে আলোচনার জন্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শোলজ ও ইউরোপীয় কমিশনের ডাকে বার্লিনে মিলিত হয়েছিলেন বিশ্ব নেতৃবৃন্দ, উন্নয়ন বিশেষজ্ঞ ও বিভিন্ন সংস্থার প্রধান কার্যনির্বাহীরা।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুসারে, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপ পুনর্গঠনের জন্য যুক্তরাষ্ট্রের নেওয়া ‘মার্শাল প্ল্যানের’ সঙ্গে তুলনীয় এই পরিকল্পনার আওতায় ৭৫০ বিলিয়ন ডলারের ব্যয় ধরা হয়েছে। তবে এই ব্যয়ে অংশগ্রহণের বিষয়ে বৈঠকে কোনো প্রতিশ্রুতি আসেনি। এ পরিমাণ অর্থের মধ্যে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামো পুনর্নির্মাণে ব্যয় করা হবে ৩৪৯ বিলিয়ন ডলার বলে প্রাথমিক হিসেবে অনুমান করা হয়েছে।
বৈঠকে জার্মান চ্যান্সেলর ওলাফ শোলজ বলেন, ‘ইউক্রেনকে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হিসেবে চায় জার্মানি। দেশটির পুনর্গঠনে দাতা সংস্থাগুলো যেন বিষয়টি বিবেচনায় রাখে।’ তিনি আরও বলেন, ‘পুতিনের এই যুদ্ধ জার্মানি ও ইউক্রেনকে একত্রে কাজ করতে প্রেরণা দিয়েছে।’
গাজা উপত্যকায় হামাসের বিরুদ্ধে সামরিক অভিযান আরও জোরদার করতে ও পুরো গাজা দখলের পরিকল্পনায় সম্মতি দিয়েছে ইসরায়েলের নিরাপত্তা মন্ত্রিসভা। ইসরায়েলি এক কর্মকর্তার বরাতে আজ সোমবার এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি। নতুন পরিকল্পনায় গাজার ২১ লাখ ফিলিস্তিনিকে দক্ষিণ দিকে সরিয়ে নেওয়ার কথাও বলা হয়েছ
১ ঘণ্টা আগেযুক্তরাজ্য-ভিত্তিক সংবাদমাধ্যম দ্য টাইমস জানিয়েছে, তথ্যচিত্র নির্মাণের অংশ হিসেবে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেলগুলোকে ক্রেমলিনে পুতিনের ব্যক্তিগত বাসভবনে ঢুকতে দেওয়া হয়েছিল। সেখানে তাঁর সাধারণ মানের রান্নাঘর এবং অতিথিদের জন্য পরিবেশন করা কেফির ও জ্যামের দৃশ্য তুলে ধরা হয়।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক নার্স দিবসকে (১২ মে) সামনে রেখে আরব আমিরাতের আবুধাবি-ভিত্তিক স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান বুরজিল হোল্ডিংস তাদের নিরলস পরিশ্রমী নার্সদের অভিনব এক উপায়ে সম্মান জানিয়েছে। ‘ড্রাইভিং ফোর্স অ্যাওয়ার্ড’ নামে একটি অনুষ্ঠানে প্রতিষ্ঠানটি তাদের ১০ জন নার্সকে উপহার হিসেবে টয়োটা আরএভি-ফোর মডেলের ১০টি
২ ঘণ্টা আগেসম্প্রতি ভারত ও পাকিস্তানের কূটনৈতিক সম্পর্ক খারাপ হয়েছে। খোদ পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার এক বিবৃতিতে এই কথা বলেছেন। তিনি বলেন, ‘আমরা আশঙ্কা করছি, ভারত পাকিস্তানের বিরুদ্ধে যেকোনো মুহূর্তে সামরিক পদক্ষেপ নিতে পারে।’ মুডিস এই বিষয়কে সূত্র ধরে বলেছে, চলমান উত্তেজনার মধ্যে দুই দেশের কূটনৈতি
২ ঘণ্টা আগে