Ajker Patrika

বিদ্যুৎ খাত সংস্কারের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের 

বিদ্যুৎ খাত সংস্কারের পরিকল্পনা ইউরোপীয় ইউনিয়নের 

রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার যুদ্ধের কারণে সৃষ্ট জ্বালানি সংকট কাটাতে বিদ্যুতের বাজার নতুন করে সাজানোর পরিকল্পনা করছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। স্থানীয় সময় আজ বুধবার বার্ষিক ভাষণে ইইউ প্রধান উরসুলা ভন ডার লেয়ন জানিয়েছেন, এ ব্যাপারে ‘গভীর এবং ব্যাপক’ পরিকল্পনা নেওয়া হয়েছে। বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

বিদ্যুৎ খাত সংস্কারের ওই পরিকল্পনায় বলা হয়েছে, বিদ্যুৎ উৎপাদনকারীদের মুনাফা কমানোর ব্যবস্থা করা হবে। এতে প্রায় ১৪০ বিলিয়ন ডলার বেঁচে যাবে যা দিয়ে ভোক্তাদের বাড়তি ব্যয় কমানো সম্ভব হবে। এই পরিকল্পনায় অন্যান্য পদক্ষেপের মধ্যে রয়েছে জ্বালানি খাতে ভর্তুকি কমানো, অস্থায়ী রাষ্ট্রীয় সাহায্য হ্রাস এবং গ্যাস–বিদ্যুতের দাম কমানো।

উরসুলা ভন ডার লেয়ন তাঁর ভাষণে জীবাশ্ম জ্বালানির পরিবেশবান্ধব বিকল্প হিসেবে হাইড্রোজেনের কথা উল্লেখ করেন। তিনি আরও জানান, এই খাতে বিনিয়োগ বাড়ানোর জন্য বিশেষ পরিকল্পনা নেওয়া হয়েছে। বিনিয়োগ ব্যাংকগুলোতে এমন ব্যবস্থা করা হবে যাতে যে কেউ চাইলে হাইড্রোজেন জ্বালানি খাতে ৩০০ কোটি ইউরো পর্যন্ত লোন নিয়ে হাইড্রোজেন জ্বালানি খাতে বিনিয়োগ করতে পারেন।

বিগত কয়েক দশক ধরেই জীবাশ্ম জ্বালানির জন্য রাশিয়ার ওপর নির্ভরশীল ছিল ইইউ। ইউক্রেন সংকটের কারণে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞার কারণে বেড়ে গেছে ইউরোপের বাজারে জীবাশ্ম জ্বালানির দাম। বাড়তি দামের প্রভাব পড়েছে জনজীবনেও। তাই রাশিয়ার ওপর নির্ভরশীলতা কমাতে এবং বাড়তি ব্যয় থেকে জনগণকে রক্ষা করতে নতুন এসব পরিকল্পনা হাতে নিয়েছে ইইউ।

আগামী শীতের সংকটের কথা ভেবে আগে থেকেই তড়িঘড়ি করে গ্যাসের রিজার্ভ বাড়িয়েছে ইইউ। কিন্তু এরই মধ্যে রাশিয়ার সরবরাহ না থাকায় সংকট শুরু হয়েছে। এর মূল্য দিতে হচ্ছে সাধারণ ভোক্তাদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত