Ajker Patrika

ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

আপডেট : ১৭ মার্চ ২০২২, ১১: ০০
ইউক্রেনে আরও অস্ত্র পাঠানোর ঘোষণা যুক্তরাষ্ট্রের

ইউক্রেন ও রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধে অন্তত ১০০ কোটি ডলারের অস্ত্র পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার মার্কিন কংগ্রেসে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ভাষণ দেওয়ার পর মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এ ঘোষণা দেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ইউক্রেনে যেসব অস্ত্র পাঠাচ্ছে তার মধ্যে রয়েছে ভূমি থেকে আকাশে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এমন জ্যাভলিন ক্ষেপণাস্ত্র ২ হাজার, স্টিংগার ৮০০ এবং ২ কোটি রাউন্ড গোলাবারুদ, সাঁজোয়া যান বিধ্বংসী অস্ত্র ৯ হাজার। এ ছাড়া অন্যান্য অস্ত্রের মধ্যে রয়েছে ড্রোন, রাইফেল, পিস্তল, মেশিনগান, শটগান, রকেট ও গ্রেনেড লাঞ্চার। 

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, ‘যুদ্ধ শুরুর পর যুক্তরাষ্ট্র ইউক্রেনে যে প্রতিরক্ষা সহায়তা দিয়ে আসছে, তার অংশ হিসেবে নতুন করে এসব অস্ত্র পাঠানো হচ্ছে। পুতিন যাতে ইউক্রেন যুদ্ধে কখনোই জয়ী হতে না পারে, তা নিশ্চিত করতেই ইউক্রেনে অস্ত্রসহায়তা দেওয়া হচ্ছে।’ 

বিবিসি লিখেছে, গতকাল বুধবার মার্কিন কংগ্রেসে ভার্চুয়ালি বক্তব্য দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। বক্তব্যে তিনি যুক্তরাষ্ট্রের কাছে আরও সহায়তা কামনা করেন। এরপরই মার্কিন প্রেসিডেন্ট এসব অস্ত্র পাঠানোর ঘোষণা দেন। এ সময় তিনি মিত্র দেশগুলোকেও ইউক্রেনে সহায়তা বাড়ানোর আহ্বান জানান। 

জো বাইডেন বলেন, ‘আমরা আমাদের সহায়তা অব্যাহত রাখব। ইউক্রেনে যে অযাচিত যুদ্ধ চলছে, তা বন্ধ করতে যা করতে হয়, তার সব চেষ্টা আমরা করব। এ জন্য আমাদের মিত্র দেশগুলোকেও সহযোগিতা বাড়াতে হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

চাকরির নামে মিরপুর-শেওড়াপাড়ায় বাসায় ডেকে নারীর সঙ্গে ভিডিও ধারণের পর টাকা হাতিয়ে নিত ‘হানি ট্র্যাপ’ চক্র

তথ্য যাচাইয়ের পর সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করবেন—ইউটিউব চ্যানেলে সিইসির বার্তা

দুস্থদের ৩৪ লাখ টাকা নিয়ে লাপাত্তা মোহনগঞ্জ সমাজসেবা কর্মকর্তা

ফরিদপুরে চিকিৎসকের ওপর হামলার প্রতিবাদে সেবা বন্ধের ঘোষণা

দলবদ্ধ ধর্ষণ মামলায় ছাত্রদলের বহিষ্কৃত ২ নেতাসহ ৪ জনের বিরুদ্ধে চার্জশিট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত