দাবানলে পুড়ছে দক্ষিণ-পশ্চিম ইউরোপ। দাবানল ছড়িয়েছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়া ও মরক্কোতে। শুধু পর্তুগালেই গত সপ্তাহ থেকে চলা দাবানলের কারণে মৃত্যু হয়েছে ৬৫৯ জনের। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পর্তুগালের সরকার বলছে, গত সপ্তাহে তাপদাহে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মানুষকে দাবানল থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়ছে হাজার হাজার হেক্টর জমি ও বাড়িঘর।
গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ।
গত বৃহস্পতিবার পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো বলেন, দাবানলের কারণে স্বাস্থ্যব্যবস্থা ‘উদ্বেগজনক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার ৫০০ হেক্টর জমি ধ্বংস হয়েছে। দাবানলের কারণে ১৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
মরক্কোতেও ছড়িয়েছে দাবানল। ১ হাজার ৩০০ জন মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আরও দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লারাচে প্রদেশ।
এদিকে যুক্তরাজ্যেও তাপমাত্রা বাড়ছে। যুক্তরাজ্যের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
দাবানলে পুড়ছে দক্ষিণ-পশ্চিম ইউরোপ। দাবানল ছড়িয়েছে ফ্রান্স, পর্তুগাল, স্পেন, গ্রিস, ক্রোয়েশিয়া ও মরক্কোতে। শুধু পর্তুগালেই গত সপ্তাহ থেকে চলা দাবানলের কারণে মৃত্যু হয়েছে ৬৫৯ জনের। রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।
পর্তুগালের সরকার বলছে, গত সপ্তাহে তাপদাহে ৬৫৯ জনের মৃত্যু হয়েছে। এদের বেশির ভাগই বয়স্ক। বিবিসির প্রতিবেদনে বলা হয়, পর্তুগালের দাবানল আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। আবহাওয়ার এমন বিরূপ পরিস্থিতির জন্য জলবায়ু পরিবর্তনের প্রভাবকে দায়ী করেছেন আবহাওয়াবিদরা।
আল-জাজিরার প্রতিবেদনে বলা হয়, হাজার হাজার মানুষকে দাবানল থেকে বাঁচাতে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। দাবানলে পুড়ছে হাজার হাজার হেক্টর জমি ও বাড়িঘর।
গত বৃহস্পতিবার পর্তুগালের মধ্য ও উত্তরাঞ্চলের পাঁচটি এলাকায় ৪৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে, যা জুলাই মাসের মধ্যে সর্বোচ্চ।
গত বৃহস্পতিবার পর্তুগালের স্বাস্থ্যমন্ত্রী মার্তা টেমিডো বলেন, দাবানলের কারণে স্বাস্থ্যব্যবস্থা ‘উদ্বেগজনক’ পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে গত মঙ্গলবার থেকে এ পর্যন্ত প্রায় ১০ হাজার ৫০০ হেক্টর জমি ধ্বংস হয়েছে। দাবানলের কারণে ১৪ হাজার মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে। গত শুক্রবার দক্ষিণ-পশ্চিম ফ্রান্সে তাপমাত্রা ছিল ৪০ ডিগ্রি সেলসিয়াস। তাপমাত্রা রেকর্ড ৪১ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে বলে সতর্ক করেছে দেশটির আবহাওয়া অধিদপ্তর। গত বৃহস্পতিবার স্পেনে ৪৫.৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়।
মরক্কোতেও ছড়িয়েছে দাবানল। ১ হাজার ৩০০ জন মানুষকে বাড়ি ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দাবানল নিয়ন্ত্রণে আরও দমকল কর্মী মোতায়েন করা হয়েছে। দাবানলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে লারাচে প্রদেশ।
এদিকে যুক্তরাজ্যেও তাপমাত্রা বাড়ছে। যুক্তরাজ্যের তাপমাত্রা ৪১ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এরই মধ্যে দেশটিতে জরুরি অবস্থা জারি করা হয়েছে। রাজধানীতে যাত্রীদের প্রয়োজনীয় ভ্রমণ ছাড়া বাইরে বের না হওয়ার পরামর্শ দিয়েছে ট্রান্সপোর্ট ফর লন্ডন।
ফিলিস্তিনি ভূখণ্ড গাজায় ইসরায়েলি আগ্রাসন শুরুর পর বিশ্বের বিভিন্ন দেশে, বিশেষ করে মুসলিম দেশগুলোতে কোকা-কোলা বর্জনের ঢেউ উঠেছিল। সেই ঢেউয়ের ধাক্কা লেগেছে এবার ইউরোপের দেশ ডেনমার্কেও। দেশটিতে কোকা-কোলা বাজারজাতকারী কোম্পানি কার্লসবার্গ জানিয়েছে, ডেনিশ ভোক্তারা কোকা-কোলা বর্জন করছেন।
৩ ঘণ্টা আগেগাজা যুদ্ধকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্রের অন্যতম শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে কয়েকগুণ বেড়েছে ইহুদি ও ইসলামবিদ্বেষ। এ বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত দুটি টাস্কফোর্সের অনুসন্ধানে উঠে এসেছে এ তথ্য।
৩ ঘণ্টা আগেপ্রেমিকের ফোনে অন্য নারীর বার্তা দেখার পর তাঁকে গুলি করে হত্যা করেছেন এক মার্কিন তরুণী। ঘটনাটি ঘটেছে যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে। ম্যাডিসন রুকার্ট নামে ২৩ বছরের ওই তরুণী ঘুমের মধ্যেই তাঁর প্রেমিক জোনাথন মিলারকে গুলি করে হত্যা করেন। এই ঘটনায় ম্যাডিসনের ৩৫ বছরের সাজা হয়েছে।
৪ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মধ্যকার বিবদমান কাশ্মীর সীমান্তের (নিয়ন্ত্রণ রেখা—লাইন অব কন্ট্রোল বা এলওসি) কাছে টহল দিচ্ছিল ভারতীয় রাফাল যুদ্ধবিমান। সেই বিমানগুলো ধাওয়া দিয়ে তাড়িয়ে দেওয়ার দাবি করেছে পাকিস্তান। পাকিস্তানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম পিটিভির এক প্রতিবেদনে এই খবর জানানো হয়েছে।
৪ ঘণ্টা আগে