জ্বালানি তেল ডিজেল ক্রয়ে ফ্রান্সের কৃষকেরা যে কর সুবিধা পেয়ে থাকেন, সম্প্রতি তা বাতিলের পরিকল্পনা করছে সরকার ৷ পাশাপাশি কৃষকেরা অভিযোগ করছেন, মূল্যস্ফীতি কমাতে বিদেশ থেকে সস্তায় কৃষিপণ্য এনে তাঁদের ওপর চাপ প্রয়োগ করছে সরকার ও খুচরা বিক্রেতারা। একদিকে জ্বালানি ক্রয়ে সুবিধা বাতিল, আবার পণ্যের দাম কমানোর জন্য চাপ প্রয়োগকে তাই মানতে পারছেন না তাঁরা। প্রতিবাদে তাই বিভিন্ন সবজি এবং ময়লা-আবর্জনা ফেলে রাজধানী প্যারিসের কাছাকাছি এলাকায় রাজপথগুলো বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের অভিনব প্রতিবাদের মুখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল তাঁর মন্ত্রিসভাকে বিষয়টির সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এ অবস্থায় ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফ্যাঁসিউ এক ঘোষণায় জানিয়েছেন, বিষয়গুলোকে সহজ করার জন্য স্থায়ী সমাধান তৈরির কাজ চলছে। কৃষিব্যবস্থা, বিশেষ করে সাধারণ পরিবহনের বাইরে কৃষি-সংক্রান্ত কাজের নিমিত্তে ডিজেলের ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদের এক আলোচনা শেষে এমন ঘোষণা দেন মার্ক।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি এবং ময়লা-আবর্জনা। রাস্তা দখল করে আছে সারি সারি ট্রাক্টর। রাজধানী প্যারিসের কাছে সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক্টরগুলো সড়ক দখল করে ধীরে ধীরে চলছিল। গণমাধ্যমকে এক কৃষক জানিয়েছেন, তাঁরা ধীরে ধীরে প্যারিসের খুব কাছে চলে গেছেন।
এদিকে মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ-৭ হাইওয়েতেও ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি ও ফুলকপি। কৃষকেরা দাবি করেন, এসব সবজি প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।
গত বুধবার রাতে ফরাসি কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের কাছে ১০০টি দাবি উপস্থাপন করেছে। তারা দাবি করেছে, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায্য প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে।
কৃষকেরা আরও দাবি করেছেন, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে, অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কৃষি ভর্তুকি তাঁদের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, বিমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।
এ বিষয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের প্রতিবাদের মুখে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসি সরকার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে তা শুরু হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে দুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট মাখোঁ। আত্তালের নেতৃত্বেই গতকাল অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন। আজ শুক্রবারের মধ্যেই কৃষকদের বিষয়ে একটি স্থায়ী সুরাহা দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে সামনে রেখে কৃষকদের আন্দোলন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতি দক্ষিণপন্থীরা এই বিক্ষোভকে হাতিয়ার করতে পারে। অতি দক্ষিণপন্থী নেতা ম্যারি লি পেন সম্প্রতি বলেছিলেন, মাখোঁ কৃষকদের কাঁধে হাত রেখে কথা বলেন, তারপর তাঁদের পিঠে ছুরি মারেন। কৃষকেরাই সরকারের সবচেয়ে বড় শত্রু।
জ্বালানি তেল ডিজেল ক্রয়ে ফ্রান্সের কৃষকেরা যে কর সুবিধা পেয়ে থাকেন, সম্প্রতি তা বাতিলের পরিকল্পনা করছে সরকার ৷ পাশাপাশি কৃষকেরা অভিযোগ করছেন, মূল্যস্ফীতি কমাতে বিদেশ থেকে সস্তায় কৃষিপণ্য এনে তাঁদের ওপর চাপ প্রয়োগ করছে সরকার ও খুচরা বিক্রেতারা। একদিকে জ্বালানি ক্রয়ে সুবিধা বাতিল, আবার পণ্যের দাম কমানোর জন্য চাপ প্রয়োগকে তাই মানতে পারছেন না তাঁরা। প্রতিবাদে তাই বিভিন্ন সবজি এবং ময়লা-আবর্জনা ফেলে রাজধানী প্যারিসের কাছাকাছি এলাকায় রাজপথগুলো বন্ধ করে দিয়েছেন ক্ষুব্ধ কৃষকেরা।
এ বিষয়ে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের অভিনব প্রতিবাদের মুখে ফ্রান্সের নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তাল তাঁর মন্ত্রিসভাকে বিষয়টির সমাধান খুঁজে বের করার আহ্বান জানিয়েছেন।
এ অবস্থায় ফরাসি কৃষিমন্ত্রী মার্ক ফ্যাঁসিউ এক ঘোষণায় জানিয়েছেন, বিষয়গুলোকে সহজ করার জন্য স্থায়ী সমাধান তৈরির কাজ চলছে। কৃষিব্যবস্থা, বিশেষ করে সাধারণ পরিবহনের বাইরে কৃষি-সংক্রান্ত কাজের নিমিত্তে ডিজেলের ব্যবহার নিয়ে মন্ত্রিপরিষদের এক আলোচনা শেষে এমন ঘোষণা দেন মার্ক।
গণমাধ্যমে প্রকাশিত বিভিন্ন ছবিতে দেখা গেছে, গতকাল বৃহস্পতিবার ফ্রান্সের বড় শহরগুলোর বাইরে হাইওয়েতে ছড়িয়ে আছে সবজি এবং ময়লা-আবর্জনা। রাস্তা দখল করে আছে সারি সারি ট্রাক্টর। রাজধানী প্যারিসের কাছে সবচেয়ে ব্যস্ত সময়ে ট্রাক্টরগুলো সড়ক দখল করে ধীরে ধীরে চলছিল। গণমাধ্যমকে এক কৃষক জানিয়েছেন, তাঁরা ধীরে ধীরে প্যারিসের খুব কাছে চলে গেছেন।
এদিকে মার্সেই ও লিয়ঁর মধ্যে সংযোগকারী এ-৭ হাইওয়েতেও ছড়ানো ছিল টমেটো, বাঁধাকপি ও ফুলকপি। কৃষকেরা দাবি করেন, এসব সবজি প্রতিবেশী দেশ থেকে কম দামে আমদানি করা হচ্ছে।
গত বুধবার রাতে ফরাসি কৃষকদের শক্তিশালী সংগঠন এফএনএসইএ সরকারের কাছে ১০০টি দাবি উপস্থাপন করেছে। তারা দাবি করেছে, বিদেশ থেকে সস্তায় সবজি এনে তাদের অন্যায্য প্রতিযোগিতার মুখে ফেলে দেওয়া হচ্ছে।
কৃষকেরা আরও দাবি করেছেন, কৃষকদের ট্রাক্টর ও গাড়ির ক্ষেত্রে ডিজেলে ছাড় দিতে হবে, অবিলম্বে ইউরোপীয় ইউনিয়নের দেওয়া কৃষি ভর্তুকি তাঁদের ক্ষেত্রেও প্রয়োগ করতে হবে, বিমার অর্থ দেওয়ার গ্যারান্টি দিতে হবে এবং জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতি হলে তা পূরণ করতে হবে।
এ বিষয়ে ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, কৃষকদের প্রতিবাদের মুখে বড় চ্যালেঞ্জের মুখে পড়েছে ফরাসি সরকার। এক সপ্তাহেরও বেশি সময় ধরে কৃষকেরা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। দেশের দক্ষিণ-পশ্চিম প্রান্ত থেকে তা শুরু হয়েছে।
নতুন প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আত্তালকে দুই সপ্তাহ আগে নিয়োগ করেছেন প্রেসিডেন্ট মাখোঁ। আত্তালের নেতৃত্বেই গতকাল অর্থ, পরিবেশ ও কৃষিমন্ত্রীরা আলোচনায় বসেছিলেন। আজ শুক্রবারের মধ্যেই কৃষকদের বিষয়ে একটি স্থায়ী সুরাহা দেওয়া সিদ্ধান্ত নিয়েছেন।
এদিকে ইউরোপীয় পার্লামেন্টের নির্বাচনকে সামনে রেখে কৃষকদের আন্দোলন নিয়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মাখোঁর চিন্তিত হওয়ার যথেষ্ট কারণ রয়েছে। অতি দক্ষিণপন্থীরা এই বিক্ষোভকে হাতিয়ার করতে পারে। অতি দক্ষিণপন্থী নেতা ম্যারি লি পেন সম্প্রতি বলেছিলেন, মাখোঁ কৃষকদের কাঁধে হাত রেখে কথা বলেন, তারপর তাঁদের পিঠে ছুরি মারেন। কৃষকেরাই সরকারের সবচেয়ে বড় শত্রু।
মার্কিন যুক্তরাষ্ট্রের উইসকনসিনের সাবেক ট্রাক মেকানিক টিম ফ্রিড ১৮ বছর ধরে নিজ শরীরে কোবরা, মাম্বা, রেটলস্ন্যাকসহ ১৬ প্রজাতির প্রাণঘাতী সাপের বিষ প্রয়োগ করে এক ব্যতিক্রমী রোগ প্রতিরোধক্ষমতা গড়ে তুলেছেন। এর ফলে বিজ্ঞানীরা এখন তৈরি করতে পেরেছেন ইতিহাসের সবচেয়ে বিস্তৃত ও কার্যকর অ্যান্টিভেনম। এটি ভবিষ্
৮ ঘণ্টা আগে২০২০ সালে রাজকীয় দায়িত্ব ত্যাগ করে বিদেশে বসবাস শুরু করার পর হ্যারির নিরাপত্তা কমিয়ে আনা হয়েছিল। তখন থেকেই তিনি যুক্তরাজ্যে তাঁর জন্য নির্ধারিত নিরাপত্তাব্যবস্থাকে ‘নিম্ন মানের’ এবং ‘অসম আচরণ’ বলে দাবি করে আসছিলেন। কিন্তু আদালত তাঁর সেই যুক্তি প্রত্যাখ্যান করেছে।
৯ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা পৌঁছানোর লক্ষ্যে রওনা হওয়া ‘ফ্রিডম ফ্লোটিলা’ জোটের একটি জাহাজ আন্তর্জাতিক পানিসীমায় ড্রোন হামলার শিকার হয়েছে। আজ শুক্রবার এক বিবৃতিতে সংগঠনটি জানিয়েছে, মাল্টার উপকূল থেকে ১৪ নটিক্যাল মাইল (প্রায় ২৫ কিলোমিটার) দূরে অবস্থান করা ওই জাহাজে দুটি ড্রোন হামলা চালানো হয়।
১০ ঘণ্টা আগেমিয়ানমারের ইয়াঙ্গুনে নয়নাভিরাম ইনয়া লেকের ধারে অবস্থিত নোবেলজয়ী নেত্রী অং সান সু চির ঐতিহাসিক উপনিবেশ আমলের বাসভবনটি। বাড়িটি বিক্রি করার জন্য টানা চতুর্থবারের মতো নিলামে তোলা হলেও কোনো ক্রেতা পাওয়া যায়নি।
১১ ঘণ্টা আগে