রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি নিশ্চিত করে বলেন, রুশ সৈন্যরা ইউক্রেন সীমান্তে আক্রমণ করবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে মাখোঁ এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা না করার ব্যাপারে রুশ সরকারের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি।
রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে আক্রমণের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে।
ইউক্রেন সংকট এড়াতে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ঠিক এর পরদিনই ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করতে কিয়েভে যান ইমানুয়েল মাখোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। দুই দেশের উত্তেজনা কমাতে একটি বাস্তব সমাধান আমি দেখতে পাচ্ছি।
এদিকে জেলেনস্কি উত্তেজনা কমাতে পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখের কথায় বিশ্বাস করি না। প্রতিটি রাজনীতিবিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা দেখাবেন, আমি এমনটা বিশ্বাস করি।’
কিয়েভে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বার্লিনে যান। সেখানে তিনি জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে জার্মানি ও পোল্যান্ডের সমর্থন আশা করেন ইমানুয়েল মাখোঁ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে নতুন কোনো উত্তেজনা সৃষ্টি করবেন না বলে মন্তব্য করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ। তিনি নিশ্চিত করে বলেন, রুশ সৈন্যরা ইউক্রেন সীমান্তে আক্রমণ করবে না।
ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠকে বসার আগে মাখোঁ এমন মন্তব্য করেন। তিনি বলেছেন, ইউক্রেনে হামলা না করার ব্যাপারে রুশ সরকারের কাছ থেকে আমি আশ্বাস পেয়েছি।
রাশিয়া বরাবরই বলে আসছে যে, ইউক্রেনে আক্রমণের ব্যাপারে তাদের কোনো পরিকল্পনা নেই। তবে দেশটি ইউক্রেন সীমান্তে লক্ষাধিক সৈন্য মোতায়েন করেছে।
ইউক্রেন সংকট এড়াতে গত সোমবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনা করতে মস্কো গিয়েছিলেন ফরাসি প্রেসিডেন্ট। ঠিক এর পরদিনই ইউক্রেনের নেতাদের সঙ্গে বৈঠক করতে কিয়েভে যান ইমানুয়েল মাখোঁ।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে ইমানুয়েল মাখোঁ বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনা এগিয়ে নিয়ে যাওয়ার সুযোগ ছিল। দুই দেশের উত্তেজনা কমাতে একটি বাস্তব সমাধান আমি দেখতে পাচ্ছি।
এদিকে জেলেনস্কি উত্তেজনা কমাতে পুতিনকে আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, ‘আমি মুখের কথায় বিশ্বাস করি না। প্রতিটি রাজনীতিবিদের কাজের মাধ্যমে স্বচ্ছতা দেখাবেন, আমি এমনটা বিশ্বাস করি।’
কিয়েভে বৈঠক শেষে ফরাসি প্রেসিডেন্ট বার্লিনে যান। সেখানে তিনি জার্মানি ও পোল্যান্ডের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করেন। ইউক্রেনের সার্বভৌমত্বের বিষয়ে জার্মানি ও পোল্যান্ডের সমর্থন আশা করেন ইমানুয়েল মাখোঁ।
সম্প্রতি ইউক্রেন সীমান্তে ১ লাখ সৈন্য মোতায়েন করেছে রাশিয়া। যুক্তরাষ্ট্রের কর্মকর্তারা বলেছেন, ইউক্রেনে আক্রমণের জন্য রাশিয়া ৭০ শতাংশ সৈন্যকে একত্রিত করেছে। যুক্তরাষ্ট্র বেশ কিছুদিন ধরেই অভিযোগ করছিল যে রাশিয়া ইউক্রেন আক্রমণ করতে পারে। মস্কো বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছে।
এদিকে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, মস্কো যদি ইউক্রেনে হামলা চালায়, তবে রাশিয়ার গ্যাস পাইপলাইন বন্ধ করে দেবে যুক্তরাষ্ট্র। গত ৭ ফেব্রুয়ারি ওয়াশিংটনে জার্মান চ্যান্সেলর ওলাফ স্কুলজের সঙ্গে আলোচনার পর বাইডেন বলেন, ‘ইউক্রেনে আক্রমণ করলে আমরা রাশিয়ার নর্ড স্ক্রিম-২ পাইপলাইন বন্ধ করে দেব।’
ভারতের জম্মু ও কাশ্মীরের কিশতওয়ার জেলার চাশোটি এলাকায় আজ দুপুরে ভয়াবহ ক্লাউডবার্স্টে আকস্মিক বন্যা হয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, এতে এখন পর্যন্ত কমপক্ষে ১০ জনের মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে তৎপরতা চালাচ্ছে উদ্ধারকারী দলগুলো। জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)
১ ঘণ্টা আগেগাজায় মানবিক সহায়তা প্রবেশে ইসরায়েলের নতুন বিধিনিষেধের কারণে জীবন ধারণের অতি প্রয়োজনীয় ত্রাণ সহায়তা গাজায় ঢুকতে পারছে না বলে অভিযোগ তুলেছে শতাধিক আন্তর্জাতিক সংগঠনের। সংস্থাগুলোর দাবি, এসব বিধিনিষেধের ফলে জর্ডান ও মিসরের গুদামঘরে বিপুল পরিমাণ ত্রাণসামগ্রী আটকে আছে, অন্যদিকে খাবারের অভাবে অপুষ্টিতে
১ ঘণ্টা আগেহৃদ্যন্ত্রের বিরল সংক্রমণে কোমায় চলে গিয়েছিলেন চীনের হেনান প্রদেশের ১৮ বছর বয়সী এক তরুণী। চিকিৎসকেরা আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন। কিন্তু, এমন সময় পরিবারের হাতে এল এক সুখবর। জিয়াং চেননান নামে ওই তরুণী বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর ভর্তির চিঠিও পাঠিয়েছে।
১ ঘণ্টা আগেইসরায়েল গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনিদের যুদ্ধবিধ্বস্ত পূর্ব আফ্রিকার দেশ দক্ষিণ সুদানে পুনর্বাসনের সম্ভাবনা নিয়ে আলোচনা করছে। হামাসের বিরুদ্ধে টানা ২২ মাসের সামরিক অভিযানে গাজা ধ্বংসস্তূপে পরিণত হওয়ার পর অঞ্চলটিতে ব্যাপক অভিবাসন ত্বরান্বিত করার ইসরায়েলের বৃহত্তর পরিকল্পনার অংশ হিসেবেই...
২ ঘণ্টা আগে