আজকের পত্রিকা ডেস্ক
বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে। রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস এবং কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা। শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কি না তা পরীক্ষা করে। বাড়ানো হয়েছে আবর্জনা অপসারণও।
গত দুই বছরে সারায়েভোতে কোনো ধরনের কীটনাশক বা দমন কার্যক্রম না থাকার কারণেই পরিস্থিতি মারাত্মক হয়েছে। সরকারি কর্মকর্তারা এর জন্য দায়ী করছেন ব্যর্থ এক টেন্ডার প্রক্রিয়াকে, যার ফলে ইঁদুর ও বেওয়ারিশ কুকুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস হাসানোভিচ বলেছেন, ‘এটি আসলে স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সামগ্রিক পৌর সংকট।’ অন্যদিকে ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের সাবেক পরিচালক ও বর্তমান সংসদ সদস্য সেবিজা ইজেতবেগোভিচ সতর্ক করেছেন—পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেবিজা বলেন, ‘শহরের ইঁদুরেরা এখন এতটাই ভালো খাওয়া-দাওয়া করছে যে, ভবিষ্যতে হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কাও দেখা দিতে পারে।’
তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অবস্থায় নেই। চিকিৎসকদের মতে, লেপ্টোসপাইরোসিস যদি চিকিৎসা না করা হয়, তবে এর মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি হতে পারে।
সারায়েভো শহরবাসীর প্রত্যাশা, এবার অন্তত কর্তৃপক্ষ টনক নাড়বে এবং সারায়েভো আবার পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হয়ে উঠবে।
বসনিয়া ও হার্জেগোভিনার রাজধানী সারায়েভো এখন ইঁদুরবাহিত রোগের সংক্রমণে বিপর্যস্ত। এ অবস্থায় শহরটির বাসিন্দারা সামাজিক যোগাযোগমাধ্যমে মিলজাকা নদীতে দল বেঁধে ইঁদুরের সাঁতার কাটার ভিডিও এবং শহরের বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনার ছবি শেয়ার করছেন। শিশুদের খেলার মাঠসহ অনেক এলাকায় মৃত প্রাণী পড়ে থাকার অভিযোগও রয়েছে।
বৃহস্পতিবার বিবিসি জানিয়েছে, সারায়েভো শহরে ইঁদুরের বিস্তার আশঙ্কাজনক হারে বেড়েছে। এর ফলে ছড়িয়ে পড়েছে লেপ্টোসপাইরোসিস বা ‘ইঁদুর জ্বর’ নামে পরিচিত একটি বিপজ্জনক রোগ। দেশটির বৃহত্তম হাসপাতাল মাত্র একদিনে ইঁদুর জ্বরে আক্রান্ত এক ডজন রোগী শনাক্ত করেছে—যা বিশেষজ্ঞদেরকে গভীর উদ্বেগে ফেলেছে। রোগটি সাধারণত ইঁদুরের মূত্র বা বিষ্ঠা দ্বারা দূষিত পানি কিংবা মাটি থেকে মানুষের শরীরে প্রবেশ করে। এর উপসর্গের মধ্যে মাথাব্যথা, পেশির যন্ত্রণা, ফুসফুসে রক্তক্ষরণ, জন্ডিস এবং কিডনি বিকল হওয়ার মতো জটিলতা দেখা দিতে পারে।
সারায়েভোর কর্তৃপক্ষ ইতিমধ্যে এই পরিস্থিতিকে ‘মহামারি’ হিসেবে ঘোষণা করেছে। শুরু হয়েছে জরুরি পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান। জীবাণুনাশক নিয়ে মাঠে নেমেছেন অতিরিক্ত পৌরকর্মীরা। শহরের সব স্কুলকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা খেলার মাঠ পরিষ্কার করে, ঘাস কাটে এবং বেজমেন্টে ইঁদুর আছে কি না তা পরীক্ষা করে। বাড়ানো হয়েছে আবর্জনা অপসারণও।
গত দুই বছরে সারায়েভোতে কোনো ধরনের কীটনাশক বা দমন কার্যক্রম না থাকার কারণেই পরিস্থিতি মারাত্মক হয়েছে। সরকারি কর্মকর্তারা এর জন্য দায়ী করছেন ব্যর্থ এক টেন্ডার প্রক্রিয়াকে, যার ফলে ইঁদুর ও বেওয়ারিশ কুকুর শহরের নিয়ন্ত্রণ নিয়ে নেয়।
দেশটির স্বাস্থ্যমন্ত্রী অ্যানিস হাসানোভিচ বলেছেন, ‘এটি আসলে স্বাস্থ্য সংকট নয়, বরং একটি সামগ্রিক পৌর সংকট।’ অন্যদিকে ইউনিভার্সিটি ক্লিনিক্যাল সেন্টারের সাবেক পরিচালক ও বর্তমান সংসদ সদস্য সেবিজা ইজেতবেগোভিচ সতর্ক করেছেন—পরিস্থিতি আরও খারাপ হতে পারে। সেবিজা বলেন, ‘শহরের ইঁদুরেরা এখন এতটাই ভালো খাওয়া-দাওয়া করছে যে, ভবিষ্যতে হান্টা ভাইরাস সংক্রমণের আশঙ্কাও দেখা দিতে পারে।’
তবে সৌভাগ্যবশত, এখন পর্যন্ত আক্রান্তদের মধ্যে কেউই গুরুতর অবস্থায় নেই। চিকিৎসকদের মতে, লেপ্টোসপাইরোসিস যদি চিকিৎসা না করা হয়, তবে এর মৃত্যুহার ৫০ শতাংশেরও বেশি হতে পারে।
সারায়েভো শহরবাসীর প্রত্যাশা, এবার অন্তত কর্তৃপক্ষ টনক নাড়বে এবং সারায়েভো আবার পরিচ্ছন্ন ও নিরাপদ শহর হয়ে উঠবে।
রাশিয়া কোনো কাগুজে বাঘ নয়, বরং ভালুক। জাতিসংঘের সাধারণ অধিবেশনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের প্রতিক্রিয়ায় এমনটাই বলেছে ক্রেমলিন।
১ ঘণ্টা আগেভারতের হিমালয় অঞ্চলের এলাকা লাদাখের রাজধানী লেহ-তে সহিংসতা ছড়িয়ে পড়ার পর সেখানে কারফিউ জারি করেছে সরকার। গতকাল বুধবার রাজ্য মর্যাদা ফেরত চেয়ে আন্দোলনে নামে স্থানীয়রা। পুলিশের সঙ্গে সংঘর্ষে কমপক্ষে ৪ জন নিহত হওয়ার পর এই কারফিউ জারি করা হলো।
১ ঘণ্টা আগেইরান কখনোই পারমাণবিক অস্ত্র তৈরির চেষ্টা করবে না। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, গতকাল বুধবার, নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে এ কথা বলেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
২ ঘণ্টা আগেজাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যখন গাজা যুদ্ধ বন্ধ নিয়ে ব্যাপক আলোচনা চলছে, তখনো সেখানে নির্মম নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। গতকাল বুধবার রাতভর তাণ্ডব চালিয়েছে ইসরায়েলি। এই হামলায় বুধবার একদিনেই নিহত হয়েছেন অন্তত ৮৫ জন ফিলিস্তিনি, যা গতকালের তুলনায় দ্বিগুণেরও বেশি।
৩ ঘণ্টা আগে