Ajker Patrika

রুশ টিভিতে সাংবাদিকের যুদ্ধবিরোধী বার্তা

আপডেট : ১৫ মার্চ ২০২২, ১১: ০০
রুশ টিভিতে সাংবাদিকের যুদ্ধবিরোধী বার্তা

রাশিয়ার রাষ্ট্রনিয়ন্ত্রিত এক টেলিভিশনে যুদ্ধবিরোধী বার্তা প্রচার করেছেন এক সাংবাদিক। গতকাল সোমবার স্থানীয় সময় সন্ধ্যায় চ্যানেল ওয়ানের এক অনুষ্ঠানে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। 

বিবিসির প্রতিবেদনে বলা হয়, ওই সাংবাদিকের নাম মেরিনা ওভসায়ানিকোভা। তিনি চ্যানেল ওয়ানের একজন সম্পাদক। সন্ধ্যায় যখন একটি সংবাদ অনুষ্ঠান চলছিল, তখন মেরিনা ওভসায়ানিকোভা একটি প্ল্যাকার্ড হাতে নিয়ে উপস্থাপিকার পেছনে দাঁড়িয়ে যান। প্ল্যাকার্ডে লেখা ছিল—‘যুদ্ধ নয়, লড়াই বন্ধ করো, প্রচারণায় বিশ্বাস করবেন না, তারা এখানে আপনাদের মিথ্যা বলছে।’ 

এদিকে বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, গত রোববার রাতে অন্য একটি লাইভ অনুষ্ঠানে এই সাংবাদিক বলেছেন, ইউক্রেনে রাশিয়া যা করছে সেটা ‘অপরাধ’। ক্রেমলিনের হয়ে তাঁকে যে প্রচারণায় অংশ নিতে হচ্ছে, এ জন্য তিনি লজ্জিত। 

মেরিনা ওভসায়ানিকোভা বলেছেন, ‘আমি লজ্জিত যে আমি টেলিভিশনের পর্দায় মিথ্যা বলতে বাধ্য হচ্ছি। আমার খুবই লজ্জা হয় যে, আমরা রুশদের জম্বিতে পরিণত হতে দিয়েছি।’ 

রুশ জনগণকে এই যুদ্ধের বিরুদ্ধে প্রতিবাদ জানাতেও আহ্বান জানিয়েছেন তিনি। মেরিনা বলেন, একমাত্র জনগণই পারে এই ‘পাগলামি’ থামাতে। 

বিবিসি লিখেছে, মেরিনা ওভসায়ানিকোভার পরিচয় জানার পর থেকে অনেক মানুষ তাঁর ফেসবুক পেজে অভিনন্দন জানিয়ে মন্তব্য করেছেন। 

বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, রুশ গণমাধ্যমের সংবাদ অনুষ্ঠান দীর্ঘদিন ধরেই ক্রেমলিন নিয়ন্ত্রণ করে আসছে। সংবাদনির্ভর চ্যানেলের স্বাধীনভাবে কাজ করার সুযোগ নেই বললেই চলে। এমন পরিস্থিতিতে একজন রুশ সাংবাদিক ভীষণ সাহসিকতার পরিচয় দিলেন। এ ঘটনার পর রুশ পুলিশ তাঁকে আটক করেছে বলে ধারণা করা হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত