ইউক্রেন সংকটে চীন রাশিয়াকে সমর্থনের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলছে চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক আইন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ন্যাটো প্রধান বলেন, ‘এই প্রথম আমরা দেখছি যে, ন্যাটো জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়ে রাশিয়ার যে আপত্তি এখন চীন তাতে সমর্থন দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাঁদের (চীন-রাশিয়া) নতুন আন্তর্জাতিক নিয়মকানুন ও কর্তৃত্ববাদী শাসনের মডেল চাপিয়ে দিয়ে স্বাধীন দেশগুলির ভাগ্য নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা।’
ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘মস্কো জেনেশুনেই এমন সব দাবি ন্যাটোর হাজির করছে যা ন্যাটো পূরণ করতে পারবে না। এ ছাড়া ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারেরও কোনো লক্ষণ নেই।’
পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন, যে পদক্ষেপগুলি যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহিংসতার একটি স্পাইকের মধ্যে আসে যে পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়ার দ্বারা আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে।
আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়নের কঠোর ভাষায় রাশিয়ার সমালোচনা করে ‘বৈশ্বিক আইন নতুন করে লেখার’ প্রচেষ্টাকে একটি ‘ভয়ানক প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো প্রতিস্থাপন করতে চাইছে। তাঁরা আত্মনিয়ন্ত্রণের পরিবর্তে, আইনের শাসনের চেয়ে ভয় দেখিয়ে শক্তি প্রয়োগে শাসন পরিচালনা করাকে পছন্দ করে।’
একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়ার উদ্বেগকেও সম্মান করা উচিত।’
ইউক্রেন সংকটে চীন রাশিয়াকে সমর্থনের প্রতিক্রিয়ায় পশ্চিমা বিশ্ব বলছে চীন-রাশিয়া মিলে বিদ্যমান বৈশ্বিক আইন প্রতিস্থাপন করতে ‘নতুন বৈশ্বিক আইন’ তৈরি করছে। শনিবার ন্যাটো জোটের মহাসচিব জেনস স্টলটেনবার্গ মিউনিখ নিরাপত্তা সম্মেলনে এ কথা বলেছেন। সাউথ চায়না মর্নিং পোস্ট এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
মিউনিখ নিরাপত্তা সম্মেলনের বক্তৃতায় ন্যাটো প্রধান বলেন, ‘এই প্রথম আমরা দেখছি যে, ন্যাটো জোটে নতুন সদস্য নেওয়ার বিষয়ে রাশিয়ার যে আপত্তি এখন চীন তাতে সমর্থন দিচ্ছে। এই ধরনের পদক্ষেপ তাঁদের (চীন-রাশিয়া) নতুন আন্তর্জাতিক নিয়মকানুন ও কর্তৃত্ববাদী শাসনের মডেল চাপিয়ে দিয়ে স্বাধীন দেশগুলির ভাগ্য নিয়ন্ত্রণের একটি প্রচেষ্টা।’
ন্যাটোর মহাসচিব আরও বলেন, ‘মস্কো জেনেশুনেই এমন সব দাবি ন্যাটোর হাজির করছে যা ন্যাটো পূরণ করতে পারবে না। এ ছাড়া ইউক্রেনের সীমান্ত থেকে রাশিয়ান সৈন্য প্রত্যাহারেরও কোনো লক্ষণ নেই।’
পূর্ব ইউক্রেনের বিচ্ছিন্ন অঞ্চল দনেৎস্ক এবং লুহানস্কের নেতারা একটি পূর্ণ সামরিক সংহতি ঘোষণা করেছেন, যে পদক্ষেপগুলি যুদ্ধ-বিধ্বস্ত অঞ্চলে সহিংসতার একটি স্পাইকের মধ্যে আসে যে পশ্চিমারা আশঙ্কা করছে যে রাশিয়ার দ্বারা আক্রমণের অজুহাত হিসাবে ব্যবহার করা হতে পারে।
আলোচনায় ইউরোপীয় ইউনিয়নের প্রধান উরসুলা ভন ডার লেয়নের কঠোর ভাষায় রাশিয়ার সমালোচনা করে ‘বৈশ্বিক আইন নতুন করে লেখার’ প্রচেষ্টাকে একটি ‘ভয়ানক প্রচেষ্টা’ বলে অভিযুক্ত করেন। তিনি বলেন, ‘রাশিয়া ও চীন বিদ্যমান আন্তর্জাতিক নিয়মগুলো প্রতিস্থাপন করতে চাইছে। তাঁরা আত্মনিয়ন্ত্রণের পরিবর্তে, আইনের শাসনের চেয়ে ভয় দেখিয়ে শক্তি প্রয়োগে শাসন পরিচালনা করাকে পছন্দ করে।’
একই সম্মেলনে ভাষণ দিতে গিয়ে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, ‘রাশিয়ার উদ্বেগকেও সম্মান করা উচিত।’
যুক্তরাষ্ট্রের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এবং ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনে ট্রাম্পের প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটন বলেছেন, ইউক্রেন যুদ্ধবিরতি আলোচনায় সফল হলে তিনি ট্রাম্পকে শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনয়ন দেবেন। তবে শর্ত হলো, এই সমঝোতা যেন রাশিয়া তথা পুতিনের কাছে আত্মসমর্পণের সমান না হয়।
৫ ঘণ্টা আগেআলাস্কায় আজ শুক্রবারের বহুল আলোচিত শীর্ষ বৈঠকের আগে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, ‘আমরা আমেরিকার ওপর ভরসা করছি।’ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জেলেনস্কি ট্রাম্পের মন্তব্যের সঙ্গে সুর মিলিয়ে জানান, আজকের বৈঠক নিঃসন্দেহে উচ্চঝুঁকির এবং এটি ন্যায়সংগত শান্তির পথে একটি
৬ ঘণ্টা আগেসিঙ্গাপুরভিত্তিক ধনকুবের ও হোটেল ব্যবসায়ী ওং বেন সেংকে উপহার কেলেঙ্কারির মামলায় ২৩ হাজার ৪০০ মার্কিন ডলার (২৮ লাখ ৪২ হাজার টাকা) জরিমানা করা হয়েছে। গত বছর তিনি সারা দেশকে নাড়া দেওয়া ওই ঘটনার সঙ্গে যুক্ত থাকার কথা স্বীকার করেছিলেন।
৬ ঘণ্টা আগেআলাস্কায় প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে অনুষ্ঠিত হতে যাওয়া বৈঠকটি ছয় থেকে সাত ঘণ্টা পর্যন্ত স্থায়ী হতে পারে বলে আশা করছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এমনটাই জানিয়েছেন। খবর বিবিসির।
৭ ঘণ্টা আগে