Ajker Patrika

নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

আপডেট : ৩১ মার্চ ২০২২, ১১: ৪৭
নেদারল্যান্ডসে বন্দুকধারীর গুলিতে ২ জন নিহত

নেদারল্যান্ডসের উত্তরের শহর জোওলেতে ম্যাকডোনাল্ড রেস্তোরাঁয় গতকাল বুধবার এক বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 

স্থানীয় সম্প্রচারমাধ্যম আরটিএল ওস্ট এবং ডাচ পুলিশ এক টুইট বার্তায় বলেছে, সন্ধ্যা ৬টার দিকে ম্যাকডোনাল্ডসে একজন বন্দুকধারীর গুলিতে দুইজন নিহত হয়েছেন। 

প্রত্যক্ষদর্শীরা আরটিএল ওস্টকে বলেছেন, বন্দুকধারী যখন রেস্তোরাঁয় ঢুকে তাদের লক্ষ্য করে গুলি চালায়, তখন তারা খাবার খাচ্ছিল। একজন প্রত্যক্ষদর্শী বলেছেন, ‘আমি নিহত দুই ব্যক্তির পাশের টেবিলে বসেই খাবার খাচ্ছিলাম। বন্দুকধারী লোকটি প্রথমে রেস্টুরেন্টে ঢুকে খাবারের অর্ডার করে। তারপর হঠাৎ গুলি চালাতে শুরু করে। তখন সবার মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং সবাই দৌড়ে বাইরে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এই ফাঁকে হামলাকারী নিজেও পালিয়ে যায়।’ 

ঘটনার পর পুলিশ ও অ্যাম্বুলেন্স দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়। আহত একজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু তিনি পরে মারা যান। পুলিশ বলেছে, তারা বন্দুকধারীকে খুঁজছে। 

নিহতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ। তবে তারা তুর্কি ও ডাচ বংশোদ্ভূত বলে ধারণা করা হচ্ছে। 

একটি ভিডিওতে দেখা গেছে, ঘটনাস্থল পুলিশ ঘিরে রেখেছে এবং ওই এলাকার ওপর হেলিকপ্টার প্রদক্ষিণ করছে। হতবাক দর্শক এবং নিহতের স্বজনরা একে অপরকে সান্ত্বনা দিচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত