Ajker Patrika

দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি: জার্মানির কাছে ১ লাখ ৩০ হাজার কোটি ইউরো দাবি পোল্যান্ডের

আপডেট : ০২ সেপ্টেম্বর ২০২২, ১৬: ৫৮
দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতি: জার্মানির কাছে ১ লাখ ৩০ হাজার কোটি ইউরো দাবি পোল্যান্ডের

দ্বিতীয় বিশ্বযুদ্ধে পোল্যান্ডের যা ব্যয় হয়ে তার বিপরীতে জার্মানির কাছে ক্ষতিপূরণ দাবি করেছে দেশটির সরকার। স্থানীয় সময় আজ বৃহস্পতিবার পোল্যান্ড সরকার জানিয়েছে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে যুদ্ধব্যয় হিসেবে দেশটি জার্মানির কাছে ১ লাখ ৩০ হাজার কোটি ইউরো ক্ষতিপূরণ দাবি করেছে এবং এই বিষয়ে আলোচনা করতে জার্মানির প্রতি আহ্বান জানিয়েছে। 

বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে বলা হয়েছে, পোল্যান্ডের উপপ্রধানমন্ত্রী জরোস্লাও ক্যাজিনস্কি বলেছেন—প্রকৃতপক্ষে এই ব্যয়ের পরিমাণ হলো ৬ লাখ ২০ হাজার কোটি পোলিশ জলটি এবং এই ক্ষতিপূরণ নিতে হলে আমাদের দীর্ঘ এবং কঠিন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। তিনি ১৯৩৯ থেকে ১৯৪৫ সালে পর্যন্ত চলা দ্বিতীয় বিশ্বযুদ্ধের বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন।

২০১৫ সালে পোল্যান্ডের ক্ষমতাসীন ল অ্যান্ড জাস্টিস পার্টি ক্ষমতায় আসার পর থেকেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের ক্ষতিপূরণ নিয়ে বেশ সোচ্চার। দলটি ২০১৭ সাল থেকেই এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছে এবং দাবি করেছে এই বিষয়টি নিষ্পত্তি করা ক্ষেত্রে জার্মানির নৈতিক বাধ্যবাধকতা রয়েছে। তবে জার্মানি পোল্যান্ডের এমন দাবিকে বরাবরই প্রত্যাখ্যান করেছে এবং পোল্যান্ড কর্তৃক ১৯৫৩ সালে পূর্ব জার্মানির কাছ থেকে ক্ষতিপূরণের দাবি ত্যাগ করার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছে। 

তবে আজ বৃহস্পতিবার ক্যাজিনস্কি নতুন করে আবারও বিষয়টিকে সমানে আনলেন। তিনি বলেছেন, ‘আমরা কেবল এই বিষয়ে প্রতিবেদনই তৈরি করিনি...আমরা এই বিষয়ে আমাদের সিদ্ধান্তও নিশ্চিত করেছি। আমরা এই বিষয়টি নিয়ে সামনে এগিয়ে যাব।’ তিনি আরও বলেন, ‘আমরা জার্মানিকে ক্ষতিপূরণের বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানাব এবং আমরা এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চাই।’

জরোস্লাও ক্যাজিনস্কি আরও বলেন, ‘জার্মানরা পোল্যান্ড আক্রমণ করে আমাদের যথেষ্ট ক্ষয়ক্ষতির মুখে ফেলেছিল। এই আক্রমণ ছিল অবিশ্বাস্যভাবে অপরাধী, নিষ্ঠুর আচরণ এবং এমন প্রভাবের সৃষ্টি করেছিল যা অনেক ক্ষেত্রেই এখনো পর্যন্ত অব্যাহত।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত