রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় একই টেবিলে বসেছে ফিলিস্তিনি বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে হামাস, ফাতাহসহ সব পক্ষই ইসরায়েলকে মোকাবিলায় একটি ‘ঐক্যবদ্ধ কর্মপন্থা’ গ্রহণের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় হামাস, ফাতাহ, ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠী। বৈঠকে গাজায় চলমান যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে আলোচনা হয়। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই ফাতাহের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার পদত্যাগ করেছে।
বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি আন্তঃফিলিস্তিনি ঐকমত্যের আহ্বান জানান। তবে বিশ্লেষকেরা বলছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারের পদত্যাগ, মস্কোয় বিভিন্ন গোষ্ঠীর বৈঠক ফিলিস্তিনি ভূখণ্ডে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের পথ প্রশস্ত করতে পারে। যে সরকার যুদ্ধ-পরবর্তী সময়ে পশ্চিম তীর ও গাজার শাসনভার নিয়ন্ত্রণ করবে।
গতকাল শুক্রবার জারি করা এক বিবৃতিতে মস্কোয় বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা দলগুলো বলেছে, তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ব্যানারে ‘খুব শিগগির’ একটি সংলাপে অংশ নেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারের ‘গঠনমূলক’ আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনি অঞ্চল এবং প্রবাসীদের প্রতিনিধি হিসেবে স্বীকৃত। বিপরীতে পশ্চিমা বিশ্ব হামাস ও ইসলামিক জিহাদকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তবে বিগত কয়েক বছর হামাসকে পিএলওতে একীভূত করার আলোচনা করা হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বিগত কয়েক বছর ধরে মস্কো হামাস ও ফাতাহসহ ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। গাজায় ইসরায়েলি পদক্ষেপের মস্কোর সমালোচনা ও ইসরায়েলের তরফ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যানের পর দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় একই টেবিলে বসেছে ফিলিস্তিনি বিভিন্ন স্বাধীনতাকামী গোষ্ঠী। গতকাল বৃহস্পতিবার অনুষ্ঠিত বৈঠকে হামাস, ফাতাহসহ সব পক্ষই ইসরায়েলকে মোকাবিলায় একটি ‘ঐক্যবদ্ধ কর্মপন্থা’ গ্রহণের বিষয়ে ইঙ্গিত দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে।
গতকাল বৃহস্পতিবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোয় অনুষ্ঠিত বৈঠকে অংশ নেয় হামাস, ফাতাহ, ইসলামিক জিহাদসহ ফিলিস্তিনি অন্যান্য স্বাধীনতাকামী গোষ্ঠী। বৈঠকে গাজায় চলমান যুদ্ধ ও যুদ্ধ-পরবর্তী সময়ে করণীয় সম্পর্কে আলোচনা হয়। এই বৈঠক এমন এক সময় অনুষ্ঠিত হলো, যার মাত্র কয়েক দিন আগেই ফাতাহের নেতৃত্বে ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকার পদত্যাগ করেছে।
বিদায়ী সরকারের প্রধানমন্ত্রী মোহাম্মদ শাতায়েহ পদত্যাগের ঘোষণা দেওয়ার পাশাপাশি আন্তঃফিলিস্তিনি ঐকমত্যের আহ্বান জানান। তবে বিশ্লেষকেরা বলছেন, ফিলিস্তিনি কর্তৃপক্ষের সরকারের পদত্যাগ, মস্কোয় বিভিন্ন গোষ্ঠীর বৈঠক ফিলিস্তিনি ভূখণ্ডে একটি টেকনোক্র্যাট সরকার গঠনের পথ প্রশস্ত করতে পারে। যে সরকার যুদ্ধ-পরবর্তী সময়ে পশ্চিম তীর ও গাজার শাসনভার নিয়ন্ত্রণ করবে।
গতকাল শুক্রবার জারি করা এক বিবৃতিতে মস্কোয় বিভিন্ন ফিলিস্তিনি গোষ্ঠীর প্রতিনিধিত্ব করা দলগুলো বলেছে, তারা প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশনের (পিএলও) ব্যানারে ‘খুব শিগগির’ একটি সংলাপে অংশ নেবে। বিবৃতিতে আরও বলা হয়েছে, বৃহস্পতিবারের ‘গঠনমূলক’ আলোচনায় গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার ও ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রয়োজনীয়তাসহ বিভিন্ন বিষয়ে চুক্তি হয়েছে।
প্যালেস্টাইন লিবারেশন অর্গানাইজেশন বা পিএলও আন্তর্জাতিক পরিমণ্ডলে ফিলিস্তিনি অঞ্চল এবং প্রবাসীদের প্রতিনিধি হিসেবে স্বীকৃত। বিপরীতে পশ্চিমা বিশ্ব হামাস ও ইসলামিক জিহাদকে ‘সন্ত্রাসী’ গোষ্ঠী হিসেবে বিবেচনা করে। তবে বিগত কয়েক বছর হামাসকে পিএলওতে একীভূত করার আলোচনা করা হলেও তা ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
বিগত কয়েক বছর ধরে মস্কো হামাস ও ফাতাহসহ ইসরায়েলবিরোধী গোষ্ঠীগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করেছে। গাজায় ইসরায়েলি পদক্ষেপের মস্কোর সমালোচনা ও ইসরায়েলের তরফ থেকে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার বিষয়টি প্রত্যাখ্যানের পর দুই দেশের সম্পর্ক উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।
বিয়ের আগে অনেকেই জীবনের সঙ্গীকে খুঁজে পান। কিন্তু নিউইয়র্কের মিশের ফক্স খুঁজে পেলেন জীবনের সঙ্গীর পাশাপাশি এক অমূল্য হিরাও। ৩১ বছর বয়সী ফক্স দুই বছর আগে সিদ্ধান্ত নেন, নিজের বিয়ের আংটির জন্য হিরা তিনি নিজেই খুঁজে বের করবেন। আর এর জন্য তিনি পৃথিবীর যে কোনো জায়গায় যেতে প্রস্তুত ছিলেন।
৪ ঘণ্টা আগেযুক্তরাষ্ট্রের নিউ জার্সির ৭৬ বছর বয়সী থংবুয়ে ওংবানডু (ডাকনাম ‘বু’) একদিন হঠাৎ একদিন পরিবারকে জানালেন, তিনি নিউইয়র্কে এক পুরোনো বন্ধুর সঙ্গে দেখা করতে যাবেন। বৃদ্ধের মুখে এই কথা শুনে তাঁর স্ত্রী লিন্ডা কিছুটা অবাকই হলেন—কারণ, বহু বছর আগে নিউইয়র্ক ছেড়ে আসা বু সেখানে কাউকেই চিনতেন না।
৭ ঘণ্টা আগেকাশ্মীরের কিসতওয়ার জেলার প্রত্যন্ত গ্রাম চশোতি আজ পরিণত হয়েছে এক ভয়াবহ মৃত্যুকূপে। দুপুরের পর হঠাৎ করেই ঘটে যায় প্রবল ক্লাউডবার্স্ট। মুহূর্তের মধ্যেই পাহাড়ি ঝরনাগুলো দানবীয় রূপে নেমে আসে গ্রাম ও তার আশপাশে। জল, কাদা, পাথর মিশে তৈরি হয় এক অপ্রতিরোধ্য ধ্বংস স্রোত।
৭ ঘণ্টা আগেএ বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে, অতীতের মতো পুতিনের প্রতি বন্ধুত্বপূর্ণ মনোভাবাপন্ন ট্রাম্প নাকি সম্প্রতি কঠোর অবস্থান নেওয়া ট্রাম্প বৈঠকে উপস্থিত হবেন। বার্তা সংস্থা রয়টার্স বলছে, ২০১৮ সালে হেলসিঙ্কিতে পুতিনের সঙ্গে ট্রাম্পের বৈঠকটি বেশ বন্ধুত্বপূর্ণ ছিল।
৮ ঘণ্টা আগে