অনলাইন ডেস্ক
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথাও জানান।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমাদের বিশ্বাস, চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভেতরে কিছু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত।’ তবে তিনি স্পষ্ট করেননি, এতে আর্টিলারি সিস্টেম নাকি গোলাবারুদ বোঝানো হয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, জেলেনস্কির অভিযোগের ফলে কিয়েভ ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি রাশিয়ার হয়ে যুদ্ধরত কিছু চীনা নাগরিককে আটক করেছে ইউক্রেন। যদিও চীন প্রকাশ্যে এই যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান দেখানোর চেষ্টা করে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ অংশগ্রহণের প্রমাণ রয়েছে আমাদের কাছে।’ তিনি হতাশা প্রকাশ করে জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেইজিং মস্কোকে অস্ত্র দেবে না।
এদিকে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খনিজসম্পদ চুক্তির বিষয়ে সমঝোতা স্মারক সই করার প্রস্তুতির বিষয়েও জানান জেলেনস্কি। আজ শুক্রবার এই স্মারক সই হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজসম্পদের ওপর বিশেষ প্রবেশাধিকার চেয়ে এই চুক্তির পক্ষে জোর দিয়েছেন।
গত সপ্তাহের শেষে ইউক্রেনীয় একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন, আরও বিস্তৃত খনিজ চুক্তি নিয়ে আলোচনা করেছিল।
জেলেনস্কি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আমাদের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক।’ তিনি যোগ করেন—পূর্ণাঙ্গ চুক্তি সইয়ের আগে এই সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের দিক থেকেই এসেছে।
ইউক্রেনের অর্থনৈতিক মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
একই সময় প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসেন। এই কূটনীতি ইউরোপের গভীর উদ্বেগকে তুলে ধরেছে। কারণ হোয়াইট হাউসের মস্কোপন্থী অবস্থান ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন তিন বছর ধরে চলমান যুদ্ধ শেষ করতে ব্যর্থ হওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছে।
ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও তিনি কিয়েভ ও মস্কো উভয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর প্রশাসন রাশিয়ার দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দিয়ে বক্তব্য দিচ্ছে।
গত মাসে ইউক্রেন ট্রাম্পের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে। এখন পর্যন্ত শুধু জ্বালানি স্থাপনা ও সমুদ্রভিত্তিক হামলার ওপর সীমাবদ্ধতা নিয়ে কিছুটা সমঝোতা হয়েছে। তবে দুই দেশই পরস্পরকে এই চুক্তি ভাঙার অভিযোগ করে যাচ্ছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কি দাবি করেছেন, চীন রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি খনিজসম্পদ চুক্তি নিয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতির কথাও জানান।
স্থানীয় সময় গতকাল বৃহস্পতিবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ‘আমাদের বিশ্বাস, চীনা প্রতিনিধিরা রাশিয়ার ভেতরে কিছু অস্ত্র তৈরির প্রক্রিয়ায় জড়িত।’ তবে তিনি স্পষ্ট করেননি, এতে আর্টিলারি সিস্টেম নাকি গোলাবারুদ বোঝানো হয়েছে।
যুক্তরাজ্য-ভিত্তিক ইনডিপেনডেন্ট জানিয়েছে, জেলেনস্কির অভিযোগের ফলে কিয়েভ ও বেইজিংয়ের মধ্যে সম্পর্ক আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠতে পারে। সম্প্রতি রাশিয়ার হয়ে যুদ্ধরত কিছু চীনা নাগরিককে আটক করেছে ইউক্রেন। যদিও চীন প্রকাশ্যে এই যুদ্ধের বিষয়ে নিরপেক্ষ অবস্থান দেখানোর চেষ্টা করে যাচ্ছে।
জেলেনস্কি বলেন, ‘প্রতিরক্ষা সক্ষমতা বাড়ানোর কাজে চীন ও রাশিয়ার মধ্যে যৌথ অংশগ্রহণের প্রমাণ রয়েছে আমাদের কাছে।’ তিনি হতাশা প্রকাশ করে জানান, চীনের প্রেসিডেন্ট সি চিন পিং তাঁকে প্রতিশ্রুতি দিয়েছিলেন, বেইজিং মস্কোকে অস্ত্র দেবে না।
এদিকে, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের মধ্যে একটি খনিজসম্পদ চুক্তির বিষয়ে সমঝোতা স্মারক সই করার প্রস্তুতির বিষয়েও জানান জেলেনস্কি। আজ শুক্রবার এই স্মারক সই হয়েছে বলে নিশ্চিত করেছে পশ্চিমা গণমাধ্যমগুলো। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের সামরিক সহায়তার বিনিময়ে ইউক্রেনের খনিজসম্পদের ওপর বিশেষ প্রবেশাধিকার চেয়ে এই চুক্তির পক্ষে জোর দিয়েছেন।
গত সপ্তাহের শেষে ইউক্রেনীয় একটি প্রতিনিধি দল ওয়াশিংটনে গিয়ে যুক্তরাষ্ট্রের প্রস্তাবিত নতুন, আরও বিস্তৃত খনিজ চুক্তি নিয়ে আলোচনা করেছিল।
জেলেনস্কি বলেন, ‘এটি একটি সমঝোতা স্মারক। আমাদের উদ্দেশ্য ইতিবাচক ও গঠনমূলক।’ তিনি যোগ করেন—পূর্ণাঙ্গ চুক্তি সইয়ের আগে এই সমঝোতা স্বাক্ষরের প্রস্তাব যুক্তরাষ্ট্রের দিক থেকেই এসেছে।
ইউক্রেনের অর্থনৈতিক মন্ত্রী জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে।
একই সময় প্যারিসে ইউরোপীয় ও ইউক্রেনীয় কর্মকর্তারা মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবং ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে আলোচনায় বসেন। এই কূটনীতি ইউরোপের গভীর উদ্বেগকে তুলে ধরেছে। কারণ হোয়াইট হাউসের মস্কোপন্থী অবস্থান ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। বিশেষ করে ট্রাম্প প্রশাসন তিন বছর ধরে চলমান যুদ্ধ শেষ করতে ব্যর্থ হওয়ায় এই উদ্বেগ আরও বেড়েছে।
ট্রাম্প যুদ্ধ দ্রুত শেষ করার প্রতিশ্রুতি দিলেও তিনি কিয়েভ ও মস্কো উভয়ের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন। একই সঙ্গে তাঁর প্রশাসন রাশিয়ার দৃষ্টিভঙ্গিকেই প্রাধান্য দিয়ে বক্তব্য দিচ্ছে।
গত মাসে ইউক্রেন ট্রাম্পের একটি যুদ্ধবিরতির প্রস্তাবে সম্মতি দিলেও রাশিয়া তা প্রত্যাখ্যান করে। এখন পর্যন্ত শুধু জ্বালানি স্থাপনা ও সমুদ্রভিত্তিক হামলার ওপর সীমাবদ্ধতা নিয়ে কিছুটা সমঝোতা হয়েছে। তবে দুই দেশই পরস্পরকে এই চুক্তি ভাঙার অভিযোগ করে যাচ্ছে।
ভারতের স্বাধীনতা দিবসে দেশটির বিভিন্ন সিটি করপোরেশন ও পৌর কর্তৃপক্ষ কসাইখানা ও মাংসের দোকান বন্ধ রাখার নির্দেশ দিয়েছে। এই বিষয়টি নিয়ে ভারতে বড় ধরনের রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। দলমত-নির্বিশেষে অনেক রাজনীতিক এই নিষেধাজ্ঞাকে মানুষের খাদ্যাভ্যাসের স্বাধীনতার ওপর হস্তক্ষেপ বলে আখ্যা দিয়েছেন। তাদের মতে,
৯ মিনিট আগেদক্ষিণ কোরিয়ার সাবেক প্রেসিডেন্ট ইউন সুক ইওলের পর এবার গ্রেপ্তার হলেন তার স্ত্রী কিম কেওন হি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্যমতে, শেয়ারবাজার কারসাজি ও ঘুষসহ একাধিক অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ কোরিয়া একাধিকবার সাবেক প্রেসিডেন্টকে গ্রেপ্তার করার নজির থাকলেও সাবেক প্রেসিডেন্ট ও সাবেক...
২৩ মিনিট আগেবিশ্ব শীর্ষ ধনকুবের ইলন মাস্কের মালিকানাধীন ‘অ্যান্টি-ওক’ (ওক হলো এমন এক প্রজন্ম, যারা সামাজিক ন্যায়বিচার, সমতা ও মানবাধিকারের বিষয়ে সচেতন ও সক্রিয়, তবে তারা অতিরিক্ত সংবেদনশীল এবং ভিন্নমত সহ্য করতে অনিচ্ছুক) কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চ্যাটবট গ্রোক যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে...
২৭ মিনিট আগেগাজায় যেন থামছেই না মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আগ্রাসনে নিহত হয়েছে আরও ৭৩ ফিলিস্তিনি। নিহতদের মধ্যে রয়েছে এক শিশুও। কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, নিহতদের মধ্যে অন্তত ১৯ জন ইসরায়েল-যুক্তরাষ্ট্র সমর্থিত বির্তকিত সংগঠন গাজা হিউম্যানিটিরিয়ান ফাউন্ডেশনের (জিএইচএফ) ত্রাণ
২ ঘণ্টা আগে