Ajker Patrika

জ্বালানিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ নাকচ রাশিয়ার   

জ্বালানিকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করার অভিযোগ নাকচ রাশিয়ার   

ইউরোপজুড়ে চলছে গ্যাস সংকট। মহাদেশটিতে সবচেয়ে বড় গ্যাস জোগান দেয় রাশিয়া। অভিযোগ উঠেছিল, ইউরোপে গ্যাসকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করছে। তবে এই অভিযোগ অস্বীকার করেছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। 

প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই অভিযোগের বিষয়ে বলেন, সম্পূর্ণ নোংরা ... এবং রাজনৈতিকভাবে অনুপ্রাণিত গল্পগাঁথা। 

ইউরোপীয় কমিশন জ্বালানির ক্রমবর্ধমান দাম বৃদ্ধির মোকাবিলায় সদস্য দেশগুলো যাতে পদক্ষেপ নিতে পারে সে জন্য রূপরেখা তৈরি করেছে । গত জানুয়ারি থেকে ইউরোপে পাইকারি পর্যায়ে গ্যাসের দাম ২৫০ শতাংশ বেড়েছে । করোনা মহামারিতে অর্থনীতি পুনরুদ্ধার করার জন্য প্রাকৃতিক গ্যাসের উচ্চ চাহিদার কারণে ইউরোপে গ্যাসের দাম রেকর্ড পরিমাণ বেড়েছে । 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত